ETV Bharat / state

লকডাউন অমান্য, বেনাচিতি বাজারে ভিড় সামলাতে কড়া পুলিশ - কোরোনাভাইরাসের খবর

বেনাচিতি বাজারে লকডাউন উপেক্ষা করে ক্রেতাদের ভিড় ৷ পরিস্থিতি সামলাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল পুলিশ ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 23, 2020, 10:20 PM IST

Updated : Mar 23, 2020, 10:46 PM IST

দুর্গাপুর ,22 মার্চ: সাধারণ মানুষকে লকডাউন মানতে বাধ্য করতে এবার কড়া প্রশাসন । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আগামী 27 মার্চ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউনের কথা ঘোষণা করা হয় । জরুরি পরিষেবাকে এই লকডাউনের বাইরে রাখা হয়েছে । কিন্তু বেনাচিতি বাজারে দেখা গেল লকডাউনকে উপেক্ষা করে ক্রেতাদের উপচে পড়া ভিড় ৷ এই ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা গেল সবজি ও মাছ ব্যবসায়ীদের । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশকর্মীরা ৷ লাঠি উঁচিয়ে তাঁরা তেড়ে যায় ক্রেতাদের দিকে ৷ তারপরই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় ৷

জনতা কারফিউয়ের জেরে গতকাল বন্ধ ছিল শিল্প শহর । কিন্তু আজ সকাল হতেই বাজারে ভিড় উপচে পড়ে । সবাই মনে করেছিলেন, বিকেল পাঁচটা থেকে লকডাউনের জেরে বাজার ফাঁকা থাকবে । কিন্তু বাস্তবে দেখা গেল উলটো চিত্র । আজ সন্ধ্যা হতেই দুর্গাপুরের বেনাচিতি বাজারে সবজি ও মাছ কিনতে উপচে পড়ে আমজনতার ভিড় । পুলিশের কাছে লাগাতার অভিযোগ জানাতে থাকেন অনেকেই । বহুবার পুলিশ এসে সচেতন করে যায় ব্যবসায়ীদের । ক্রেতাদেরও বলা হয়, এক জায়গায় সাত জনের বেশি দাঁড়িয়ে না থাকার জন্য ।

বেনাচিতি বাজারে ভিড় সামলাতে কড়া পুলিশ

কিন্তু পুলিশের সতর্কবার্তাকে তোয়াক্কা না করেই ভিড় বাড়তে থাকে বাজারে ৷ অবশেষে পুলিশকে রাতের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা গেল আমজনতাকে । সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করার পাশাপাশি ব্যবসায়ীদেরও সাবধান করে দেওয়া হয় পুলিশের তরফে ৷

দুর্গাপুর ,22 মার্চ: সাধারণ মানুষকে লকডাউন মানতে বাধ্য করতে এবার কড়া প্রশাসন । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আগামী 27 মার্চ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউনের কথা ঘোষণা করা হয় । জরুরি পরিষেবাকে এই লকডাউনের বাইরে রাখা হয়েছে । কিন্তু বেনাচিতি বাজারে দেখা গেল লকডাউনকে উপেক্ষা করে ক্রেতাদের উপচে পড়া ভিড় ৷ এই ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা গেল সবজি ও মাছ ব্যবসায়ীদের । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশকর্মীরা ৷ লাঠি উঁচিয়ে তাঁরা তেড়ে যায় ক্রেতাদের দিকে ৷ তারপরই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় ৷

জনতা কারফিউয়ের জেরে গতকাল বন্ধ ছিল শিল্প শহর । কিন্তু আজ সকাল হতেই বাজারে ভিড় উপচে পড়ে । সবাই মনে করেছিলেন, বিকেল পাঁচটা থেকে লকডাউনের জেরে বাজার ফাঁকা থাকবে । কিন্তু বাস্তবে দেখা গেল উলটো চিত্র । আজ সন্ধ্যা হতেই দুর্গাপুরের বেনাচিতি বাজারে সবজি ও মাছ কিনতে উপচে পড়ে আমজনতার ভিড় । পুলিশের কাছে লাগাতার অভিযোগ জানাতে থাকেন অনেকেই । বহুবার পুলিশ এসে সচেতন করে যায় ব্যবসায়ীদের । ক্রেতাদেরও বলা হয়, এক জায়গায় সাত জনের বেশি দাঁড়িয়ে না থাকার জন্য ।

বেনাচিতি বাজারে ভিড় সামলাতে কড়া পুলিশ

কিন্তু পুলিশের সতর্কবার্তাকে তোয়াক্কা না করেই ভিড় বাড়তে থাকে বাজারে ৷ অবশেষে পুলিশকে রাতের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা গেল আমজনতাকে । সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করার পাশাপাশি ব্যবসায়ীদেরও সাবধান করে দেওয়া হয় পুলিশের তরফে ৷

Last Updated : Mar 23, 2020, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.