ETV Bharat / state

গল গল করে বেরোচ্ছে ধোঁয়া, জামুড়িয়ার খোলামুখ কয়লা খনিতে আগুন - coal mine

এক বছর পর ফের জামুড়িয়ায় ECL-এর কেন্দা পরিত্যক্ত খোলামুখ খনিতে আগুন ৷ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ৷

খোলামুখ খনি থেকে বের হচ্চে ধোঁয়া
author img

By

Published : Sep 19, 2019, 12:34 PM IST

Updated : Sep 19, 2019, 1:18 PM IST

জামুড়িয়া, 19 সেপ্টেম্বর : ফের ECL-এর খোলামুখ কয়লা খনিতে আগুন ৷ আজ সকালে পরিত্যক্ত ওই কয়লা খনির চারটি জায়গা থেকে ধোঁয়ার সঙ্গে আগুন বেরিয়ে আসতে দেখা যায় ৷ জামুড়িয়ায় ECL-এর কেন্দা পরিত্যক্ত খোলামুখ খনির ঘটনা ৷ এর জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

আজ সকালে হঠাৎই এই পরিত্যক্ত খোলামুখ খনি থেকে আগুন বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ বিষাক্ত কালো ধোঁয়া গ্রাস করেছে আশপাশের কয়েকটি গ্রাম ৷ যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ৷

এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, "তিন চার বছর ধরে বর্ষার পর পর এই আগুন দেখতে পাওয়া যাচ্ছে ৷ তখনই ECL কর্তৃপক্ষের তরফে মাটি চাপা দিয়ে আগুন নেভানো হয় ৷ কিন্তু, বর্ষার জলে মাটি ধুয়ে যেতেই ফের আগুন দেখতে পাওয়া যায় ৷" তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ECL কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

দেখুন ভিডিয়ো

গত বছরেও ECL-এর কেন্দার খোলামুখ কয়লা খনিতে আগুন লেগেছিল ৷ তখন ECL কর্তৃপক্ষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ বার বার আগুন বেরিয়ে আসার ঘটনা ঘটার পরও ECL কর্তৃপক্ষের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ৷ তাঁদের বক্তব্য, "ECL কর্তৃপক্ষকে আমরা বার বার পুনর্বাসন দেওয়ার কথা বলেছি ৷ কিন্তু, তারা কিছুই করেনি ৷"

জামুড়িয়া, 19 সেপ্টেম্বর : ফের ECL-এর খোলামুখ কয়লা খনিতে আগুন ৷ আজ সকালে পরিত্যক্ত ওই কয়লা খনির চারটি জায়গা থেকে ধোঁয়ার সঙ্গে আগুন বেরিয়ে আসতে দেখা যায় ৷ জামুড়িয়ায় ECL-এর কেন্দা পরিত্যক্ত খোলামুখ খনির ঘটনা ৷ এর জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

আজ সকালে হঠাৎই এই পরিত্যক্ত খোলামুখ খনি থেকে আগুন বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ বিষাক্ত কালো ধোঁয়া গ্রাস করেছে আশপাশের কয়েকটি গ্রাম ৷ যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ৷

এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, "তিন চার বছর ধরে বর্ষার পর পর এই আগুন দেখতে পাওয়া যাচ্ছে ৷ তখনই ECL কর্তৃপক্ষের তরফে মাটি চাপা দিয়ে আগুন নেভানো হয় ৷ কিন্তু, বর্ষার জলে মাটি ধুয়ে যেতেই ফের আগুন দেখতে পাওয়া যায় ৷" তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ECL কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

দেখুন ভিডিয়ো

গত বছরেও ECL-এর কেন্দার খোলামুখ কয়লা খনিতে আগুন লেগেছিল ৷ তখন ECL কর্তৃপক্ষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ বার বার আগুন বেরিয়ে আসার ঘটনা ঘটার পরও ECL কর্তৃপক্ষের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ৷ তাঁদের বক্তব্য, "ECL কর্তৃপক্ষকে আমরা বার বার পুনর্বাসন দেওয়ার কথা বলেছি ৷ কিন্তু, তারা কিছুই করেনি ৷"

Intro:ফের জামুড়িয়ায় ইসিএলের পরিতক্ত খোলামুখ কয়লা খনিতে ভয়াবহ আগুন ! ওই পরিতক্ত কয়লা খনিতে পরপর ৪টি জায়গা থেকে গল গল করে বেরিয়ে আসছে কালো ধোঁয়া এবং সঙ্গে আগুন! ইসিএলের পরিতক্ত কয়লা খনি থেকে আগুন বেরোনোর ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ECL- কেন্দা পরিতক্ত খোলা মুখ কয়লা খনিতে।


হঠাৎ আজ সকালে জামুড়িয়ার ECL- কেন্দা খোলামুখ কয়লা খনি থেকে পরপর ৪টি জায়গা থেকে গল গল করে বেরিয়ে আসছে আগুন। সঙ্গে কালো ধোঁয়াও বেরিয়ে আসছে । ECL- পরিতক্ত খোলামুখ কয়লা খনি থেকে গলগল আগুন বেরোনোর ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । বিষাক্ত কালো ধোঁয়ায় গোটা এলাকা গ্রাস করছে । বেশ কয়েকটি আদিবাসী গ্রাম ।

উল্লেখ্য " ECL-কেন্দা খোলামুখ কয়লা খনিতে গত এক বছর আগে ভয়াবহ আগুন লাগে । সময়ই শিয়াল কর্তৃপক্ষ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে । বছর পেরিয়ে গেলে ফের আবার আগুন বেরিয়ে আসছে ওই ইসিএলের পরিতক্ত খোলা মুখ কয়লা খনি থেকে ।


Body:।


Conclusion:।
Last Updated : Sep 19, 2019, 1:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.