ETV Bharat / state

TMC MLA in Controversy: তাপপ্রবাহের মধ্যে কম্বল বিলি তৃণমূল বিধায়কের, সমালোচনার ঝড় নেটদুনিয়ায় - মলেন্দু সিংহ রায়

গরমে হাসফাঁস অবস্থা বঙ্গবাসীর ৷ তারই মাঝে কম্বল বিতরণ করে বিতর্কে জড়ালেন করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ৷ নেটমাধ্যমে ভাইরাল কম্বল বিতরণের ছবি ৷ মুহু মুহু শেয়ারের সঙ্গে তা কুঁড়িয়েছে সমালোচনা ৷

TMC MLA Bimalendu Singha Roy
তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়
author img

By

Published : Apr 19, 2023, 4:46 PM IST

তাপপ্রবাহের মধ্যে কম্বল বিলি তৃণমূল বিধায়কের

করিমপুর(নদিয়া), 19 এপ্রিল: তীব্র দাবদাহে পুড়ছে বাংলা ৷ পানীয় জল থেকে মাথার উপর ছাউনি পেলে যেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষজন ৷ সেখানে বুধবার সকালে কম্বল বিতরণ করতে দেখা গেল করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়কে। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ আর তা ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের তরফ থেকে ধেয়ে এসেছে কটাক্ষ ৷ যদিও ঈদ উপলক্ষে তিনি কম্বল বিতরণ করছিলেন বলে দাবি করেছেন বিধায়ক। তাঁর কথা, শুধু কম্বল নয় ৷ শাড়ি বিভিন্ন বস্ত্রও ছিল সঙ্গে ৷

নদিয়াতে 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে তাপমাত্রা ৷ রাজ্যজুড়ে তাপপ্রবাহের মাঝে ঈদ উপলক্ষ্যে কর্মসূচিতে তৃণমূল বিধায়কের কম্বল বিতরণকে নিয়ে উঠছে প্রশ্ন ৷ গরমের পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে তৃণমূল বিধায়ক কম্বল বিতরণ করতে পারে, তাতে অবাক নেটদুনিয়া । বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য করা হচ্ছে এই ঘটনা নিয়ে ৷ যদিও সেসবে কান দিতে নারাজ বিমলেন্দু সিংহ রায় ৷

তিনি জানান, প্রতি বছরই করিমপুরে তিনি ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করেন। জামা কাপড়-সহ বিভিন্ন বস্ত্র প্রদান করেন তিনি। এ বছর করিমপুর এলাকার প্রায় 14টি পরিবার আগুন লাগার ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে । মূলত তাদের জন্যই বিকল্প হিসাবে কম্বলের ব্যবস্থা করেছিলেন তিনি। তৃণমূল বিধায়ক বলেন, "এই কম্বল নেওয়া কারও জন্য বাধ্যতামূলক ছিল না । যে যে কম্বল চেয়েছেন, তাকেই কম্বল দেওয়া হয়েছে । এটা নিয়ে শুধু শুধু রাজনৈতিক ইস্যু করা হচ্ছে ।"

গরমে কম্বল বিতরণ করায় কটাক্ষ করতে ছাড়লেন না রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী ৷ তাঁর বক্তব্য, তৃণমূলের হাত-পা আগেই খারাপ হয়ে গিয়েছিল । এবারে বোঝা যাচ্ছে মাথাটাও নষ্ট হয়ে গিয়েছে । তীব্র দাবদাহের মধ্যে কীভাবে একজন বিধায়ক কম্বল বিতরণ করতে পারেন, সেটা সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক । পাশাপাশি তিনি বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে গোটা রাজ্যজুড়ে উৎখাত করবে সাধারণ মানুষ।"

আরও পড়ুন: 'তুই বাঁচবি তো', সাংসদ অপরূপাকে হুমকির অভিযোগে ধৃত বিজেপি নেতা

তাপপ্রবাহের মধ্যে কম্বল বিলি তৃণমূল বিধায়কের

করিমপুর(নদিয়া), 19 এপ্রিল: তীব্র দাবদাহে পুড়ছে বাংলা ৷ পানীয় জল থেকে মাথার উপর ছাউনি পেলে যেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষজন ৷ সেখানে বুধবার সকালে কম্বল বিতরণ করতে দেখা গেল করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়কে। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ আর তা ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের তরফ থেকে ধেয়ে এসেছে কটাক্ষ ৷ যদিও ঈদ উপলক্ষে তিনি কম্বল বিতরণ করছিলেন বলে দাবি করেছেন বিধায়ক। তাঁর কথা, শুধু কম্বল নয় ৷ শাড়ি বিভিন্ন বস্ত্রও ছিল সঙ্গে ৷

নদিয়াতে 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে তাপমাত্রা ৷ রাজ্যজুড়ে তাপপ্রবাহের মাঝে ঈদ উপলক্ষ্যে কর্মসূচিতে তৃণমূল বিধায়কের কম্বল বিতরণকে নিয়ে উঠছে প্রশ্ন ৷ গরমের পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে তৃণমূল বিধায়ক কম্বল বিতরণ করতে পারে, তাতে অবাক নেটদুনিয়া । বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য করা হচ্ছে এই ঘটনা নিয়ে ৷ যদিও সেসবে কান দিতে নারাজ বিমলেন্দু সিংহ রায় ৷

তিনি জানান, প্রতি বছরই করিমপুরে তিনি ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করেন। জামা কাপড়-সহ বিভিন্ন বস্ত্র প্রদান করেন তিনি। এ বছর করিমপুর এলাকার প্রায় 14টি পরিবার আগুন লাগার ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে । মূলত তাদের জন্যই বিকল্প হিসাবে কম্বলের ব্যবস্থা করেছিলেন তিনি। তৃণমূল বিধায়ক বলেন, "এই কম্বল নেওয়া কারও জন্য বাধ্যতামূলক ছিল না । যে যে কম্বল চেয়েছেন, তাকেই কম্বল দেওয়া হয়েছে । এটা নিয়ে শুধু শুধু রাজনৈতিক ইস্যু করা হচ্ছে ।"

গরমে কম্বল বিতরণ করায় কটাক্ষ করতে ছাড়লেন না রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী ৷ তাঁর বক্তব্য, তৃণমূলের হাত-পা আগেই খারাপ হয়ে গিয়েছিল । এবারে বোঝা যাচ্ছে মাথাটাও নষ্ট হয়ে গিয়েছে । তীব্র দাবদাহের মধ্যে কীভাবে একজন বিধায়ক কম্বল বিতরণ করতে পারেন, সেটা সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক । পাশাপাশি তিনি বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে গোটা রাজ্যজুড়ে উৎখাত করবে সাধারণ মানুষ।"

আরও পড়ুন: 'তুই বাঁচবি তো', সাংসদ অপরূপাকে হুমকির অভিযোগে ধৃত বিজেপি নেতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.