শান্তিপুর, 21 মে : মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে শান্তিপুরের ব্রতীন মণ্ডল । তার প্রাপ্ত নম্বর ৬৮৯। নদিয়ার শান্তিপুর মিউনিসিপল হাইস্কুলের ছাত্র ব্রতীনের সাফল্যের রহস্য কী ? জানাল সে নিজেই । বলল, "মাধ্যমিকে ভালো ফল করতে চাইলে মোবাইল ব্যবহার করা যাবে না ।"
ব্রতীন আরও জানিয়েছে, প্রথমদিকে সে 4 থেকে 5 ঘণ্টা পড়াশোনা করত । পরে পড়াশোনার সময় বাড়িয়েছিল । টেস্টের পর থেকে দিনে প্রায় 14 থেকে 15 ঘণ্টা পড়াশোনা করত । মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রতি ব্রতীনের বার্তা, "ভালো ফল করতে হলে সব কিছু ছেড়ে পড়াশোনা করতে হবে । মোবাইল ফোনের ব্যবহার করলে হবে না । নম্বরের থেকে শেখার উপর বেশি গুরুত্ব দিতে হবে ।"
ভবিষ্যতে কী পরিকল্পনা ? ব্রতীন জানিয়েছে, পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করার ইচ্ছে তার । পড়াশোনার ব্যাপারে স্কুল শিক্ষকদের সাহায্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছে সে । তার কথায় , "টিউশনের থেকেও আমার কাছে স্কুল বেশি গুরুত্বপূর্ণ ।" পড়াশোনা ছাড়াও ফুটবল খেলতে ভালোবাসে ব্রতীন ।