ETV Bharat / state

ফের ধস অণ্ডালে, রাস্তায় ফাটলের জেরে আতঙ্কিত 12000 বসবাসকারী - অণ্ডাল

ফের অণ্ডালে ধস । ফাটল একাধিক জায়গার পিচ রাস্তায় । যে রাস্তার ওপর ফাটল হয়েছে তার পাশেই 12000 লোক বসবাস করে ।

Andal
Andal
author img

By

Published : Jul 15, 2020, 10:07 PM IST

অণ্ডাল ,15 জুলাই : অণ্ডালের হরিশপুরের পিচ রাস্তায় একাধিক জায়গায় দেখা গেল ফাটল ও ধস । এছাড়াও দুটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে । দু'নম্বর জাতীয় সড়ক থেকে হরিপুরের যাওয়ার রাস্তা আপাতত বন্ধ হয়েছে। ঘটনাস্থানে অণ্ডাল থানার পুলিশ । অন্যদিকে স্থানীয় বাসিন্দারা ECL-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখায়।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা তপন পাল বলেন “ হঠাৎ আজ দুপুর নাগাদ বিকট আওয়াজ শোনা যায় । তারপরেই দেখি অণ্ডালের হরিশপুরের পিচ রাস্তায় একাধিক জায়গায় ফাটল। ফাটলের সঙ্গে ধসও নামে। দুটি গ্রামের বাড়িতে ফাটলও ধরে । ”

পাশেই রয়েছে ECL -র খোলামুখ কয়লা খনি । দীর্ঘদিন ধরে খোলামুখ কয়লা খনিতে আগুন জ্বলছে । খনিতে আগুন লাগার জেরে ফাটল হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। যে রাস্তার ওপর ফাটল হয়েছে তার পাশেই 12000 লোক বসবাস করে ।

অণ্ডাল ,15 জুলাই : অণ্ডালের হরিশপুরের পিচ রাস্তায় একাধিক জায়গায় দেখা গেল ফাটল ও ধস । এছাড়াও দুটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে । দু'নম্বর জাতীয় সড়ক থেকে হরিপুরের যাওয়ার রাস্তা আপাতত বন্ধ হয়েছে। ঘটনাস্থানে অণ্ডাল থানার পুলিশ । অন্যদিকে স্থানীয় বাসিন্দারা ECL-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখায়।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা তপন পাল বলেন “ হঠাৎ আজ দুপুর নাগাদ বিকট আওয়াজ শোনা যায় । তারপরেই দেখি অণ্ডালের হরিশপুরের পিচ রাস্তায় একাধিক জায়গায় ফাটল। ফাটলের সঙ্গে ধসও নামে। দুটি গ্রামের বাড়িতে ফাটলও ধরে । ”

পাশেই রয়েছে ECL -র খোলামুখ কয়লা খনি । দীর্ঘদিন ধরে খোলামুখ কয়লা খনিতে আগুন জ্বলছে । খনিতে আগুন লাগার জেরে ফাটল হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। যে রাস্তার ওপর ফাটল হয়েছে তার পাশেই 12000 লোক বসবাস করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.