দুর্গাপুর, 28 জুন:ইটিভি ভারতের খবরের জের ৷ দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদারের উদ্যোগে মলানদিঘি পঞ্চায়েতের অধীনস্থ আলিনগর আদিবাসী গ্রামে ত্রিপল পৌঁছালেন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য । এদিন 15টি পরিবারের হাতেই ত্রিপল তুলে দেওয়া হয় । রবিবার ওই আদিবাসী এলাকায় সরকারি প্রকল্পের আলো পৌঁছায়নি বলে ইটিভি ভারতে খবর প্রকাশিত হয় ।
ইটিভি ভারতে মাটির বাড়ি ভেঙে পড়ার কথা এবং জলপড়ার কথার সঙ্গে আদিবাসীদের অভাব অভিযোগও প্রকাশিত হয় । তারপরেই দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের কর্মকর্তাদের এলাকায় পাঠান । সোমবার আদিবাসীদের নাম নথিভুক্ত করে নিয়ে যান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় এবং পঞ্চায়েতের সদস্যরা ।
আরও পড়ুন: সরকারি সুবিধা থেকে বঞ্চিত কাঁকসার জঙ্গলমহলের আদিবাসী গ্রামের বাসিন্দারা
সোমবারই সেই সমস্ত আদিবাসী পরিবারগুলির হাতে তুলে দেওয়া হল ত্রিপল ও অন্যান্য সামগ্রী । কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় জানান, কথা দিয়ে কথা রাখে তৃণমূল সরকার । বিধায়ক প্রদীপ মজুমদারও এলাকা পরিদর্শন করবেন বলে তিনি জানান । ওই এলাকার সমস্ত আদিবাসী পরিবারগুলি কিছুদিনের মধ্যেই পাকা বাড়ি পাবে বলে আশ্বাসও দেন তিনি ।