ETV Bharat / state

সরকারি মদতে নারী নির্যাতন ও হিংসার অভিযোগ শুভেন্দুর, রাজ্যের রিপোর্ট তলব রাজ্যপালের - GOVERNOR SEEKS REPORT ON VIOLENCE

শুভেন্দু অধিকারীর অভিযোগে সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিভি আনন্দ বোস ৷ প্রশাসন এই ধরনের ঘটনা রুখতে কী পদক্ষেপ করেছে, তাও জানতে চেয়েছেন তিনি ৷

GOVERNOR ASKS REPORT ON VIOLENCE
রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 2:44 PM IST

কলকাতা, 06 নভেম্বর: নারী নির্যাতন এবং ধর্মীয় অনুষ্ঠানে হিংসার অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবন সূত্রে খবর, রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে প্রশাসনের কাছে ৷

উল্লেখ্য, দুর্গাপুজো ও কালীপুজোর সময় হাওড়া, নারকেলডাঙা, গার্ডেনরিচ-সহ একাধিক জায়গায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও হিংসার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু ৷ এ নিয়ে সম্প্রতি রাজ্যপালের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি ৷ সেখানে সরাসরি রাজ্য সরকার এবং শাসকদলের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্মীয় অনুষ্ঠানে হিংসায় মদতের অভিযোগ করেন তিনি ৷

রাজভবন সূত্রে খবর, ওই অভিযোগে বিরোধী দলনেতা জানিয়েছেন, "গোটা উৎসবের মরশুমে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো-কালীপুজো ঘিরে হিংসার ঘটনা ঘটেছে ৷ শাসকের উস্কানিতেই এই ধরনের ঘটনা ঘটছে ৷ রাজ্যের পুলিশ প্রশাসন হিংসা বা অত্যাচার বন্ধে সম্পূর্ণভাবে ব্যর্থ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাঁর দলীয় কর্মীদের মদতেই নারী নির্যাতন বা হিংসার ঘটনা ঘটছে ৷ এ কারণে পুলিশ প্রশাসনও তাঁদের কাজ করতে পারছে না ৷ অবিলম্বে রাজ্যপাল পদক্ষেপ করুন ৷"

শুভেন্দু অধিকারীর থেকে এই অভিযোগ পাওয়ার পরেই কড়া মনোভাব প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অধিকারিক জানিয়েছেন, "দুর্গাপুজো ও কালীপুজোর সময় রাজ্যের কিছু অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলনেতা এবং অন্যান্যদের কাছ থেকে মাননীয় রাজ্যপাল বিভিন্ন অভিযোগ পেয়েছেন ৷ এই বিষয়ে রাজভবন রাজ্য সরকারের প্রতিক্রিয়া চেয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সক্রিয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ৷"

কলকাতা, 06 নভেম্বর: নারী নির্যাতন এবং ধর্মীয় অনুষ্ঠানে হিংসার অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবন সূত্রে খবর, রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে প্রশাসনের কাছে ৷

উল্লেখ্য, দুর্গাপুজো ও কালীপুজোর সময় হাওড়া, নারকেলডাঙা, গার্ডেনরিচ-সহ একাধিক জায়গায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও হিংসার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু ৷ এ নিয়ে সম্প্রতি রাজ্যপালের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি ৷ সেখানে সরাসরি রাজ্য সরকার এবং শাসকদলের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্মীয় অনুষ্ঠানে হিংসায় মদতের অভিযোগ করেন তিনি ৷

রাজভবন সূত্রে খবর, ওই অভিযোগে বিরোধী দলনেতা জানিয়েছেন, "গোটা উৎসবের মরশুমে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো-কালীপুজো ঘিরে হিংসার ঘটনা ঘটেছে ৷ শাসকের উস্কানিতেই এই ধরনের ঘটনা ঘটছে ৷ রাজ্যের পুলিশ প্রশাসন হিংসা বা অত্যাচার বন্ধে সম্পূর্ণভাবে ব্যর্থ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাঁর দলীয় কর্মীদের মদতেই নারী নির্যাতন বা হিংসার ঘটনা ঘটছে ৷ এ কারণে পুলিশ প্রশাসনও তাঁদের কাজ করতে পারছে না ৷ অবিলম্বে রাজ্যপাল পদক্ষেপ করুন ৷"

শুভেন্দু অধিকারীর থেকে এই অভিযোগ পাওয়ার পরেই কড়া মনোভাব প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অধিকারিক জানিয়েছেন, "দুর্গাপুজো ও কালীপুজোর সময় রাজ্যের কিছু অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলনেতা এবং অন্যান্যদের কাছ থেকে মাননীয় রাজ্যপাল বিভিন্ন অভিযোগ পেয়েছেন ৷ এই বিষয়ে রাজভবন রাজ্য সরকারের প্রতিক্রিয়া চেয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সক্রিয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.