ETV Bharat / state

Madan in Oh Lovely promotion: 'ওহ লাভলি'র প্রচারে দুর্গাপুরে গিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় 'কালারফুল' মদন - মদন মিত্র

Madan Mitra in Oh Lovely promotion at Durgapur: দুর্গাপুরে তাঁর আসন্ন ছবি 'ওহ লাভলি'র প্রচারে গেলেন মদন মিত্র ৷ সেখানে গিয়ে একান্ত সাক্ষাৎকারে আড্ডায় মাতলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

Madan in Oh Lovely promotion
দুর্গাপুরে 'ওহ লাভলি'র প্রচারে মদন মিত্র
author img

By

Published : Aug 7, 2023, 8:15 PM IST

Updated : Aug 7, 2023, 11:08 PM IST

দুর্গাপুরে 'ওহ লাভলি'র প্রচারে মদন মিত্র

দুর্গাপুর, 7 অগস্ট: বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র মদন মিত্র । বিতর্কিত মন্তব্য যাঁকে কখনও পিছু ছাড়ে না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সেই 'কালারফুল মদন' এ বার আরও চমক নিয়ে হাজির হরনাথ চক্রবর্তী পরিচালিত 'ওহ লাভলি' ফিল্মে । আগামী 25 অগস্ট মুক্তি পেতে চলেছে নবাগত ঋক, রাজনন্দিনী, খরাজ চক্রবর্তী, লাবনী সরকার অভিনীত সেই ছবি ৷ যার অন্যতম প্রধান আকর্ষণ তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ সোমবার ছবির কলাকুশলীদের নিয়ে তিনি দুর্গাপুরে একটি বেসরকারি শপিংমলে সেই ছবির প্রচার সারলেন । আর তারই ফাঁকে আড্ডায় মাতলেন ইটিভি ভারতের সঙ্গে ৷ একান্ত সাক্ষাৎকারে তাঁর প্রথম চলচ্চিত্র থেকে শুরু করে বঙ্গ রাজনীতির সাম্প্রতিক হালহকিকৎ নিয়ে নানা কথা বললেন মদন মিত্র ৷

ওহ লাভলি কেমন হতে চলেছে ? এই প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক বলেন, "একেবারে নতুন ছেলেমেয়েরা এই ফিল্মে অভিনয় করছেন । বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী এই চলচ্চিত্রের নির্দেশক । পৃথিবীর ইতিহাসে অনেক সিনেমা হয়েছে ৷ চোখের বালি, ব্যোমকেশ, শার্লক হোমস ৷ কিন্তু একটি গানের একটি শব্দ দিয়ে সিনেমা পৃথিবীর ইতিহাসে এই প্রথম । 'ও লাভলি' এই সিনেমাতে হাসি, কান্না, গল্প, গান সব রয়েছে ।"

2026 সালে আবার তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন কি না তা নিয়ে নিজেই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন মদন মিত্র । সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "সবকিছুর জন্য বয়স একটা ফ্যাক্টর । নবীন প্রজন্মকে জায়গা করে দেওয়াটাও প্রবীণদের কাজ । আমি সেই উদ্দেশ্যেই এমন কথা বলেছিলাম । কিন্তু দল যদি ঠিক করে যে, আমাকে ফের দাঁড়াতেই হবে তাহলে আমি আবার দাঁড়াব ।" এ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার কথা উঠতেই চলে এল কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ ৷

এ বিষয়ে মদন বলেন, "এ যাবৎ যাঁরা যাঁরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁরা সকলেই সৎ । তাঁদের গায়ে কোনও দুর্নীতির দাগ লাগেনি । কুণাল ঘোষ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যা বলেছেন, সেটা দলগত মত । তিনি দলের মুখপাত্র । দলের কথাই তাঁর কথা । কিন্তু এটা তো হিটলার, মুসোলিনির শাসন নয় । তাই আমার অভিমত, বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ মানুষ । আর এটা আমার ব্যক্তিগত মতামত ।"

হাসপাতালের দালাল রাজের বিরুদ্ধে এ দিন ফের সরব হতে শোনা যায় মদন মিত্রকে । কয়েকদিন আগে হাসপাতালের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তৃণমূল বিধায়ক । ইটিভি ভারতের কাছে তিনি বলেন, "সব সময় সব কথা বলা যায় না । চলার পথে অনেক চড়াই উতরাই পার হতে হয় । কখনও কখনও মুখ থুবড়ে পড়ে যেতে হয় । বয়স হয়েছে ৷ তাই আজ যাতে মুখ থুবড়ে না পড়ি, সেই জন্যই কিছুটা চুপ করে আছি । তবে একটা কথা বলতে পারি, হাসপাতালে দালালদের দেখলে ইলেকট্রিক পোলে বেঁধে পেটান । কোনও রেয়াত করার দরকার নেই ।"

