ETV Bharat / state

সালানপুরে বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ - Agitation of workers

লকডাউনের কারণে ঠিকাদারি সংস্থার অধীনে থাকা শ্রমিকদের ছাঁটাই শুরু হয় । তাঁর জেরে আজ সালানপুরের দেন্দুয়া এলাকার সাকম্ভরী ইস্পাত কারখানায় বিক্ষোভ দেখায় প্রচুর শ্রমিক ।

Agitation of workers at a private steel factory
বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ
author img

By

Published : Jun 16, 2020, 1:52 AM IST

আসানসোল, 15 জুন : একাধিক দাবিতে সালানপুরে একটি বেসরকারি ইস্পাত কারখানায় বিক্ষোভ শ্রমিকদের । দীর্ঘক্ষণ ধরে শ্রমিকরা কারখানার গেটে বিক্ষোভ দেখায় । শেষ পর্যন্ত বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রতিনিধিরা এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ।

সালানপুরের দেন্দুয়া এলাকায় ছোটো, মাঝারি বেশ কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে । লকডাউনের কারণে প্রায় প্রতিটি কারখানাতেই উৎপাদন বন্ধ হয়ে যায় । আর সেই কারণে ঠিকাদারি সংস্থার অধীনে থাকা শ্রমিকদের ছাঁটাই করা শুরু হয় । তাঁর জেরে আজ সালানপুরের দেন্দুয়া এলাকার সাকম্ভরী ইস্পাত কারখানায় বিক্ষোভ দেখায় শ্রমিকরা ।

সালানপুরে বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ

শ্রমিকদের অভিযোগ, ঠিকাদারের অধীনে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে । শুধু তাই নয়, বহিরাগত শ্রমিকদের নিয়ে এসে কাজ করানো হচ্ছে । এছাড়াও মহিলা শ্রমিকদের জন্য ন্যূনতম শৌচাগারটুকুও নেই কারখানায় । এরকমই বেশ কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা । খবর পেয়ে বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রতিনিধিরা পৌঁছান কারখানার গেটে । শ্রমিকদের দাবি শোনার পর কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা কথা বলেন ।

কারখানার পক্ষে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানান, বিধায়কের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব । নিশ্চয় সেই আলোচনায় ফলপ্রসূ সমাধান বেরিয়ে আসবে ।

আসানসোল, 15 জুন : একাধিক দাবিতে সালানপুরে একটি বেসরকারি ইস্পাত কারখানায় বিক্ষোভ শ্রমিকদের । দীর্ঘক্ষণ ধরে শ্রমিকরা কারখানার গেটে বিক্ষোভ দেখায় । শেষ পর্যন্ত বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রতিনিধিরা এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ।

সালানপুরের দেন্দুয়া এলাকায় ছোটো, মাঝারি বেশ কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে । লকডাউনের কারণে প্রায় প্রতিটি কারখানাতেই উৎপাদন বন্ধ হয়ে যায় । আর সেই কারণে ঠিকাদারি সংস্থার অধীনে থাকা শ্রমিকদের ছাঁটাই করা শুরু হয় । তাঁর জেরে আজ সালানপুরের দেন্দুয়া এলাকার সাকম্ভরী ইস্পাত কারখানায় বিক্ষোভ দেখায় শ্রমিকরা ।

সালানপুরে বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ

শ্রমিকদের অভিযোগ, ঠিকাদারের অধীনে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে । শুধু তাই নয়, বহিরাগত শ্রমিকদের নিয়ে এসে কাজ করানো হচ্ছে । এছাড়াও মহিলা শ্রমিকদের জন্য ন্যূনতম শৌচাগারটুকুও নেই কারখানায় । এরকমই বেশ কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা । খবর পেয়ে বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রতিনিধিরা পৌঁছান কারখানার গেটে । শ্রমিকদের দাবি শোনার পর কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা কথা বলেন ।

কারখানার পক্ষে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানান, বিধায়কের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব । নিশ্চয় সেই আলোচনায় ফলপ্রসূ সমাধান বেরিয়ে আসবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.