ETV Bharat / state

প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত অফিস ঘেরাও শান্তিপুরে - Shantipur news

স্থানীয়দের অভিযোগ, ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন না ক্ষতিপূরণ । অথচ তৃণমূল পরিচালিত দীপক মণ্ডল তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের ক্ষতি না হওয়া সত্ত্বেও তাঁদের ক্ষতিপূরণ দিচ্ছেন । পাশাপাশি গরিব মানুষকে পঞ্চায়েতের তরফে ন্যায্য সরকারি সাহায্যও করা হয় না বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা ।

belgaria
belgaria
author img

By

Published : Jun 3, 2020, 4:16 PM IST

শান্তিপুর, 3জুন : বেলগড়িয়া দুই নম্বর পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । আমফানে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণের টাকা এখনও দেননি পঞ্চায়েত প্রধান । তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেই চলে দফায় দফায় বিক্ষোভ । শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ।

আমফানে ক্ষতিগ্রস্ত অনেক গ্রামবাসী । তাঁদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ছিল । আজ টাকা নিতে আবার পঞ্চায়েত অফিসে যান তাঁরা । সেখানে পঞ্চায়েত প্রধান দীপক মণ্ডলকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সবাই ।

স্থানীয়দের অভিযোগ, ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন না ক্ষতিপূরণ । অথচ তৃণমূল পরিচালিত দীপক মণ্ডল তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের ক্ষতি না হওয়া সত্ত্বেও তাঁদের ক্ষতিপূরণ দিচ্ছেন । পাশাপাশি গরিব মানুষকে পঞ্চায়েতের তরফে ন্যায্য সরকারি সাহায্যও করা হয় না বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা ।

প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগের সত্যতা স্বীকার করেন তৃণমূলে আর এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য অরুণ পাল । তিনি বলেন, “যাঁরা আমফানে ক্ষতিগ্রস্ত তাঁরা অনেকেই এখনও সাহায্য পাননি । অথচ, যাঁরা ক্ষতিগ্রস্ত নন এমন অনেকেই টাকা পেয়েছেন শুনেছি । আমিও চাই পঞ্চায়েতের তরফে সঠিক পদক্ষেপ করা হোক । ঠিকভাবে কাজ হোক ।” এখনও এলাকায় রয়েছে চরম উত্তেজনা । ঘটনাস্থানে রানাঘাট মহাকুমার পুলিশ আধিকারিকও পৌঁছেছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ।

শান্তিপুর, 3জুন : বেলগড়িয়া দুই নম্বর পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । আমফানে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণের টাকা এখনও দেননি পঞ্চায়েত প্রধান । তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেই চলে দফায় দফায় বিক্ষোভ । শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ।

আমফানে ক্ষতিগ্রস্ত অনেক গ্রামবাসী । তাঁদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ছিল । আজ টাকা নিতে আবার পঞ্চায়েত অফিসে যান তাঁরা । সেখানে পঞ্চায়েত প্রধান দীপক মণ্ডলকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সবাই ।

স্থানীয়দের অভিযোগ, ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন না ক্ষতিপূরণ । অথচ তৃণমূল পরিচালিত দীপক মণ্ডল তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের ক্ষতি না হওয়া সত্ত্বেও তাঁদের ক্ষতিপূরণ দিচ্ছেন । পাশাপাশি গরিব মানুষকে পঞ্চায়েতের তরফে ন্যায্য সরকারি সাহায্যও করা হয় না বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা ।

প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগের সত্যতা স্বীকার করেন তৃণমূলে আর এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য অরুণ পাল । তিনি বলেন, “যাঁরা আমফানে ক্ষতিগ্রস্ত তাঁরা অনেকেই এখনও সাহায্য পাননি । অথচ, যাঁরা ক্ষতিগ্রস্ত নন এমন অনেকেই টাকা পেয়েছেন শুনেছি । আমিও চাই পঞ্চায়েতের তরফে সঠিক পদক্ষেপ করা হোক । ঠিকভাবে কাজ হোক ।” এখনও এলাকায় রয়েছে চরম উত্তেজনা । ঘটনাস্থানে রানাঘাট মহাকুমার পুলিশ আধিকারিকও পৌঁছেছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.