আরও পড়ুন: 'ওহ! লাভলি' ছবিতে মদন মিত্র ও অন্যান্য চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশ্যে

দুর্গাপুরে 'ওহ লাভলি'র প্রচারে মদন মিত্র

দুর্গাপুর, 7 অগস্ট: বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র মদন মিত্র । বিতর্কিত মন্তব্য যাঁকে কখনও পিছু ছাড়ে না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সেই 'কালারফুল মদন' এ বার আরও চমক নিয়ে হাজির হরনাথ চক্রবর্তী পরিচালিত 'ওহ লাভলি' ফিল্মে । আগামী 25 অগস্ট মুক্তি পেতে চলেছে নবাগত ঋক, রাজনন্দিনী, খরাজ চক্রবর্তী, লাবনী সরকার অভিনীত সেই ছবি ৷ যার অন্যতম প্রধান আকর্ষণ তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ সোমবার ছবির কলাকুশলীদের নিয়ে তিনি দুর্গাপুরে একটি বেসরকারি শপিংমলে সেই ছবির প্রচার সারলেন । আর তারই ফাঁকে আড্ডায় মাতলেন ইটিভি ভারতের সঙ্গে ৷ একান্ত সাক্ষাৎকারে তাঁর প্রথম চলচ্চিত্র থেকে শুরু করে বঙ্গ রাজনীতির সাম্প্রতিক হালহকিকৎ নিয়ে নানা কথা বললেন মদন মিত্র ৷

ওহ লাভলি কেমন হতে চলেছে ? এই প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক বলেন, "একেবারে নতুন ছেলেমেয়েরা এই ফিল্মে অভিনয় করছেন । বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী এই চলচ্চিত্রের নির্দেশক । পৃথিবীর ইতিহাসে অনেক সিনেমা হয়েছে ৷ চোখের বালি, ব্যোমকেশ, শার্লক হোমস ৷ কিন্তু একটি গানের একটি শব্দ দিয়ে সিনেমা পৃথিবীর ইতিহাসে এই প্রথম । 'ও লাভলি' এই সিনেমাতে হাসি, কান্না, গল্প, গান সব রয়েছে ।"

2026 সালে আবার তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন কি না তা নিয়ে নিজেই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন মদন মিত্র । সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "সবকিছুর জন্য বয়স একটা ফ্যাক্টর । নবীন প্রজন্মকে জায়গা করে দেওয়াটাও প্রবীণদের কাজ । আমি সেই উদ্দেশ্যেই এমন কথা বলেছিলাম । কিন্তু দল যদি ঠিক করে যে, আমাকে ফের দাঁড়াতেই হবে তাহলে আমি আবার দাঁড়াব ।" এ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার কথা উঠতেই চলে এল কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ ৷

এ বিষয়ে মদন বলেন, "এ যাবৎ যাঁরা যাঁরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁরা সকলেই সৎ । তাঁদের গায়ে কোনও দুর্নীতির দাগ লাগেনি । কুণাল ঘোষ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যা বলেছেন, সেটা দলগত মত । তিনি দলের মুখপাত্র । দলের কথাই তাঁর কথা । কিন্তু এটা তো হিটলার, মুসোলিনির শাসন নয় । তাই আমার অভিমত, বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ মানুষ । আর এটা আমার ব্যক্তিগত মতামত ।"

হাসপাতালের দালাল রাজের বিরুদ্ধে এ দিন ফের সরব হতে শোনা যায় মদন মিত্রকে । কয়েকদিন আগে হাসপাতালের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তৃণমূল বিধায়ক । ইটিভি ভারতের কাছে তিনি বলেন, "সব সময় সব কথা বলা যায় না । চলার পথে অনেক চড়াই উতরাই পার হতে হয় । কখনও কখনও মুখ থুবড়ে পড়ে যেতে হয় । বয়স হয়েছে ৷ তাই আজ যাতে মুখ থুবড়ে না পড়ি, সেই জন্যই কিছুটা চুপ করে আছি । তবে একটা কথা বলতে পারি, হাসপাতালে দালালদের দেখলে ইলেকট্রিক পোলে বেঁধে পেটান । কোনও রেয়াত করার দরকার নেই ।"

আরও পড়ুন: 'ওহ! লাভলি' ছবিতে মদন মিত্র ও অন্যান্য চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশ্যে

Last Updated : Aug 7, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.