ETV Bharat / state

''নিজেকে শোধরাও'', INTTUC নেতাকে হুঁশিয়ারি মমতার

আজ পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে জেলার একাধিক সমস্যা নিয়ে কথা বলেন তিনি । উঠে আসে ট্রেড ইউনিয়নগুলির কথাও । সেই প্রসঙ্গেই INTTUC-র রাজ্য কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায়কে তাঁর কর্তব্য সঠিকভাবে পালনের আদেশ দেন মুখ্যমন্ত্রী ।

mamata
mamata
author img

By

Published : Feb 13, 2020, 8:02 PM IST

Updated : Feb 13, 2020, 8:28 PM IST

দুর্গাপুর, 13 ফেব্রুয়ারি : দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে INTTUC রাজ্য কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী । মনে করিয়ে দিলেন, শ্রমিকদের কাজ দেওয়া সরকারের কর্তব্য । প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও অভিযোগ তিনি আর মেনে নেবেন না । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিছু ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আটকে আছে । মানুষ কাজের সুযোগ পাচ্ছেন না । দুর্গাপুরের মেয়রকে সেই দিকে লক্ষ্য দিতে বলেন মুখ্যমন্ত্রী ।

আজ পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে জেলার একাধিক সমস্যা নিয়ে কথা বলেন তিনি । উঠে আসে ট্রেড ইউনিয়নগুলির কথাও । সেই প্রসঙ্গেই INTTUC-র রাজ্য কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায়কে তাঁর কর্তব্য সঠিকভাবে পালনের আদেশ দেন মুখ্যমন্ত্রী । রীতিমত কড়াভাবে বলেন, "প্রভাত আমি তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি । এর দায় সরকার নেবে না । পারলে নিজেকে সংশোধন করো । বিশ্বনাথ পাড়িয়ালকে আমি এখানে ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলাম । আমি দেখছি তুমি কিন্তু শোধরাচ্ছো না । যদি তুমি নিজের পরিবর্তন না করো আমি হস্তক্ষেপ করতে বাধ্য হব । শ্রমিকদের কাজ দেওয়া আমাদের কর্তব্য ।"

এরপরই তিনি দুর্গাপুরের মেয়রের কাজেও সংশোধনের আদেশ দেন । বলেন, "আপনি দীর্ঘদিন প্রশাসনিক কাজ করেছেন । প্রশাসনিক কাজ আপনি বোঝেন । কিন্তু মানুষের জন্য কাজ করার বিষয়টি আলাদা । অনেক ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আটকে আছে । অনেক ক্ষেত্রে মানুষ কাজ পাচ্ছেন না । আপনি সেদিকে লক্ষ্য দিন । বৈঠক করে দুর্গাপুরের সমস্যা সমাধান করুন । আমি এই বিষয়ে বিধানসভায় খোঁজ নেব ।"

শুনুন মমতার বক্তব্য

গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিশ্বনাথ পাড়িয়াল কংগ্রেসে যোগ দেন এবং বাম জোটের সাথে এক হয়ে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক হন । তবে অল্প কিছুদিন পরেই বিশ্বনাথ পাড়িয়াল আবার সদলবলে তৃণমূল কংগ্রেস শিবির যোগদান করেন । যদিও এখনও পর্যন্ত বিশ্বনাথ পাড়িয়াল কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে অফিশিয়াল ভাবে যোগদান করেননি । বিশ্বনাথ পাড়িয়ালকে প্রায় একবছর আগে মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমান জেলার INTTUC সভাপতির দায়িত্ব দেন । কিন্তু অবিভক্ত বর্ধমানের INTTUC-র প্রাক্তন সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় 2011 সালে গোটা জেলার কারখানায় শ্রমিক সংগঠনকে একটি শক্ত ভিতে দাঁড় করিয়েছিলেন । বিশ্বনাথ পাড়িয়ালের পক্ষে নতুন করে সেই কলকারখানাগুলিতে INTTUC কমিটি গঠন করা সম্ভব হয়নি । প্রভাত চট্টোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা এই কারখানাগুলিতে ঠিকা শ্রমিক নিয়োগের দায়িত্বভার এতদিন পর্যন্ত সামলাচ্ছেন । বিশ্বনাথ পাড়িয়াল বেশ কিছুদিন ধরেই দলের কর্মকাণ্ড থেকে দূরে চলে যান । কিন্তু আজ প্রশাসনিক বৈঠকে প্রভাত চট্টোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে শ্রমিকনগরীর এই রাশ কার হাতে থাকবে তা নিয়ে প্রভাত বনাম বিশ্বনাথ অনুগামীদের লড়াই যে শাসকদলের পক্ষে ভালো হবে না তা কিন্তু স্পষ্ট । কারণ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এই দুই বিধানসভা কেন্দ্রে 2016-র বিধানসভা নির্বাচনে শাসকদলের প্রার্থীদের পরাজয় হয়েছিল । 2019-র লোকসভা নির্বাচনেও BJP প্রার্থী 78000 ভোটে এগিয়ে যায় ।

