কল্য়াণী, 21 মার্চ : প্রার্থী ঘোষণার পরেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা ৷ প্রার্থী পছন্দ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা ৷ এবার অনশনে বসলেন বিজেপি কর্মীরা ৷ ঘটনাটি নদিয়ার কল্য়াণীতে ৷ প্রার্থী বদল না করা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন৷
কল্য়াণী বিধানসভায় এবার বিজেপির প্রার্থী অম্বিকা রায় ৷ কিন্তু তিনি বহিরাগত, এই অভিযোগ তুলে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানকার দলের কর্মীরা ৷ দলের জেলা ও রাজ্য় নেতৃত্বের কানেও বিষয়টি পৌঁছে দিয়েছিলেন ৷ কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় আজ থেকে কল্য়াণী থানার মদনপুরের ইন্দিরা মোড়ে মঞ্চ খাটিয়ে অনশন শুরু করলেন৷
আরও পড়ুন- সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল ! বঙ্গে প্রথম দফার 25% প্রার্থী জড়িত ফৌজদারি মামলায়
স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, অম্বিকা রায় একজন বহিরাগত প্রার্থী। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেকারণে তাঁকে প্রার্থী হিসেবে চাইছেন না। তাঁদের দাবি, স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। প্রার্থী না বদল হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন অনশনকারীরা ৷
যদিও এই অভিযোগকে খুব একটা গুরুত্ব দিতে চাননি অম্বিকা রায়৷ পুরো ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত বলে জানিয়েছেন ৷ যাঁরা অনশন করছেন তাঁরা তৃণমূল কর্মী বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "আমি নদীয়ার ভূমিপুত্র ৷ এখানকার মানুষ আমার সঙ্গে আছে ৷ আমি কল্য়াণী বিদানসভায় প্রতিটি বাড়িতে গেছি এবং কথা বলেছি৷ আমি এখান থেকে জিতছি ৷"
যদিও তৃণমূল এই বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি ৷