কৃষ্ণনগর (নদিয়া), 8 নভেম্বর: একসময় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সেনাপতি হিসেবে পরিচয় ছিল তাঁর ৷ গত দেড় বছরে ঘাসফুল শিবিরে সেকেন্ড ইনিংসে তাঁকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি ৷ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে কি তাঁকে আবার পুরনো ভূমিকায় দেখা যাবে ? মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মুকুল রায়ের (Mukul Roy) বৈঠকের পর সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷
এদিনই নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছন মমতা ৷ তিনদিনের সফরের শুরুতেই তিনি চলে যান সার্কিট হাউজে ৷ সেখানেই তিনি থাকবেন ৷ আগামিকাল থেকে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ তার আগে এদিন বিকেলেই দলের নেতাদের সঙ্গে সার্কিট হাউজে বৈঠক করেন তৃণমূল নেত্রী ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ও ৷
তিনি তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ৷ মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূলের সংগঠনের রাশ তাঁর হাতেই ছিল ৷ সংগঠনে মমতার পর তিনিই ছিলেন শেষকথা ৷ যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁকে বাদ দিয়ে নেওয়াই হত না ৷
কিন্তু 2017 সালের শেষের দিকে তিনি বিজেপিতে (BJP) যোগ দেন ৷ 2021 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি গেরুয়া শিবিরেই ছিলেন ৷ বিজেপির টিকিটে ভোটেও জিতেছেন ৷ কিন্তু বিধানসভা নির্বাচনের পরই তিনি যোগ দেন তৃণমূলে ৷ যদিও বিধানসভার অন্দরে এখনও তিনি বিজেপি বিধায়ক ৷ তবে বাইরে তাঁকে সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি ৷
রাজনৈতিক মহলের মতে, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির ৷ দুর্বল জায়গাগুলির উপর বিশেষ নজর রয়েছে ৷ নদিয়া সেই দুর্বল জায়গাগুলির অন্যতম ৷ গত লোকসভা নির্বাচন থেকেই সেখানকার ভোটব্যাংকে থাবা বসিয়েছে গেরুয়া শিবির ৷ কৃষ্ণনগর লোকসভা তৃণমূলের দখলে থাকলেও রানাঘাটে বিজেপির সাংসদ ৷ তাছাড়া জেলার বেশ কয়েকটি বিধানসভা আসনেও জয় পেয়েছে বিজেপি ৷ বিশেষ করে মতুয়া ভোটব্যাংক এখনও বিজেপির দিকেই রয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনে তা আবার প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ৷
সূত্রের খবর, এই পরিস্থিতিতে জেলার সাংগঠনিক অবস্থা এদিন খতিয়ে দেখেন মমতা ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, হয়তো মুকুল রায়কেও এই জেলায় গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে চান তিনি ৷ সেই সংক্রান্তও নির্দেশও দিয়ে থাকতে পারেন ৷ এখন দেখার মুকুল রায়ের কী ভূমিকা হয় আগামী পঞ্চায়েত নির্বাচনে ?
এদিকে আগামিকাল বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে একটি প্রকাশ্য জনসভা করবেন তৃণমূল নেত্রী । কিভাবে কর্মীরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন, মূলত সেই বার্তায় দিতে পারেন বলে অনুমান রাজনৈতিক মহলে । সূত্রের খবর কৃষ্ণনগরে জনসভা করার পর শান্তিপুরের রাস উৎসব দেখতে আসতে পারেন তিনি । শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতেও প্রাচীন রাস দেখতে আসবেন বলে সূত্রের খবর । সেই কারণেই ইতিমধ্যেই গোটা শান্তিপুর জুড়ে চলছে পুলিশের কড়া নিরাপত্তা । পাশাপাশি পরশুদিন, বৃহস্পতিবার রানাঘাট ছাতিমতলার মাঠে একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
আরও পড়ুন: ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জেলায় জেলায় যাবে বিশেষজ্ঞ দল