ETV Bharat / bharat

LMV লাইসেন্স থাকলেই চালানো যাবে 7500 কেজির মালবাহী গাড়ি, নির্দেশ সুপ্রিম কোর্টের - SC ON LMV DRIVING LICENCE

শীর্ষ আদালত LMV ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে 7,500 কেজি পর্যন্ত ওজনের একটি মালবাহী যান চালানোর অনুমতি দিয়েছে।

SC ON LMV DRIVING LICENCE
সুপ্রিম কোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 2:15 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: সাধারণ মোটর গাড়ির ড্রাইভিং লাইসেন্স রয়েছে এমন ব্যক্তিও 7500 কিলোগ্রামের কম ওজনের মালবাহী যে কোনও গাড়ি চালাতে পারবেন ৷ বুধবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ হালকা মোটর গাড়ির (LMV) ড্রাইভিং লাইসেন্সধারী এক ব্যক্তিও বড় গাড়ি চালানোর অধিকারী বলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি পিএস নরসিমা, বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি মনোজ মিশ্র ৷ বেঞ্চ গত 21 অগস্ট রায় সংরক্ষণ রেখেছিল। শুনানির সময়, অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি আদালতে জানান, মোটর ভেহিকেল (MVs) আইন, 1988 সংশোধন করার পরামর্শ প্রায় সম্পূর্ণ । তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীগুলি এখনও সংসদে পেশ করা হয়নি ৷ এটি এখন সংসদের শীতকালীন অধিবেশনেই করা যেতে পারে ৷

এদিন শীর্ষ আদালত জানিয়েছে, মোট গাড়ির ওজন 7500 কেজির মধ্যে হলে, LMV লাইসেন্স-সহ সাধারণ কোনও চালকও একটি মালবাহী যান চালাতে পারেন। বেঞ্চের পক্ষে রায় ঘোষণা করে বিচারপতি হৃষিকেশ রায় বলেন, "আমরা এই ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারছি কারণ, এই মামলার কোনও পক্ষই এমন কোনও অভিজ্ঞতা বা তথ্য দিতে পারেনি যা প্রমাণ করতে পারে যে এলএমভি চালকরা মালবাহী যান চালানোর ফলে সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ।" বিচারপতি আরও জানান, সড়ক নিরাপত্তা বিশ্বব্যাপী একটি গুরুতর জনসাধারণের সমস্যা ৷ ভারতেই সড়ক দুর্ঘটনার কারণে 1.7 লাখ লোকের মৃত্যু হয়েছে ৷

সুপ্রিম কোর্ট জানিয়েছে, মালবাহী যানবাহন চালানোর জন্য অতিরিক্ত যোগ্যতার প্রয়োজনীয়তা শুধুমাত্র সেই সমস্ত মালবাহী যানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যার ওজন 7500 কেজির বেশি। বেঞ্চ জানিয়েছে, এই নির্দেশ একজন LMV লাইসেন্স ধারকের বিমা দাবিতে সাহায্য করবে ৷ শীর্ষ আদালত সিট বেল্টের নিয়ম না মেনে চলা, মোবাইল ব্যবহার, মদ্যপান ইত্যাদিকে সড়ক দুর্ঘটনার কারণ হিসাবে তুলে ধরেছে ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: সাধারণ মোটর গাড়ির ড্রাইভিং লাইসেন্স রয়েছে এমন ব্যক্তিও 7500 কিলোগ্রামের কম ওজনের মালবাহী যে কোনও গাড়ি চালাতে পারবেন ৷ বুধবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ হালকা মোটর গাড়ির (LMV) ড্রাইভিং লাইসেন্সধারী এক ব্যক্তিও বড় গাড়ি চালানোর অধিকারী বলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি পিএস নরসিমা, বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি মনোজ মিশ্র ৷ বেঞ্চ গত 21 অগস্ট রায় সংরক্ষণ রেখেছিল। শুনানির সময়, অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি আদালতে জানান, মোটর ভেহিকেল (MVs) আইন, 1988 সংশোধন করার পরামর্শ প্রায় সম্পূর্ণ । তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীগুলি এখনও সংসদে পেশ করা হয়নি ৷ এটি এখন সংসদের শীতকালীন অধিবেশনেই করা যেতে পারে ৷

এদিন শীর্ষ আদালত জানিয়েছে, মোট গাড়ির ওজন 7500 কেজির মধ্যে হলে, LMV লাইসেন্স-সহ সাধারণ কোনও চালকও একটি মালবাহী যান চালাতে পারেন। বেঞ্চের পক্ষে রায় ঘোষণা করে বিচারপতি হৃষিকেশ রায় বলেন, "আমরা এই ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারছি কারণ, এই মামলার কোনও পক্ষই এমন কোনও অভিজ্ঞতা বা তথ্য দিতে পারেনি যা প্রমাণ করতে পারে যে এলএমভি চালকরা মালবাহী যান চালানোর ফলে সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ।" বিচারপতি আরও জানান, সড়ক নিরাপত্তা বিশ্বব্যাপী একটি গুরুতর জনসাধারণের সমস্যা ৷ ভারতেই সড়ক দুর্ঘটনার কারণে 1.7 লাখ লোকের মৃত্যু হয়েছে ৷

সুপ্রিম কোর্ট জানিয়েছে, মালবাহী যানবাহন চালানোর জন্য অতিরিক্ত যোগ্যতার প্রয়োজনীয়তা শুধুমাত্র সেই সমস্ত মালবাহী যানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যার ওজন 7500 কেজির বেশি। বেঞ্চ জানিয়েছে, এই নির্দেশ একজন LMV লাইসেন্স ধারকের বিমা দাবিতে সাহায্য করবে ৷ শীর্ষ আদালত সিট বেল্টের নিয়ম না মেনে চলা, মোবাইল ব্যবহার, মদ্যপান ইত্যাদিকে সড়ক দুর্ঘটনার কারণ হিসাবে তুলে ধরেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.