নাকাশিপাড়া, 30 অক্টোবর : পাওনা নিয়ে বচসার জেরে ব্যবসায়ীকে খুনের অভিযোগ ৷ এখনও অভিযুক্তরা অধরা ৷ নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা ৷
মৃতের নাম আবদার শেখ (35) ৷ পেশায় মাইক ব্যবসায়ী ৷ এলাকারই বাসিন্দা জব্বর শেখ ও তার ভাইয়ের কাছ থেকে 12 হাজার টাকা পাওয়ার কথা ছিল ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা চাইলেও তা দিচ্ছে না অভিযুক্তরা ৷
আজ সকালে জব্বর শেখ ও তার ভাইয়ের কাছে পাওনার টাকা চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয় । অভিযোগ, সেই সময় জব্বর শেখ একটি ছুরি বের করে আবদার শেখের বুকে আঘাত করে । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী ৷ স্থানীয়রা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় দুই ভাই ৷ গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে নাকাশিপাড়া হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ । যদিও অভিযুক্তরা এখনও অধরা ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে নাকাশিপাড়া থানার পুলিশ ।