বাকু, 19 নভেম্বর: দিল্লির বায়ুদূষণ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করল আন্তর্জাতিক মহল ৷ রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এই বছরের সম্মেলনের (COP29) আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল দিল্লির বর্তমান পরিস্থিতি ৷ সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানালেন বিশষজ্ঞরা ৷
প্রতি বছর শীতের সময় দিল্লির বাতাসের গুণমান ক্রমশ কমে যায় ৷ এবছরও তার অন্যথা হয়নি ৷ শীত শুরু হতেই রাজধানীর বাতাসের মান ক্রমশ কমতে থাকে ৷ এই প্রসঙ্গে 'ক্লাইমেট ট্রেন্ড'-এর প্রধান আরতি খোসলা জানান, অতি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে দিল্লির দূষণ ৷ এমনকী, বেশ কয়েকটি এলাকায় দেখা গিয়েছে, দূষণের মাত্রা প্রতি কিউবিক মিটারে হাজার মাইক্রোগ্রামে পৌঁছে গিয়েছে ৷ তিনি বলেন, "কালো কার্বন, ওজোন স্তরের প্রভাব, চাষের জমিতে খড় পোড়ানো-সহ দূষণের একাধিক কারণ রয়েছে ৷ আমাদের দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে ৷" দূষণের প্রভাবে সাধারণ মানুষের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটছে বলে জানান পরিবেশ বিশেষজ্ঞ ৷
উল্লেখ্য, 2023 সালে কানাডায় দাবানলের কারণে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা ৷ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে ৷ বাধ্য হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় প্রায় 70 শতাংশ মানুষ ৷ এদিন তার বক্তব্যে সেই প্রসঙ্গ তুলে আনেন আরও এক পরিবেশবিদ কোর্টনি হাওয়ার্ড ৷ তিনি বলেন, "উন্নত দেশগুলির ক্ষেত্রেও বায়ুদূষণ একটি মারাত্মক সমস্যা ৷ সেক্ষেত্রে দরিদ্র দেশগুলির পক্ষে এই সমস্যার সঙ্গে লড়াইয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ৷"
প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে দিল্লির বায়ুদূষণ সমস্যা কোনও মতেই নিয়ন্ত্রণে আসছে না ৷ বরং, বিগত কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ শেষ কয়েকদিনে বায়ুর গুণগত মান 450 গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ৷ মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় AQI-এর মাত্রা 500 হয়ে গিয়েছে ৷ 'সিভিয়ার প্লাস' পর্যায়ে পৌঁছে গিয়েছে রাজধানীর বায়ুদূষণ ৷