ETV Bharat / state

ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার BJP IT সেলের নেতা

পুলিশের পক্ষ থেকে এ নিয়ে সতর্ক করে দেওয়ার পরও ফেসবুক, হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানো কমেনি । তেমনই কোরোনা নিয়ে এক ভুয়ো পোস্ট করার অভিযোগ ওঠে BJP-র IT সেলের নেতা কৌশিক চক্রবর্তীর বিরুদ্ধে ।

author img

By

Published : Apr 12, 2020, 10:36 PM IST

ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার BJP IT সেলের নেতা
ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার BJP IT সেলের নেতা

আসানসোল, 12 এপ্রিল: ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার হলেন BJP-র IT সেলের নেতা কৌশিক চক্রবর্তী । আজ তাঁকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে বিচারক ।

আসানসোলে কোরোনা নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে । পুলিশের পক্ষ থেকে এ নিয়ে সতর্ক করে দেওয়ার পরও ফেসবুক, হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানো কমেনি । তেমনই কোরোনা নিয়ে এক ভুয়ো পোস্ট করার অভিযোগ ওঠে BJP-র IT সেলের নেতা কৌশিক চক্রবর্তীর বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে বারাবনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কৌশিককে ।

বিষয়টি নিয়ে BJP-র IT সেলের আরও এক নেতা অভিজিৎ রায় বলেন, "কৌশিক যদি ভুল করে থাকে তাহলে পুলিশ তদন্ত করুক । আইন তো সবার জন্য এক । কিন্তু তৃণমূলের নেতা, কাউন্সিলর এমন কি মেয়র পর্যন্ত সরকারি নির্দেশিকা না মেনে জমায়েত করছেন । তাঁদের ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়া হবে না কেন ? নাকি কৌশিক BJP দলের সঙ্গে যুক্ত বলেই তার লঘু পাপে গুরুদন্ড হল ।"

বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, "পুলিশ বিষয়টি দেখছে । আমি এ নিয়ে কোনও কথা বলব না।"

আসানসোল, 12 এপ্রিল: ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার হলেন BJP-র IT সেলের নেতা কৌশিক চক্রবর্তী । আজ তাঁকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে বিচারক ।

আসানসোলে কোরোনা নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে । পুলিশের পক্ষ থেকে এ নিয়ে সতর্ক করে দেওয়ার পরও ফেসবুক, হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানো কমেনি । তেমনই কোরোনা নিয়ে এক ভুয়ো পোস্ট করার অভিযোগ ওঠে BJP-র IT সেলের নেতা কৌশিক চক্রবর্তীর বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে বারাবনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কৌশিককে ।

বিষয়টি নিয়ে BJP-র IT সেলের আরও এক নেতা অভিজিৎ রায় বলেন, "কৌশিক যদি ভুল করে থাকে তাহলে পুলিশ তদন্ত করুক । আইন তো সবার জন্য এক । কিন্তু তৃণমূলের নেতা, কাউন্সিলর এমন কি মেয়র পর্যন্ত সরকারি নির্দেশিকা না মেনে জমায়েত করছেন । তাঁদের ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়া হবে না কেন ? নাকি কৌশিক BJP দলের সঙ্গে যুক্ত বলেই তার লঘু পাপে গুরুদন্ড হল ।"

বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, "পুলিশ বিষয়টি দেখছে । আমি এ নিয়ে কোনও কথা বলব না।"

For All Latest Updates

TAGGED:

AsansolBJP
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.