ETV Bharat / state

হোটেলের জমিতে সবজি চাষ করে বিকল্প রুজির সুলুক

লকডাউন পরিস্থিতিতে হোটেল বন্ধ ৷ তাই হোটেলের জমিতেই সবজি চাষ করে সংসার চালাচ্ছেন কর্মীরা ৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার ঘটনা ৷ হোটেল কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় বিবিহার গ্রাম পঞ্চায়েত সদস্যও ৷

hotel workers cultivating vegetables in lockdown situation at kanksa
হোটেলের জমিতেই সবজি চাষ করে বিকল্প রুজির সুলুক
author img

By

Published : Jun 10, 2021, 5:16 PM IST

দুর্গাপুর, 10 জুন : রাস্তার পাশে ধাবা বন্ধ, বন্ধ হোটেল ৷ এর জেরেই কাজ হারিয়ে বিপাকে ধাবা, হোটেলের কর্মীরা ৷ প্রতিকূল পরিস্থিতিতে এই হোটেল কর্মীরাই অর্থ উপার্জনের বিকল্প পথ খুঁজে নিয়েছেন ৷ লকডাউন পরিস্থিতিতে হোটেলের জমিতেই সবজি চাষে মজেছেন তাঁরা ৷ নিজেদের হাতে সবজি বিক্রি করেই চলছে সংসার ৷ সঙ্কটের সময় একটু হলেও হাসি ফুটেছে হোটেল কর্মীদের মুখে ৷ এই ছবি পশ্চিম বর্ধমানের কাঁকসার ৷

বিকল্প রুজির খোঁজ পেয়ে হাসি ফুটেছে হোটেল কর্মীদের মুখে ৷

করোনা পরিস্থিতিতে বন্ধ যান চলাচল ৷ বন্ধ একাধিক হোটেল ৷ সমস্যার মধ্যে দিনযাপন করছে হোটেলের কর্মীরা। কাঁকসার বিদবিহারের শিবপুর থেকে জামদোহাগামী রাস্তার পাশেই রয়েছে একটি হোটেল ৷ সরকারি বিধি নিষেধের জেরে বন্ধ হয়ে রয়েছে সেটি ৷ এর জেরে রুজি হারালেও হাল ছাড়েননি হোটেল কর্মীরা ৷ হোটেলের জায়গাতেই সবজির বাগান গড়ে তুলেছেন তাঁরা ৷

প্রায় দুই বিঘা জমির উপর চাষ করা হয়েছে বিভিন্ন সবজি ৷ কী নেই এই সবজি বাগানে ৷ উচ্ছে, ঝিঙ্গে, লাউ, কুমড়ো, ঢেঁড়স-সহ বিভিন্ন সবজি রয়েছে এই বাগানে ৷ সেইসব সবজি বিক্রি করেই চলছে হোটেলের কর্মীদের সংসার ৷

আরও পড়ুন : লকডাউন পরিস্থিতিতে বিপাকে উত্তর দিনাজপুরের ঢেঁড়শ চাষিরা

চাষবাসে ব্যস্ত হোটেল কর্মীরা জানালেন, নিজেদের হাতে তৈরি সবজি হাটে, বাজারে বিক্রি করে যেটুকু উপার্জন হচ্ছে, তাতেই চলে যাচ্ছে সংসার ৷ যে সাতজন কর্মী হোটেলে কাজ করতেন, তাঁরা সকলে এখন হোটেলের রান্না ছেড়ে চাষে মজেছেন ৷ হোটেল কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় বিবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধরও ৷

দুর্গাপুর, 10 জুন : রাস্তার পাশে ধাবা বন্ধ, বন্ধ হোটেল ৷ এর জেরেই কাজ হারিয়ে বিপাকে ধাবা, হোটেলের কর্মীরা ৷ প্রতিকূল পরিস্থিতিতে এই হোটেল কর্মীরাই অর্থ উপার্জনের বিকল্প পথ খুঁজে নিয়েছেন ৷ লকডাউন পরিস্থিতিতে হোটেলের জমিতেই সবজি চাষে মজেছেন তাঁরা ৷ নিজেদের হাতে সবজি বিক্রি করেই চলছে সংসার ৷ সঙ্কটের সময় একটু হলেও হাসি ফুটেছে হোটেল কর্মীদের মুখে ৷ এই ছবি পশ্চিম বর্ধমানের কাঁকসার ৷

বিকল্প রুজির খোঁজ পেয়ে হাসি ফুটেছে হোটেল কর্মীদের মুখে ৷

করোনা পরিস্থিতিতে বন্ধ যান চলাচল ৷ বন্ধ একাধিক হোটেল ৷ সমস্যার মধ্যে দিনযাপন করছে হোটেলের কর্মীরা। কাঁকসার বিদবিহারের শিবপুর থেকে জামদোহাগামী রাস্তার পাশেই রয়েছে একটি হোটেল ৷ সরকারি বিধি নিষেধের জেরে বন্ধ হয়ে রয়েছে সেটি ৷ এর জেরে রুজি হারালেও হাল ছাড়েননি হোটেল কর্মীরা ৷ হোটেলের জায়গাতেই সবজির বাগান গড়ে তুলেছেন তাঁরা ৷

প্রায় দুই বিঘা জমির উপর চাষ করা হয়েছে বিভিন্ন সবজি ৷ কী নেই এই সবজি বাগানে ৷ উচ্ছে, ঝিঙ্গে, লাউ, কুমড়ো, ঢেঁড়স-সহ বিভিন্ন সবজি রয়েছে এই বাগানে ৷ সেইসব সবজি বিক্রি করেই চলছে হোটেলের কর্মীদের সংসার ৷

আরও পড়ুন : লকডাউন পরিস্থিতিতে বিপাকে উত্তর দিনাজপুরের ঢেঁড়শ চাষিরা

চাষবাসে ব্যস্ত হোটেল কর্মীরা জানালেন, নিজেদের হাতে তৈরি সবজি হাটে, বাজারে বিক্রি করে যেটুকু উপার্জন হচ্ছে, তাতেই চলে যাচ্ছে সংসার ৷ যে সাতজন কর্মী হোটেলে কাজ করতেন, তাঁরা সকলে এখন হোটেলের রান্না ছেড়ে চাষে মজেছেন ৷ হোটেল কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় বিবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.