রানিগঞ্জ , 7 জুন : কোরোনার সংক্রমণ আটকাতে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রানিগঞ্জের জেমেরি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে। কারণ লকডাউনের জেরে এলাকায় যাচ্ছেন না সাফাইকর্মীরা। ফলে এলাকার ডাস্টবিনগুলিতে আবর্জনার পাহাড় জমেছে। সেই আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তাতেও। আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন জেমেরিবাসী।
দেশজুড়ে লকডাউনের জেরে কাজে যোগ দিতে চাইছেন না সাফাই কর্মীরা। ফলে বারবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা বিনোদ কুমার বলেন, “লকডাউনের পর থেকে এলাকায় সাফ সাফাই-এর কাজ হচ্ছে না । ডাস্টবিনে আবর্জনার স্তূপ তৈরি হলেও সেটি পরিষ্কার করছে না পঞ্চায়েত অফিস । বারবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকায় । ফলে একদিকে কোরোনার আতঙ্ক , অন্যদিকে আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু ।”
এবিষয়ে জেমেরি পঞ্চায়েতের প্রধান শিল্পী মাজি বলেন, “ লকডাউনের জেরে সাফাইকর্মীরা আসতে চাইছেন না । সাফাইকর্মীরা না আসায় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা যাচ্ছে না ।” তবে খুব শিগগিরি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ শুরু করা হবে বলে জানান তিনি ।