ETV Bharat / technology

স্পেসএক্সের রকেটে মহাশূন্যে স্যাটেলাইট GSAT-20, মাঝ আকাশে মিলবে ইন্টারনেট - ISRO SATELLITE LAUNCH

SpaceX এর Falcon9 ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ISRO GSAT-20 কমিউনিকেশন স্যাটেলাইট নিয়ে মহাকাশ যাত্রা ৷ যার ওজন প্রায় 4,700 কেজি।

GSAT-N2
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে GSAT-N2 এর উৎক্ষেপণ (X@SpaceX)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 19, 2024, 1:55 PM IST

হায়দরাবাদ: মহাশূন্যের রহস্য উন্মোচনে আরও একধাপ এগলো ভারত ৷ ইলন মাস্কের স্পেসক্যাফ্ট SpaceX-এ চড়ে মহাকাশে পাড়ি ভারতের কৃত্রিম উপগ্রহ GSAT-20-র ৷ এর ফলে আরও উন্নত হবে ইন্টারনেট পরিষেবা ৷ প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেমন ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে ৷ সেইরকমই বিমানের মধ্যেও পরিষেবা মিলবে ৷ ভারতীয় সময় মঙ্গলবার এই কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হয়েছে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ৷

আরও শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক! পরীক্ষায় সফল অত্যাধুনিক 'পিনাকা'

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রাধান জিতেন্দ্র সিং ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে একটি টুইট করেছেন এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে সাফল্যে ৷ তিনি উল্লেখ করেন, "GSAT N2-এর সফল উৎক্ষেপণের জন্য ISRO এবং SpaceX টিমকে ধন্যবাদ! এবার প্রত্যন্ত গ্রামাঞ্চলের অঞ্চলের পাশাপাশি ফ্লাইট সংযোগে ইন্টারনেট পরিষেবা বাড়ানোর লক্ষ্য রয়েছে ৷ প্রধামন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপের কারণেই, ISRO -এই সাফল্য অর্জনে সক্ষম হয়েছে ৷"

হোয়াটসঅ্যাপে 'হাইলাইট' ফিচার, মিউট থাকলেও আসবে নোটিফিকেশন

মঙ্গলবার রাত 12.36 (ভারতীয় সময়) টায় X-এ একটি পোস্টে, স্পেসএক্স GSAT-N2 স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। এই প্রথম ইলন মাস্কের স্পেসক্রাফট ও ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা যৌথভাবে উপগ্রহ উৎক্ষেপণ করল ৷ স্পেসএক্সের ‘ফ্যালকন 9’ রকেটের সাহায্যে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ 'জিস্যাট 20'। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ জানিয়েছেন, উৎক্ষেপণ সফল হয়েছে । নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে এই কমিউনিকেশন স্যাটেলাইট।

আইআইটি-ইসরোর যৌথ উদ্যোগে চালু 'সেন্টার অফ অ্যাক্সিলেন্স'

ISRO-এর সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকল, LVM-3, একটি 4000 কেজি ওজনের মহাকাশযান উৎক্ষেপণে সক্ষম । যেমন, বর্তমানে ISRO-SpaceX যৌথভাবে এটি উৎক্ষেপণে সাহায্য করেছে ৷ 'GSAT-N2' স্যাটেলাইট ভারতের স্মার্ট সিটি মিশনে সহায়তা করবে ৷ সেইসঙ্গে ডেটা ট্রান্সমিশন ক্ষমতা বাড়াবে ৷ প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম । এটি ইন-ফ্লাইট ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম ৷

জানানো হয়েছে, "4700 কেজি ওজনের GSAT-N2 জিও-সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) স্থাপন করা হয়েছে ৷ ISRO-এর মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি (MCF) স্যাটেলাইটের সাহায্য়ে সেটির নিয়ন্ত্রণ করা হচ্ছে । প্রাথমিক তথ্য অনুসারে উপগ্রহটি নিজস্ব কক্ষপথে রয়েছে ৷" NSIL-এর তরফে জানানো হয়েছে, GSAT-N2 হল একটি 48 Gbps, Ka-ব্যান্ড হাই থ্রুপুট কমিউনিকেশন স্যাটেলাইট ৷ এটি ভারতে ব্রডব্যান্ড পরিষেবা এবং ইন-ফ্লাইট সংযোগ বাড়াবে ৷

GSAT-N2 এর বিশেষত্ব

  1. ওজন: 4,700 কেজি, লঞ্চ ভেহিকেল বহনের থেকেও বেশি ওজন
  2. লঞ্চ যান: SpaceX এর Falcon 9
  3. পেলোড: GSAT-N2 হল একটি 48 Gbps, Ka-ব্যান্ড হাই থ্রুপুট কমিউনিকেশন স্যাটেলাইট
  4. গঠন: GSAT-N2-এ 32টি ব্যবহারকারী বিম রয়েছে, যার মধ্যে 8টি সরু স্পট বিম এবং 24টি প্রশস্ত স্পট বিম রয়েছে
  5. অরবিট: GSAT-N2 জিও-সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট (GTO) এবং ISRO-এর মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি (MCF)-র সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷

হায়দরাবাদ: মহাশূন্যের রহস্য উন্মোচনে আরও একধাপ এগলো ভারত ৷ ইলন মাস্কের স্পেসক্যাফ্ট SpaceX-এ চড়ে মহাকাশে পাড়ি ভারতের কৃত্রিম উপগ্রহ GSAT-20-র ৷ এর ফলে আরও উন্নত হবে ইন্টারনেট পরিষেবা ৷ প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেমন ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে ৷ সেইরকমই বিমানের মধ্যেও পরিষেবা মিলবে ৷ ভারতীয় সময় মঙ্গলবার এই কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হয়েছে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ৷

আরও শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক! পরীক্ষায় সফল অত্যাধুনিক 'পিনাকা'

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রাধান জিতেন্দ্র সিং ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে একটি টুইট করেছেন এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে সাফল্যে ৷ তিনি উল্লেখ করেন, "GSAT N2-এর সফল উৎক্ষেপণের জন্য ISRO এবং SpaceX টিমকে ধন্যবাদ! এবার প্রত্যন্ত গ্রামাঞ্চলের অঞ্চলের পাশাপাশি ফ্লাইট সংযোগে ইন্টারনেট পরিষেবা বাড়ানোর লক্ষ্য রয়েছে ৷ প্রধামন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপের কারণেই, ISRO -এই সাফল্য অর্জনে সক্ষম হয়েছে ৷"

হোয়াটসঅ্যাপে 'হাইলাইট' ফিচার, মিউট থাকলেও আসবে নোটিফিকেশন

মঙ্গলবার রাত 12.36 (ভারতীয় সময়) টায় X-এ একটি পোস্টে, স্পেসএক্স GSAT-N2 স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। এই প্রথম ইলন মাস্কের স্পেসক্রাফট ও ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা যৌথভাবে উপগ্রহ উৎক্ষেপণ করল ৷ স্পেসএক্সের ‘ফ্যালকন 9’ রকেটের সাহায্যে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ 'জিস্যাট 20'। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ জানিয়েছেন, উৎক্ষেপণ সফল হয়েছে । নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে এই কমিউনিকেশন স্যাটেলাইট।

আইআইটি-ইসরোর যৌথ উদ্যোগে চালু 'সেন্টার অফ অ্যাক্সিলেন্স'

ISRO-এর সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকল, LVM-3, একটি 4000 কেজি ওজনের মহাকাশযান উৎক্ষেপণে সক্ষম । যেমন, বর্তমানে ISRO-SpaceX যৌথভাবে এটি উৎক্ষেপণে সাহায্য করেছে ৷ 'GSAT-N2' স্যাটেলাইট ভারতের স্মার্ট সিটি মিশনে সহায়তা করবে ৷ সেইসঙ্গে ডেটা ট্রান্সমিশন ক্ষমতা বাড়াবে ৷ প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম । এটি ইন-ফ্লাইট ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম ৷

জানানো হয়েছে, "4700 কেজি ওজনের GSAT-N2 জিও-সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) স্থাপন করা হয়েছে ৷ ISRO-এর মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি (MCF) স্যাটেলাইটের সাহায্য়ে সেটির নিয়ন্ত্রণ করা হচ্ছে । প্রাথমিক তথ্য অনুসারে উপগ্রহটি নিজস্ব কক্ষপথে রয়েছে ৷" NSIL-এর তরফে জানানো হয়েছে, GSAT-N2 হল একটি 48 Gbps, Ka-ব্যান্ড হাই থ্রুপুট কমিউনিকেশন স্যাটেলাইট ৷ এটি ভারতে ব্রডব্যান্ড পরিষেবা এবং ইন-ফ্লাইট সংযোগ বাড়াবে ৷

GSAT-N2 এর বিশেষত্ব

  1. ওজন: 4,700 কেজি, লঞ্চ ভেহিকেল বহনের থেকেও বেশি ওজন
  2. লঞ্চ যান: SpaceX এর Falcon 9
  3. পেলোড: GSAT-N2 হল একটি 48 Gbps, Ka-ব্যান্ড হাই থ্রুপুট কমিউনিকেশন স্যাটেলাইট
  4. গঠন: GSAT-N2-এ 32টি ব্যবহারকারী বিম রয়েছে, যার মধ্যে 8টি সরু স্পট বিম এবং 24টি প্রশস্ত স্পট বিম রয়েছে
  5. অরবিট: GSAT-N2 জিও-সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট (GTO) এবং ISRO-এর মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি (MCF)-র সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.