দুর্গাপুর, 13 ফেব্রুয়ারি : দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে INTTUC রাজ্য কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী । মনে করিয়ে দিলেন, শ্রমিকদের কাজ দেওয়া সরকারের কর্তব্য । প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও অভিযোগ তিনি আর মেনে নেবেন না । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিছু ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আটকে আছে । মানুষ কাজের সুযোগ পাচ্ছেন না । দুর্গাপুরের মেয়রকে সেই দিকে লক্ষ্য দিতে বলেন মুখ্যমন্ত্রী ।

আজ পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে জেলার একাধিক সমস্যা নিয়ে কথা বলেন তিনি । উঠে আসে ট্রেড ইউনিয়নগুলির কথাও । সেই প্রসঙ্গেই INTTUC-র রাজ্য কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায়কে তাঁর কর্তব্য সঠিকভাবে পালনের আদেশ দেন মুখ্যমন্ত্রী । রীতিমত কড়াভাবে বলেন, "প্রভাত আমি তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি । এর দায় সরকার নেবে না । পারলে নিজেকে সংশোধন করো । বিশ্বনাথ পাড়িয়ালকে আমি এখানে ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলাম । আমি দেখছি তুমি কিন্তু শোধরাচ্ছো না । যদি তুমি নিজের পরিবর্তন না করো আমি হস্তক্ষেপ করতে বাধ্য হব । শ্রমিকদের কাজ দেওয়া আমাদের কর্তব্য ।"

এরপরই তিনি দুর্গাপুরের মেয়রের কাজেও সংশোধনের আদেশ দেন । বলেন, "আপনি দীর্ঘদিন প্রশাসনিক কাজ করেছেন । প্রশাসনিক কাজ আপনি বোঝেন । কিন্তু মানুষের জন্য কাজ করার বিষয়টি আলাদা । অনেক ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আটকে আছে । অনেক ক্ষেত্রে মানুষ কাজ পাচ্ছেন না । আপনি সেদিকে লক্ষ্য দিন । বৈঠক করে দুর্গাপুরের সমস্যা সমাধান করুন । আমি এই বিষয়ে বিধানসভায় খোঁজ নেব ।"

শুনুন মমতার বক্তব্য

গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিশ্বনাথ পাড়িয়াল কংগ্রেসে যোগ দেন এবং বাম জোটের সাথে এক হয়ে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক হন । তবে অল্প কিছুদিন পরেই বিশ্বনাথ পাড়িয়াল আবার সদলবলে তৃণমূল কংগ্রেস শিবির যোগদান করেন । যদিও এখনও পর্যন্ত বিশ্বনাথ পাড়িয়াল কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে অফিশিয়াল ভাবে যোগদান করেননি । বিশ্বনাথ পাড়িয়ালকে প্রায় একবছর আগে মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমান জেলার INTTUC সভাপতির দায়িত্ব দেন । কিন্তু অবিভক্ত বর্ধমানের INTTUC-র প্রাক্তন সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় 2011 সালে গোটা জেলার কারখানায় শ্রমিক সংগঠনকে একটি শক্ত ভিতে দাঁড় করিয়েছিলেন । বিশ্বনাথ পাড়িয়ালের পক্ষে নতুন করে সেই কলকারখানাগুলিতে INTTUC কমিটি গঠন করা সম্ভব হয়নি । প্রভাত চট্টোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা এই কারখানাগুলিতে ঠিকা শ্রমিক নিয়োগের দায়িত্বভার এতদিন পর্যন্ত সামলাচ্ছেন । বিশ্বনাথ পাড়িয়াল বেশ কিছুদিন ধরেই দলের কর্মকাণ্ড থেকে দূরে চলে যান । কিন্তু আজ প্রশাসনিক বৈঠকে প্রভাত চট্টোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে শ্রমিকনগরীর এই রাশ কার হাতে থাকবে তা নিয়ে প্রভাত বনাম বিশ্বনাথ অনুগামীদের লড়াই যে শাসকদলের পক্ষে ভালো হবে না তা কিন্তু স্পষ্ট । কারণ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এই দুই বিধানসভা কেন্দ্রে 2016-র বিধানসভা নির্বাচনে শাসকদলের প্রার্থীদের পরাজয় হয়েছিল । 2019-র লোকসভা নির্বাচনেও BJP প্রার্থী 78000 ভোটে এগিয়ে যায় ।

Last Updated : Feb 13, 2020, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.