দুর্গাপুর , 12 জুন : কেন্দ্রীয় সরকারের জারি করা অর্ডিন্যান্সের কাগজ পুড়িয়ে দিয়ে আন্দোলন করল কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের কাঁকসা থানা কমিটি । কাঁকসা থানা এলাকার পানাগড় গ্রাম পঞ্চায়েতের সামনে মোট 12 দফা দাবিতে তারা এই আন্দোলন করে । এরপর মিছিল করে পঞ্চায়েত প্রধানের হাতে তারা ডেপুটেশন তুলে দেয় ।
সদ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষিজাত অত্যাবশ্যকীয় পণ্য গুদামজাত করে রাখা যাবে , এই বিষয়ে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল । তার বিরুদ্ধে মোট 12 দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের কাঁকসা কমিটির পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের কাছে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয় । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নতুন অর্ডিন্যান্সের কাগজ পুড়িয়ে দিয়ে প্রতিবাদ করলেন কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন । কৃষক সভার নেতা বীরেশ্বর মণ্ডল জানান , "কেন্দ্রীয় সরকারের নতুন যে অর্ডিন্যান্স , তাতে বলা হয়েছে কৃষিজাত অত্যাবশ্যকীয় পণ্য গুদামজাত করার জন্য সরকারের পক্ষ থেকে লাইসেন্স দেওয়া হবে । তাহলে কৃষকেরা তাঁদের ন্যায্য পাওনা থেকে যেমন বঞ্চিত থাকবেন । তেমনি আবার জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হবে । এই অর্ডিন্যান্সের কারণে শুধু কৃষকদের নয় , দেশের কোটি কোটি মানুষের সমস্যা তৈরি হবে । তাই এই অর্ডিন্যান্সের কাগজ পঞ্চায়েত ভবনের সামনে পুড়িয়ে দিয়ে আমরা জানিয়ে দিচ্ছি এই অর্ডিন্যান্স আমরা মানছি না ।" পাশাপাশি বামেদের পক্ষ থেকে দাবি করা হয় , 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 202 টাকা মজুরি দেওয়ার কথা বলা হয়েছিল । সেখানে গ্রামের মানুষ পাচ্ছেন 75 থেকে 80 টাকা । তাহলে বাকি টাকা কেন দেওয়া হচ্ছে না ? শুধু তাই নয় , এখন থেকে 100 দিনের জায়গায় বছরে 200 দিন কাজ দেওয়া হোক গরিব মানুষদের । এমন দাবিও তোলা হয় কৃষকসভার পক্ষ থেকে ।
রাজ্যের বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজে জব কার্ড দেওয়ার আবেদন জানানো হয় । তাদের থাকা খাওয়া সহ কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করে দিতে হবে সরকারকে । এমন আবেদনের কথাও উঠে আসে আন্দোলনকারীদের মুখে । কৃষক সভার পক্ষ থেকে আগামী দিনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় ।