আসানসোল, 17 ফেব্রুয়ারি: ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ গরুপাচার কাণ্ডে আগামী 3 মার্চ পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত ৷ জানা গিয়েছে, এদিনও অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ তাঁর জামিনের আবেদন করেননি ৷ তবে, সিবিআই আদালতে এদিন হদিশ পাওয়া 115টি ব্যাংক অ্যাকাউন্টের নথি আদালতে জমা দিয়েছে (CBI has Submits 115 Buffer Accounts Documents to Asansol Court) ৷ সেই আবেদন অনুযায়ী, তাঁকে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷
গত 3 ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল ৷ সেদিনও অনুব্রতর আইনজীবী জামিনের আবেদন করেননি ৷ শুক্রবারও শুনানির সময় তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির জামিনের আবেদন করলেন না আইনজীবী সোমনাথ চট্টরাজ ৷ প্রথম দফায় প্রায় প্রতি শুনানিতে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করতেন ৷ কিন্তু, গত দু’বারের জামিনের আবেদন করা হচ্ছে না ৷ এ নিয়ে অবশ্য কোনও আলোকপাত করেননি অনুব্রতর আইনজীবী ৷ উল্লেখ্য, দিল্লির আদালত ইডি’র দায়ের করা অনুব্রত মণ্ডলের একটি মামলার শুনানি বাকি রয়েছে ৷ সেই কারণেই হয় তো তাঁর জামিনের আবেদন করা হচ্ছে না ৷
উল্লেখ্য, গত 3 ফেব্রুয়ারির শুনানিতে অনুব্রত মণ্ডলের 115 টি বাফার অ্যাকাউন্টের খোঁজ মিলেছিল ৷ সিবিআই কোর্টে দাবি করেছিল উপভোক্তারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যে নথি জমা করেছিলেন ৷ তাই দিয়ে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল ৷ বিচারক জানতে চেয়েছিলেন, এই অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগসূত্র কোথায় ? সিবিআই জানিয়েছিল, এই অ্যাকাউন্টগুলিতে প্রচুর টাকা ঢুকেছে আবার দ্রুত বেরিয়ে গেছে ৷ রাজীব ভট্টাচার্য নামে একজনের অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টগুলি থেকে টাকা ট্রান্সফার হয়েছে ৷
আরও পড়ুন: করা হল না জামিনের আবেদন, ফের 14 দিনের জেল হেফাজতে কেষ্ট
সিবিআই আদালতে সেই সময় জানিয়েছিল, ইনি সেই রাজীব ভট্টাচার্য, যিনি 66 লক্ষ টাকা অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার নামে দিয়েছিলেন সমবায় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৷ শুক্রবার অনুব্রত মণ্ডলের মামলার শুনানির সময় প্রমাণ সাপেক্ষে সেই 115টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট আদালতে তুলে দেয় সিবিআই ৷ পাশাপাশি কঙ্কালিতলায় 1 একর জমির দলিলও কোর্টে জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ভোলে বোম রাইস মিলের অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করার জন্য যে আবেদন করা হয়েছিল, তা নিয়েও এদিন শুনানি হয়নি ৷