ETV Bharat / state

"ভালো ফল করতে চাইলে মোবাইল ব্যবহার করা যাবে না"

ব্রতীন জানিয়েছে, প্রথমদিকে সে 4 থেকে 5 ঘণ্টা পড়াশোনা করত । পরে পড়াশোনার সময় বাড়িয়েছিল । টেস্টের পর থেকে দিনে প্রায় 14 থেকে 15 ঘণ্টা পড়াশোনা করত । মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রতি ব্রতীনের বার্তা, "ভালো ফল করতে হলে সব কিছু ছেড়ে পড়াশোনা করতে হবে । মোবাইল ফোনের ব্যবহার করলে হবে না । নম্বরের থেকে শেখার উপর বেশি গুরুত্ব দিতে হবে ।"

ব্রতীন মণ্ডল
author img

By

Published : May 21, 2019, 1:23 PM IST

শান্তিপুর, 21 মে : মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে শান্তিপুরের ব্রতীন মণ্ডল । তার প্রাপ্ত নম্বর ৬৮৯। নদিয়ার শান্তিপুর মিউনিসিপল হাইস্কুলের ছাত্র ব্রতীনের সাফল্যের রহস্য কী ? জানাল সে নিজেই । বলল, "মাধ্যমিকে ভালো ফল করতে চাইলে মোবাইল ব্যবহার করা যাবে না ।"

ব্রতীন আরও জানিয়েছে, প্রথমদিকে সে 4 থেকে 5 ঘণ্টা পড়াশোনা করত । পরে পড়াশোনার সময় বাড়িয়েছিল । টেস্টের পর থেকে দিনে প্রায় 14 থেকে 15 ঘণ্টা পড়াশোনা করত । মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রতি ব্রতীনের বার্তা, "ভালো ফল করতে হলে সব কিছু ছেড়ে পড়াশোনা করতে হবে । মোবাইল ফোনের ব্যবহার করলে হবে না । নম্বরের থেকে শেখার উপর বেশি গুরুত্ব দিতে হবে ।"

ভবিষ্যতে কী পরিকল্পনা ? ব্রতীন জানিয়েছে, পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করার ইচ্ছে তার । পড়াশোনার ব্যাপারে স্কুল শিক্ষকদের সাহায্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছে সে । তার কথায় , "টিউশনের থেকেও আমার কাছে স্কুল বেশি গুরুত্বপূর্ণ ।" পড়াশোনা ছাড়াও ফুটবল খেলতে ভালোবাসে ব্রতীন ।

শান্তিপুর, 21 মে : মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে শান্তিপুরের ব্রতীন মণ্ডল । তার প্রাপ্ত নম্বর ৬৮৯। নদিয়ার শান্তিপুর মিউনিসিপল হাইস্কুলের ছাত্র ব্রতীনের সাফল্যের রহস্য কী ? জানাল সে নিজেই । বলল, "মাধ্যমিকে ভালো ফল করতে চাইলে মোবাইল ব্যবহার করা যাবে না ।"

ব্রতীন আরও জানিয়েছে, প্রথমদিকে সে 4 থেকে 5 ঘণ্টা পড়াশোনা করত । পরে পড়াশোনার সময় বাড়িয়েছিল । টেস্টের পর থেকে দিনে প্রায় 14 থেকে 15 ঘণ্টা পড়াশোনা করত । মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রতি ব্রতীনের বার্তা, "ভালো ফল করতে হলে সব কিছু ছেড়ে পড়াশোনা করতে হবে । মোবাইল ফোনের ব্যবহার করলে হবে না । নম্বরের থেকে শেখার উপর বেশি গুরুত্ব দিতে হবে ।"

ভবিষ্যতে কী পরিকল্পনা ? ব্রতীন জানিয়েছে, পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করার ইচ্ছে তার । পড়াশোনার ব্যাপারে স্কুল শিক্ষকদের সাহায্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছে সে । তার কথায় , "টিউশনের থেকেও আমার কাছে স্কুল বেশি গুরুত্বপূর্ণ ।" পড়াশোনা ছাড়াও ফুটবল খেলতে ভালোবাসে ব্রতীন ।

Intro:আমবাগান কাজে এসে গন্ডগোলের জেরে সোনু শেখ নামে 25 বছর বয়সী এক যুবককে কুপিয়ে খুন করলো বেশ কিছু দুষ্কৃতী। গুরুতর আহত আরও একজন সহকর্মী।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় নদীয়ার শান্তিপুর থানার মুচিপাড়া এলাকায়। এই ঘটনায় আরও একজন বাগানের কর্মী মাড়ের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানান্তর করা হচ্ছে শক্তিনগর জেলা হাসপাতালে। সূত্রের খবর গত কাল বাগানে মলত্যাগ করা নিয়ে তর্কাতর্কি হয় ওই আম বাগানে কর্মরত মৃত সনু শেখের সঙ্গে। অভিযোগ আজ সন্ধ্যায় অন্ধকার নেমে এলে জনা পাঁচেক দুষ্কৃতী এসে সনু সেখ কে লক্ষ করে এলোপাথারি কোপাতে থাকে। চেঁচামেচি শুরু হতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাকে বাঁচাতে গেলে গুরুতর আহত হয় বাগানে কর্মরত আরো একজন সহকর্মী। এর পরেই তাকে তড়িঘড়ি করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু ঠিক কি কারণে খুন সেটা পরিষ্কার নয়।Body:NADIA SANTIPUR MARDARConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.