হাওড়া, 17 নভেম্বর: বিয়েবাড়ির আনন্দের মুহূর্ত পরিণত হল নিরানন্দে। রবিবার হাওড়ায় ফোরশোর রোডের ঘটনা। একটি বিয়েবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। আর একেবারে গঙ্গার কাছে সেই বাড়ি হওয়ায় হাওয়ার জেরে আশপাশে লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে ৷ আতঙ্ক ছড়িয়েছে এলাকাতেও। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ অনুষ্ঠান ভবনের একাংশে আচমকাই আগুন লাগে। নিমেষের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে বিয়েবাড়ির পুরো প্যান্ডেলটি।
আগুন ছড়িয়ে পড়ে আশপাশেও। যদিও দমকল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় বিয়ের প্যান্ডেল। এলাকার বাসিন্দারা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফোরশোর রোডের উপর ওই বিয়েবাড়ির অনুষ্ঠান ভবনের তৈরি হওয়া প্যান্ডেলের একাংশে আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো প্যান্ডেল। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় আশপাশে। পাশে গঙ্গা থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়। আতঙ্কিত হয়ে আশপাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ যদিও ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন, শর্ট-সার্কিট থেকেই এই বিপত্তি হয়ে থাকতে পারে ৷ তবে যে সময় আগুন লেগেছে, তখন ওই জায়গায় কেউ ছিলেন না। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রতিবেশীরা প্রথমে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে সব! পাশেই গঙ্গা নদী। সেই হাওয়ায় পুরো প্যান্ডেল আগুনের গ্রাসে চলে যায়। পরে দমকলের 2টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।