ETV Bharat / state

নিখোঁজ কলেজ ছাত্রী, দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে - ranaghat police station

রানাঘাট পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠল । নিখোঁজ কলেজ ছাত্রীর জন্য ডায়েরি করতে যায় তার মা-বাবা । তাঁদের অভিযোগ, সাহায্যের পরিবর্তে মেলে দুর্ব্যবহার । অভিযোগের বয়ান ছুড়ে ফেলে দেয় ।

college student missing
নিখোঁজ কলেজ ছাত্রী
author img

By

Published : Jan 19, 2020, 10:38 PM IST

রানাঘাট, 19 জানুয়ারি : দুর্ব্যবহারের অভিযোগ কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে ৷ রানাঘাট থানার ঘটনা ৷ অভিযোগ, নিখোঁজ যুবতির নামে ডায়েরি করতে গেলে পরিবারকে শুনতে হয় অশ্লীল ভাষা । ছুড়ে ফেলে দেওয়া হয় ডায়েরির কপিও ৷

14 জানুয়ারি অঙ্কিতা বিশ্বাস নামে ওই যুবতি কলেজে যায় ৷ তারপর থেকে সে বাড়ি ফেরেনি । ওই যুবতি রানাঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্রী । বাড়ি না ফেরায় অঙ্কিতার বাবা-মা নিখোঁজ ডায়েরি করার জন্য রানাঘাট থানার দ্বারস্থ হয় । অভিযোগ, পুলিশের তরফ থেকে আজও সুরাহা মেলেনি । বরং উলটে অভিযোগের বয়ান ছুড়ে ফেলে দেয় তারা । অঙ্কিতার বাবা মা -র সঙ্গে অশ্লীল ভাষায় কথাও বলে । পুলিশের সাহায্য না মেলায় সোশাল মিডিয়ায় সাহায্যের আবেদন করে অঙ্কিতার পরিবার । অবশেষে মেয়ের ছবি দিয়ে "সন্ধান চাই" পোস্ট করে তারা ।

অঙ্কিতার বাবা- মা বলেন, অঙ্কিতা অত্যন্ত নম্র ও শান্ত স্বভাবের । তার প্রেমের কোনও সম্পর্ক নেই ৷ মঙ্গলবার কলেজে যাওয়ার আগে পরিবারের সঙ্গে কোনওরকম ঝামেলাও হয়নি । এরপর থেকে সে বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেয় ৷ কিন্তু তাতেও কোনও খোঁজ পাওয়া যায়নি অঙ্কিতার ৷ এরপর তাঁরা রানাঘাট থানায় যান নিখোঁজ ডায়েরি করতে ৷

ঘটনার প্রেক্ষিতে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার অনন্ত নাথ আশ্বাস দেন, পুলিশের তরফে অভব্য আচরণের অভিযোগ তিনি খতিয়ে দেখবেন ৷

রানাঘাট, 19 জানুয়ারি : দুর্ব্যবহারের অভিযোগ কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে ৷ রানাঘাট থানার ঘটনা ৷ অভিযোগ, নিখোঁজ যুবতির নামে ডায়েরি করতে গেলে পরিবারকে শুনতে হয় অশ্লীল ভাষা । ছুড়ে ফেলে দেওয়া হয় ডায়েরির কপিও ৷

14 জানুয়ারি অঙ্কিতা বিশ্বাস নামে ওই যুবতি কলেজে যায় ৷ তারপর থেকে সে বাড়ি ফেরেনি । ওই যুবতি রানাঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্রী । বাড়ি না ফেরায় অঙ্কিতার বাবা-মা নিখোঁজ ডায়েরি করার জন্য রানাঘাট থানার দ্বারস্থ হয় । অভিযোগ, পুলিশের তরফ থেকে আজও সুরাহা মেলেনি । বরং উলটে অভিযোগের বয়ান ছুড়ে ফেলে দেয় তারা । অঙ্কিতার বাবা মা -র সঙ্গে অশ্লীল ভাষায় কথাও বলে । পুলিশের সাহায্য না মেলায় সোশাল মিডিয়ায় সাহায্যের আবেদন করে অঙ্কিতার পরিবার । অবশেষে মেয়ের ছবি দিয়ে "সন্ধান চাই" পোস্ট করে তারা ।

অঙ্কিতার বাবা- মা বলেন, অঙ্কিতা অত্যন্ত নম্র ও শান্ত স্বভাবের । তার প্রেমের কোনও সম্পর্ক নেই ৷ মঙ্গলবার কলেজে যাওয়ার আগে পরিবারের সঙ্গে কোনওরকম ঝামেলাও হয়নি । এরপর থেকে সে বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেয় ৷ কিন্তু তাতেও কোনও খোঁজ পাওয়া যায়নি অঙ্কিতার ৷ এরপর তাঁরা রানাঘাট থানায় যান নিখোঁজ ডায়েরি করতে ৷

ঘটনার প্রেক্ষিতে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার অনন্ত নাথ আশ্বাস দেন, পুলিশের তরফে অভব্য আচরণের অভিযোগ তিনি খতিয়ে দেখবেন ৷

Intro:রহস্যজনকভাবে নিখোঁজ মেয়ের সন্ধান জানার জন্য পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশের তরফ থেকে মেলেনি কোনো সাহায্য, উল্টে অভিযোগের কপি ছুড়ে ফেলে দিয়ে অশ্লীল ভাষায় কথা বলা এবং দুর্ব্যবহার করার অভিযোগ কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় মেয়ের সন্ধান জানতে সাহায্যের কাতর আবেদন অসহায় বাবা মা এর।ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গায়।সূত্রের খবর,নদীয়ার পায়রাডাঙ্গার বাসিন্দা অঙ্কিতা বিশ্বাস রানাঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্রী।অভিযোগ,গত মঙ্গলবার কলেজে যাওয়ার জন্য বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই কলেজ ছাত্রী।অভিযোগ,মঙ্গলবার নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়ে বাড়ী না ফেরার বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও কোনো লাভ না হওয়ায় বুধবার রানাঘাট থানার দ্বারস্থ হন ছাত্রীর বাবা মা।অভিযোগ,থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে।শুধু তাই নয় ওই কলেজ ছাত্রীর পরিবারের সাথে পুলিশ অভদ্র ব্যবহার করে বলেও অভিযোগ।এমনকি ছাত্রীর মোবাইল ফোন নম্বর ট্রেস করে সন্ধান করে দেবার আর্জি জানালেও সেই আবেদনও কোনো পাত্তা দেয়নি পুলিশ বলে অভিযোগ।ছাত্রীর পরিবারের দাবী,বুধবার থেকে রানাঘাট থানার পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য না মেলায় অবশেষে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন তারা।শনিবার ফেসবুকে মেয়ের ছবি দিয়ে সন্ধান চাই বলে একটি পোস্ট করেন ছাত্রীর বাবা।প্রশাসনের কাছে পরিবারের কাতর আবেদন দয়া করে খুঁজেদিন মেয়েকে।Body:RANAGHAT STUDENT MISSINGConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.