ETV Bharat / state

আমার ভিতরে আগুন জ্বলছে, যুদ্ধ চাই : শহিদ সুদিপের বাবা

আমার ভিতরে আগুন জ্বলছে। আমি যুদ্ধ চাই।" পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বায়ুসেনার অভিযান প্রসঙ্গে এই মন্তব্য করলেন পুলওয়ামা হামলায় শহিদ নদিয়ার বাসিন্দা CRPF জওয়ান সুদীপ বিশ্বাসের বাবা সন্ন্যাসী বিশ্বাস।

সন্ন্যাসী বিশ্বাস
author img

By

Published : Feb 26, 2019, 4:26 PM IST

হাঁসপুকুরিয়া(নদিয়া), ২৬ ফেব্রুয়ারি : "ওদের শেষ করে দিক। আমার ভিতরে আগুন জ্বলছে। আমি যুদ্ধ চাই।" পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বায়ুসেনার অভিযান প্রসঙ্গে এই মন্তব্য করলেন পুলওয়ামা হামলায় শহিদ নদিয়ার বাসিন্দা CRPF জওয়ান সুদীপ বিশ্বাসের বাবা সন্ন্যাসী বিশ্বাস।

তিনি বলেন, "বায়ুসেনার এই অভিযানে আমি খুশি। এই ভাবেই চলুক। আমার দেশের মানুষ যাতে শান্তিতে থাকেন, তাই চাই।" তিনি আরও বলেন, "আমার যেমন কোল খালি হয়েছে, ওদেরও যেন তেমনই কোল খালি হয়।"

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪০-র বেশি জওয়ান। শহিদ হন হাঁসপুকুরিয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাস। অন্যদিকে, আজ ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় বায়ুসেনা। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সূত্রের খবর, এই অভিযানে নিকেশ হয় ৩০০-র বেশি জঙ্গি।

হাঁসপুকুরিয়া(নদিয়া), ২৬ ফেব্রুয়ারি : "ওদের শেষ করে দিক। আমার ভিতরে আগুন জ্বলছে। আমি যুদ্ধ চাই।" পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বায়ুসেনার অভিযান প্রসঙ্গে এই মন্তব্য করলেন পুলওয়ামা হামলায় শহিদ নদিয়ার বাসিন্দা CRPF জওয়ান সুদীপ বিশ্বাসের বাবা সন্ন্যাসী বিশ্বাস।

তিনি বলেন, "বায়ুসেনার এই অভিযানে আমি খুশি। এই ভাবেই চলুক। আমার দেশের মানুষ যাতে শান্তিতে থাকেন, তাই চাই।" তিনি আরও বলেন, "আমার যেমন কোল খালি হয়েছে, ওদেরও যেন তেমনই কোল খালি হয়।"

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪০-র বেশি জওয়ান। শহিদ হন হাঁসপুকুরিয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাস। অন্যদিকে, আজ ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় বায়ুসেনা। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সূত্রের খবর, এই অভিযানে নিকেশ হয় ৩০০-র বেশি জঙ্গি।


Kathmandu (Nepal), Feb 25 (ANI): People staged strong demonstration outside Pakistan Embassy in Kathmandu over Pulwama attack. Security forces were called to control the agitators. Protests have erupted in different parts of the world against Pakistan over deadly terrorist attack in JandK's Pulwama.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.