ETV Bharat / state

Abhinav Shaw: বাবা গৃহ শিক্ষক, জাতীয় স্তরের শুটিং প্রতিযোগিতায় সোনা জিতল বাংলার অভিনব

author img

By

Published : Dec 10, 2022, 12:47 PM IST

ন্যাশানাল শুটিং চ্যাম্পিয়নশিপে রাজ্যের মধ্যে একমাত্র সোনা জয় করল আসানসোলের কিশোর অভিনব সাউ (Abhinav Shaw Won Gold) ।

Abhinav Shaw
ন্যাশানাল শুটিং চ্যাম্পিয়নশিপে রাজ্যে একমাত্র সোনাজয়ী অভিনব সাউ

আসানসোল, 10 ডিসেম্বর: ত্রিরাবান্তাপুরমে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ন্যাশানাল শুটিং চ্যাম্পিয়নশিপে (National Shooting Championship 2022) রাজ্যের মধ্যে একমাত্র সোনা জয় করল আসানসোলের কিশোর অভিনব সাউ (Abhinav Shaw) । 10 মিটার এয়ার রাইফেলে মেনস ইয়ুথ বিভাগে সোনা জয় করেছে অভিনব । এছাড়া 10 মিটার এয়ার রাইফেলে মেনস ইউথ টিম এবং মেনস সাব-ইউথ বিভাগে ব্রোঞ্জ জয় করেছে অভিনব (Abhinav Shaw Won Gold)। এর আগেও অভিনবের ঝুলিতে অনেক জাতীয় ও আন্তর্জাতিক খেতাব রয়েছে । অভিনবের এই সাফল্যের খবর আসানসোলে পৌঁছাতেই খুশির হাওয়া ।

অভিনবের বাবা রূপেশ সাউ । স্বপ্ন ছিল শুটার হবেন । কিন্তু মধ্যবিত্ত পরিবারের অস্বচ্ছলতার কারণে সেই স্বপ্ন বাকি রয়ে গিয়েছিল । 2008 সালে অলিম্পিকে অভিনব বিন্দ্রা সোনা পান । সেই সময়ই রূপেশ সাউ-এর একটি পুত্র সন্তান হয় । আর অভিনব বিন্দ্রার নামেই তাই নিজের ছেলের নামকরণ করেন রূপেশ সাউ । নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন ছেলেকে শুটার তৈরি করবেন । শুরু হয় লড়াই । আসানসোল রাইফেল ক্লাবে ভর্তি করা হয় অভিনবকে । প্রথম থেকেই তাক লাগিয়ে দেয় অভিনব । প্রথমে আঞ্চলিক স্তরে পরে জাতীয় স্তরে সফল হতে থাকে অভিনব । চলতি বছরেই বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জার্মানিতে রূপো জিতে ফিরেছে অভিনব । বলাই বাহুল্য তার ইভেন্টে সেই ছিল সবচেয়ে ক্ষুদে শুটার ।

আরও পড়ুন: প্রতিবন্ধকতাকে জয় করে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিতে ফ্রান্সে পাড়ি চুঁচুড়ার জয়িতার

অভিনব-র বয়স মাত্র 14 বছর । ইতিমধ্যেই জাতীয় স্তরে সোনা, রূপো জয় করেছে । বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপেও রূপো জিতেছে সে । আগামীতে তাঁর লক্ষ্য অলিম্পিক । অভিনব বিন্দ্রার নেমসেক হয়ে যেন তাঁর মর্যাদা রাখতে পারে অভিনব, এমনটাই চাইছেন তার বাবা রূপেশ সাউ । সামান্য গৃহশিক্ষকতা করেন রূপেশবাবু । শুটিং অত্যন্ত ব্যয়বহুল ক্রীড়া । নিজেদের সব বিলাসিতা, আনন্দ বিসর্জন দিয়ে ছেলেকে সফল করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন রূপেশ। সরকারি সহযোগিতা পাওয়া পেলে অনেক উপকার হত বলেই জানিয়েছেন তিনি ।

আসানসোল, 10 ডিসেম্বর: ত্রিরাবান্তাপুরমে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ন্যাশানাল শুটিং চ্যাম্পিয়নশিপে (National Shooting Championship 2022) রাজ্যের মধ্যে একমাত্র সোনা জয় করল আসানসোলের কিশোর অভিনব সাউ (Abhinav Shaw) । 10 মিটার এয়ার রাইফেলে মেনস ইয়ুথ বিভাগে সোনা জয় করেছে অভিনব । এছাড়া 10 মিটার এয়ার রাইফেলে মেনস ইউথ টিম এবং মেনস সাব-ইউথ বিভাগে ব্রোঞ্জ জয় করেছে অভিনব (Abhinav Shaw Won Gold)। এর আগেও অভিনবের ঝুলিতে অনেক জাতীয় ও আন্তর্জাতিক খেতাব রয়েছে । অভিনবের এই সাফল্যের খবর আসানসোলে পৌঁছাতেই খুশির হাওয়া ।

অভিনবের বাবা রূপেশ সাউ । স্বপ্ন ছিল শুটার হবেন । কিন্তু মধ্যবিত্ত পরিবারের অস্বচ্ছলতার কারণে সেই স্বপ্ন বাকি রয়ে গিয়েছিল । 2008 সালে অলিম্পিকে অভিনব বিন্দ্রা সোনা পান । সেই সময়ই রূপেশ সাউ-এর একটি পুত্র সন্তান হয় । আর অভিনব বিন্দ্রার নামেই তাই নিজের ছেলের নামকরণ করেন রূপেশ সাউ । নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন ছেলেকে শুটার তৈরি করবেন । শুরু হয় লড়াই । আসানসোল রাইফেল ক্লাবে ভর্তি করা হয় অভিনবকে । প্রথম থেকেই তাক লাগিয়ে দেয় অভিনব । প্রথমে আঞ্চলিক স্তরে পরে জাতীয় স্তরে সফল হতে থাকে অভিনব । চলতি বছরেই বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জার্মানিতে রূপো জিতে ফিরেছে অভিনব । বলাই বাহুল্য তার ইভেন্টে সেই ছিল সবচেয়ে ক্ষুদে শুটার ।

আরও পড়ুন: প্রতিবন্ধকতাকে জয় করে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিতে ফ্রান্সে পাড়ি চুঁচুড়ার জয়িতার

অভিনব-র বয়স মাত্র 14 বছর । ইতিমধ্যেই জাতীয় স্তরে সোনা, রূপো জয় করেছে । বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপেও রূপো জিতেছে সে । আগামীতে তাঁর লক্ষ্য অলিম্পিক । অভিনব বিন্দ্রার নেমসেক হয়ে যেন তাঁর মর্যাদা রাখতে পারে অভিনব, এমনটাই চাইছেন তার বাবা রূপেশ সাউ । সামান্য গৃহশিক্ষকতা করেন রূপেশবাবু । শুটিং অত্যন্ত ব্যয়বহুল ক্রীড়া । নিজেদের সব বিলাসিতা, আনন্দ বিসর্জন দিয়ে ছেলেকে সফল করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন রূপেশ। সরকারি সহযোগিতা পাওয়া পেলে অনেক উপকার হত বলেই জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.