আসানসোল, 23 এপ্রিল : আসানসোলের কোরোনা আক্রান্ত মহিলার 33 টি প্রতিবেশী পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হল । তাঁদের কারও শরীরেই কোরোনার উপসর্গ পাওয়া যায়নি বলে দাবি করলেন পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ ।
মঙ্গলবার আসানসোলের এক মহিলার কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । বর্তমানে তিনি দুর্গাপুরের সনকা হাসপাতালে চিকিৎসাধীন । খবরটি জানাজানির পর ওই এলাকাটি সিল করে দেওয়া হয় । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে ব্যারিকেড দেওয়া হয় । আজ ওই এলাকায় আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগতের নেতৃত্বে একটি স্বাস্থ্য দল যায় । এলাকার 33 টি পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ।
স্বাস্থ্য পরীক্ষার পর দিব্যেন্দু ভগত জানান, একজন বাসিন্দার জ্বর ছিল । তবে, বর্তমানে ওই বাসিন্দা সুস্থ রয়েছেন । এলাকাকে স্যানিটাইজ় করা হয়েছে । আগামী দিনে আরও বেশ কয়েকবার স্যানিটাইজ় করা হবে ওই এলাকাকে । যদিও এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় ব্যারিকেড করা হলেও বহিরাগত লোকেরা তা ডিঙিয়েই আসা-যাওয়া করছেন । এলাকার বাসিন্দারাও বাইরে বেরোচ্ছেন । তাই সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে । শুধু তাই নয়, ওই কোরোনা আক্রান্তকে এলাকার যে যুবকরা হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিলেন তাঁরাও বাইরে ঘুরে বেড়াচ্ছেন । তাঁদেরক এখনও কোয়ারেনটাইনে রাখা হয়নি ।
এলাকাবাসীদের অভিযোগের উত্তরে মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত বলেন, "আমরা এলাকায় খবর রাখছি । আমাদের আশা, টিম প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছে । তেমন কোনও খবর পেলেই আমরা তড়িঘড়ি ব্যবস্থা নেব ।"