ETV Bharat / state

সর্বভারতীয় সভাপতির মুখে নেই মাস্ক, করোনা বিধি উপেক্ষা করে চলল রোড শো - নাড্ডা

করোনা সংক্রমণে যখন চারিদিকে বিধি মেনে প্রচারের কথা বলা হচ্ছে ঠিক তখনই বিজেপির রোড-শো কে ঘিরে উদাসীনতার ছবি ধরা পড়ল ৷ এদিনের রোড-শো তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মুখে একটিবারের জন্যও দেখা গেল না মাস্ক ৷ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মুখে মাস্ক থাকলেও অন্য়দিকে গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসকে আবার সঠিক নিয়ম না মেনেই মাস্ক পরতে দেখা গেল ৷

সর্বভারতীয় সভাপতির মুখে নেই মাস্ক , করোনা বিধি উপেক্ষা করে চলল রোড শো
সর্বভারতীয় সভাপতির মুখে নেই মাস্ক , করোনা বিধি উপেক্ষা করে চলল রোড শো
author img

By

Published : Apr 16, 2021, 10:48 PM IST

দুর্গাপুর , 16 এপ্রিল : গলসি বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসকে নিয়ে শুক্রবার রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । করোনা সংক্রমণে যখন চারিদিকে বিধি মেনে প্রচারের কথা বলা হচ্ছে ঠিক তখনই বিজেপির রোড-শো কে ঘিরে উদাসীনতার ছবি ধরা পড়ল ৷

মাস্ক হীন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
মাস্ক হীন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

এদিনের রোড-শো তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মুখে একটিবারের জন্যও দেখা গেল না মাস্ক ৷ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মুখে মাস্ক থাকলেও অন্য়দিকে গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসকে আবার সঠিক নিয়ম না মেনেই মাস্ক পরতে দেখা গেল ৷

মাস্ক হীন রোড-শো
মাস্ক হীন রোড-শো

করোনা যে গোটা দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে তা ইতিমধ্যেই দেশের মানুষ জানতে পেরেছেন ৷ কোনরকম বিধি নিষেধ না মানার যে ছবি ধরা পড়ল , তাতে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে করোনায় সংক্রামিত হওয়ার আশঙ্কা বাড়বে তবু কমবে না ৷

সর্বভারতীয় সভাপতির মুখে নেই মাস্ক , করোনা বিধি উপেক্ষা করে চলল রোড শো

এলাকার মানুষের বক্তব্য, সর্বভারতীয় সভাপতি অবশ্য এমন ছবি সামনে থেকেই দেখলেন কিন্তু কে কাকে বলবে , তিনি নিজেই তো সর্তকতা অবলম্বন করে মাস্ক টুকুও পরেননি।

আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত জঙ্গিপুরের সংযুক্ত মোর্চা প্রার্থী প্রদীপ নন্দী

দুর্গাপুর , 16 এপ্রিল : গলসি বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসকে নিয়ে শুক্রবার রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । করোনা সংক্রমণে যখন চারিদিকে বিধি মেনে প্রচারের কথা বলা হচ্ছে ঠিক তখনই বিজেপির রোড-শো কে ঘিরে উদাসীনতার ছবি ধরা পড়ল ৷

মাস্ক হীন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
মাস্ক হীন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

এদিনের রোড-শো তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মুখে একটিবারের জন্যও দেখা গেল না মাস্ক ৷ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মুখে মাস্ক থাকলেও অন্য়দিকে গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসকে আবার সঠিক নিয়ম না মেনেই মাস্ক পরতে দেখা গেল ৷

মাস্ক হীন রোড-শো
মাস্ক হীন রোড-শো

করোনা যে গোটা দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে তা ইতিমধ্যেই দেশের মানুষ জানতে পেরেছেন ৷ কোনরকম বিধি নিষেধ না মানার যে ছবি ধরা পড়ল , তাতে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে করোনায় সংক্রামিত হওয়ার আশঙ্কা বাড়বে তবু কমবে না ৷

সর্বভারতীয় সভাপতির মুখে নেই মাস্ক , করোনা বিধি উপেক্ষা করে চলল রোড শো

এলাকার মানুষের বক্তব্য, সর্বভারতীয় সভাপতি অবশ্য এমন ছবি সামনে থেকেই দেখলেন কিন্তু কে কাকে বলবে , তিনি নিজেই তো সর্তকতা অবলম্বন করে মাস্ক টুকুও পরেননি।

আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত জঙ্গিপুরের সংযুক্ত মোর্চা প্রার্থী প্রদীপ নন্দী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.