ETV Bharat / state

আর "বহিরাগত" নন, আসানসোলের ভোটার তালিকায় নাম বাবুলের - বাবুল সুপ্রিয়

এর আগে আসানসোলের ভোটার না হওয়ার কারণে তিনি বিধানসভা ভোট কিংবা পৌরভোটের সময় এলাকায় থাকতে পারতেন না । এবার আর সেই বাধা রইল না ।

বাবুল সুপ্রিয় এবং তার স্ত্রী রচনা শর্মা
বাবুল সুপ্রিয় এবং তার স্ত্রী রচনা শর্মা
author img

By

Published : Nov 19, 2020, 8:07 AM IST

আসানসোল, 19 নভেম্বর : আসানসোলের ভোটার তালিকায় নাম উঠল বাবুল সুপ্রিয় এবং তাঁর স্ত্রী রচনা শর্মার । বুধবার জেলার তুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে । আর সেখানে বাবুল ও তাঁর স্ত্রীর নাম রয়েছে । এর আগে তাঁকে শুনতে হয়েছে তিনি বহিরাগত । বিধানসভা ভোট বা পৌরভোটের সময় তিনি সেখানে থাকতেও পারতেন না । কিন্তু এবার আর সেই সমস্যা হবে না ।

2014 লোকসভা নির্বাচনে আসানসোল থেকে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হন বাবুল সুপ্রিয় । 2020 সালে লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জিতে ফের নির্বাচিত হন তিনি । 2 লাখ ভোটে পরাজিত করেন তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে । দ্বিতীয়বার জয়ী হওয়ার পর সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন না উঠলেও রাজ্যের শাসক দলের নেতারা তাঁকে "বহিরাগত" বলে বারবার কটাক্ষ করেছেন ।

এর আগে ভোটার না হওয়ার কারণে তিনি বিধানসভা ভোট কিংবা পৌরভোটের সময় এলাকায় থাকতে পারতেন না । এবার আর সেই বাধা রইল না । আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম উঠেছে বাবুল সুপ্রিয় এবং তাঁর স্ত্রী রচনা শর্মার । আসানসোলের মহিশিলা বটতলা বাজার এলাকায় বাবুল সুপ্রিয়র নিজস্ব আবাসন রয়েছে । সেই আবাসনের ঠিকানাতেই বাবুল সুপ্রিয় এবং স্ত্রী রচনার ভোটার তালিকায় নাম উঠেছে ।

আসানসোল, 19 নভেম্বর : আসানসোলের ভোটার তালিকায় নাম উঠল বাবুল সুপ্রিয় এবং তাঁর স্ত্রী রচনা শর্মার । বুধবার জেলার তুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে । আর সেখানে বাবুল ও তাঁর স্ত্রীর নাম রয়েছে । এর আগে তাঁকে শুনতে হয়েছে তিনি বহিরাগত । বিধানসভা ভোট বা পৌরভোটের সময় তিনি সেখানে থাকতেও পারতেন না । কিন্তু এবার আর সেই সমস্যা হবে না ।

2014 লোকসভা নির্বাচনে আসানসোল থেকে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হন বাবুল সুপ্রিয় । 2020 সালে লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জিতে ফের নির্বাচিত হন তিনি । 2 লাখ ভোটে পরাজিত করেন তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে । দ্বিতীয়বার জয়ী হওয়ার পর সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন না উঠলেও রাজ্যের শাসক দলের নেতারা তাঁকে "বহিরাগত" বলে বারবার কটাক্ষ করেছেন ।

এর আগে ভোটার না হওয়ার কারণে তিনি বিধানসভা ভোট কিংবা পৌরভোটের সময় এলাকায় থাকতে পারতেন না । এবার আর সেই বাধা রইল না । আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম উঠেছে বাবুল সুপ্রিয় এবং তাঁর স্ত্রী রচনা শর্মার । আসানসোলের মহিশিলা বটতলা বাজার এলাকায় বাবুল সুপ্রিয়র নিজস্ব আবাসন রয়েছে । সেই আবাসনের ঠিকানাতেই বাবুল সুপ্রিয় এবং স্ত্রী রচনার ভোটার তালিকায় নাম উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.