ETV Bharat / entertainment

'একজন শুভকাঙ্খী-আত্মীয়কে হারালাম'- মুনমুনের স্বামীর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর - MAMATA ON MOON MOON SEN HUSBAND

অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মার আকস্মিক প্রয়াণ ৷ কাছের মানুষকে হারালেন বলে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

Etv Bharat
মুনমুন সেনের স্বামীর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 19, 2024, 12:52 PM IST

হায়দরাবাদ/কলকাতা, 19 নভেম্বর: অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা প্রয়াত ৷ তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "মুনমুন এখানে নেই ৷ ও দিল্লিতে আছে ৷ রাইমাও দিল্লিতে আছে ৷ এখানে রিয়া আছে ৷ ওদের বন্ধু-বান্ধব, আত্মীয়রা আছে ৷ পাড়া প্রতিবেশী আছে ৷ মুনমুন ইন্ডিগোর ফ্লাইটে আসবে ৷ এয়ারপোর্টে নামলেন ওকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করব ৷ মুনমুনের সঙ্গে কথা হয়েছে আমার ৷ ও বেচারা জানত না৷ "

মুখ্যমন্ত্রী আরও বলেন, "ভরত ভীষণ অমায়িক মানুষ ছিলেন ৷ আমাদের খুব ভালোবাসতেন ৷ ইটস আ গ্রেট লস ৷ ওঁর মৃত্যুর এমন কিছু বয়স হয়নি ৷ আকস্মিকভাবে ভরতের মৃত্যু হয়েছে ৷ শুনলাম স্ট্রোক হয়ে মারা গিয়েছেন ৷ ব্যক্তিগতভাবে আমার একজন শুভকাঙ্খী, আমার এক আত্মীয়কে হারালাম ৷ মুনমুন-রাইমা ফিরে আসুক ভালোভাবে ৷ আমি এখানে স্থানীয় কাউন্সিলর রাম ও বাবু বক্সীকে রেখে গেলাম ৷ দেবাশীষ রায়, মালা রায় সকলকে খবর দিয়েছি ৷ পুলিশকেও আমি বলে রেখেছি ৷ মুনমুন আসলে ওকে গ্রিন করিডর করে নিয়ে আসা হবে ৷"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "সব ব্যবস্থা করে রাখা আছে ৷ মুনমুন আসলে ফোনে কথা বলব ওর সঙ্গে ৷" ভরত কি আগে অসুস্থ ছিলেন? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "সুগার ছিল জানি ৷ পরশু দিনও পার্টি করেছে এখানে ৷ সুতরাং, এমন কিছু অসুস্থ ছিলেন না ৷ হঠাৎ করে কাল রাতে হয়তো শরীরটা খারাপ করেছে ৷"

সেন পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে ৷ প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেন প্রসঙ্গে মমতা জানান, সিনেমা ছাড়ার পর অন্তরালে থাকতেই ভালোবাসতেন সুচিত্রা ৷

মুখ্যমন্ত্রী বলেন, "সুচিত্রা দেবী সিনেমা ছাড়ার পর দীর্ঘ 20-30 বছরের মতো কারোর সঙ্গে দেখা করেননি ৷ একমাত্র আমার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৷ তারপর আমি বারবার বেলভিউতে ছুটে গিয়েছি ৷ উনি কখনও ভেন্টিলেশন নিতে চাননি ৷ ওনার অনুরোধ ছিল, মৃত্যুর পর তাঁর মৃতদেহ যেন কেউ দেখতে না পায় ৷ তাঁর শেষ ইচ্ছা আমি রাখার চেষ্টা করেছি ৷ তারপর থেকেই মুনমুন ও তাঁর মেয়েদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে ৷"

জানা গিয়েছে, দুপুর তিনটে নাগাদ এয়ারপোর্টে নামবেন মুনমুন সেন ৷ তারপরেই শেষকৃত্য কোথায় হবে, কীভাবে হবে তা জানা যাবে ৷

হায়দরাবাদ/কলকাতা, 19 নভেম্বর: অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা প্রয়াত ৷ তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "মুনমুন এখানে নেই ৷ ও দিল্লিতে আছে ৷ রাইমাও দিল্লিতে আছে ৷ এখানে রিয়া আছে ৷ ওদের বন্ধু-বান্ধব, আত্মীয়রা আছে ৷ পাড়া প্রতিবেশী আছে ৷ মুনমুন ইন্ডিগোর ফ্লাইটে আসবে ৷ এয়ারপোর্টে নামলেন ওকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করব ৷ মুনমুনের সঙ্গে কথা হয়েছে আমার ৷ ও বেচারা জানত না৷ "

মুখ্যমন্ত্রী আরও বলেন, "ভরত ভীষণ অমায়িক মানুষ ছিলেন ৷ আমাদের খুব ভালোবাসতেন ৷ ইটস আ গ্রেট লস ৷ ওঁর মৃত্যুর এমন কিছু বয়স হয়নি ৷ আকস্মিকভাবে ভরতের মৃত্যু হয়েছে ৷ শুনলাম স্ট্রোক হয়ে মারা গিয়েছেন ৷ ব্যক্তিগতভাবে আমার একজন শুভকাঙ্খী, আমার এক আত্মীয়কে হারালাম ৷ মুনমুন-রাইমা ফিরে আসুক ভালোভাবে ৷ আমি এখানে স্থানীয় কাউন্সিলর রাম ও বাবু বক্সীকে রেখে গেলাম ৷ দেবাশীষ রায়, মালা রায় সকলকে খবর দিয়েছি ৷ পুলিশকেও আমি বলে রেখেছি ৷ মুনমুন আসলে ওকে গ্রিন করিডর করে নিয়ে আসা হবে ৷"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "সব ব্যবস্থা করে রাখা আছে ৷ মুনমুন আসলে ফোনে কথা বলব ওর সঙ্গে ৷" ভরত কি আগে অসুস্থ ছিলেন? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "সুগার ছিল জানি ৷ পরশু দিনও পার্টি করেছে এখানে ৷ সুতরাং, এমন কিছু অসুস্থ ছিলেন না ৷ হঠাৎ করে কাল রাতে হয়তো শরীরটা খারাপ করেছে ৷"

সেন পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে ৷ প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেন প্রসঙ্গে মমতা জানান, সিনেমা ছাড়ার পর অন্তরালে থাকতেই ভালোবাসতেন সুচিত্রা ৷

মুখ্যমন্ত্রী বলেন, "সুচিত্রা দেবী সিনেমা ছাড়ার পর দীর্ঘ 20-30 বছরের মতো কারোর সঙ্গে দেখা করেননি ৷ একমাত্র আমার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৷ তারপর আমি বারবার বেলভিউতে ছুটে গিয়েছি ৷ উনি কখনও ভেন্টিলেশন নিতে চাননি ৷ ওনার অনুরোধ ছিল, মৃত্যুর পর তাঁর মৃতদেহ যেন কেউ দেখতে না পায় ৷ তাঁর শেষ ইচ্ছা আমি রাখার চেষ্টা করেছি ৷ তারপর থেকেই মুনমুন ও তাঁর মেয়েদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে ৷"

জানা গিয়েছে, দুপুর তিনটে নাগাদ এয়ারপোর্টে নামবেন মুনমুন সেন ৷ তারপরেই শেষকৃত্য কোথায় হবে, কীভাবে হবে তা জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.