ETV Bharat / state

BJP-র হয়ে কাজ করছেন OC, অভিযোগে থানা ঘেরাও তৃণমূলের - RAF

দুর্গাপুরের ফরিদপুর থানা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস । OC অনির্বাণ বসুর বদলির দাবি করেন বিক্ষোভকারীরা ।

গেট আটকে বিক্ষোভ
author img

By

Published : Jun 16, 2019, 8:13 PM IST

Updated : Jun 16, 2019, 8:47 PM IST

দুর্গাপুর, 16 জুন : BJP-র হয়ে কাজ করছেন OC । এই অভিযোগ তুলে দুর্গাপুরের ফরিদপুর থানা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস । OC অনির্বাণ বসুর বদলির দাবি করেন বিক্ষোভকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে RAF ও কমব্যাট ফোর্স নামানো হয় ।

10 জুন, সকাল 10টা নাগাদ ফরিদপুরের লবনাপাড়া থেকে বিজয় মিছিল ধ্বনিগ্রামের দিকে আসতেই মিছিল লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় । অভিযোগ, মিছিল ছত্রভঙ্গ করতেই বোমাবাজির পাশাপাশি গুলিও চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনায় মিছিলের সামনে থাকা BJP নেতা কাজল হাজরার পায়ে গুলি লাগে । যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পরই পুলিশ বেছে বেছে দলীয় কর্মীদের গ্রেপ্তার করছে । তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করছে । ফরিদপুর থানার OC অনির্বাণ বসু BJP-র হয়ে কাজ করছে ।

ভিডিয়োয় শুনুন জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য

OC-র বদলির দাবি তুলে আজ সকাল থেকেই থানা ঘেরাও করে তৃণমূল নেতা-কর্মীরা । পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকে তারা । থানার গেট বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে RAF ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ।

জিতেন্দ্র তিওয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যাদের বিরুদ্ধে FIR করেছি 48 ঘণ্টার মধ্যে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আইনানুগ ব্যবস্থা নেব ।" বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ ।

এই সংক্রান্ত খবর : BJP-র বিজয় মিছিলে বোমাবাজি, গুলি ; জখম 8

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র বলেন, "ওষুধ দিয়ে দিয়েছি । কাজ হয়ে যাবে । তৃণমূল কর্মীরা ফের পথে নামতে শুরু করেছে । এবার আর কেউ উন্নয়ন বন্ধ করে রাখতে পারবে না ।"

দুর্গাপুর, 16 জুন : BJP-র হয়ে কাজ করছেন OC । এই অভিযোগ তুলে দুর্গাপুরের ফরিদপুর থানা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস । OC অনির্বাণ বসুর বদলির দাবি করেন বিক্ষোভকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে RAF ও কমব্যাট ফোর্স নামানো হয় ।

10 জুন, সকাল 10টা নাগাদ ফরিদপুরের লবনাপাড়া থেকে বিজয় মিছিল ধ্বনিগ্রামের দিকে আসতেই মিছিল লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় । অভিযোগ, মিছিল ছত্রভঙ্গ করতেই বোমাবাজির পাশাপাশি গুলিও চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনায় মিছিলের সামনে থাকা BJP নেতা কাজল হাজরার পায়ে গুলি লাগে । যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পরই পুলিশ বেছে বেছে দলীয় কর্মীদের গ্রেপ্তার করছে । তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করছে । ফরিদপুর থানার OC অনির্বাণ বসু BJP-র হয়ে কাজ করছে ।

ভিডিয়োয় শুনুন জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য

OC-র বদলির দাবি তুলে আজ সকাল থেকেই থানা ঘেরাও করে তৃণমূল নেতা-কর্মীরা । পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকে তারা । থানার গেট বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে RAF ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ।

জিতেন্দ্র তিওয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যাদের বিরুদ্ধে FIR করেছি 48 ঘণ্টার মধ্যে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আইনানুগ ব্যবস্থা নেব ।" বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ ।

এই সংক্রান্ত খবর : BJP-র বিজয় মিছিলে বোমাবাজি, গুলি ; জখম 8

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র বলেন, "ওষুধ দিয়ে দিয়েছি । কাজ হয়ে যাবে । তৃণমূল কর্মীরা ফের পথে নামতে শুরু করেছে । এবার আর কেউ উন্নয়ন বন্ধ করে রাখতে পারবে না ।"

sample description
Last Updated : Jun 16, 2019, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.