ETV Bharat / state

বাড়িতে ঢুকে ঘুমন্ত যুবতির মুখে অ্যাসিড, গ্রেপ্তার যুবক - arrest

ঘরে ঢুকে যুবতির মুখে অ্যাসিড । একটুর জন্য বাঁচল তাঁর পাঁচ বছরের ছেলে । অভিযুক্ত নাটুরাম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরের ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 29, 2019, 11:04 AM IST

Updated : Jun 29, 2019, 3:19 PM IST

কৃষ্ণনগর, 29 জুন : ঘরে ঢুকে যুবতির মুখে অ্যাসিড । তাঁর নাম শুক্লা রায় । একটুর জন্য বাঁচল তাঁর পাঁচ বছরের ছেলে । ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতের ঘুগরাগাছা এলাকার । অভিযুক্ত নাটুরাম বিশ্বাস সম্পর্কে জখম শুক্লার আত্মীয় । ঘটনার পর থেকেই পলাতক ছিল নাটুরাম । গতকাল রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ।

সাত বছর আগে উত্তর 24 পরগনার শ্যামনগরে বিয়ে হয় শুক্লার । পারিবারিক সমস্যার কারণে শ্বশুরবাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে নদিয়ায় বাবার বাড়িতে এসে থাকতে শুরু করেন শুক্লা । বৃহস্পতিবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন শুক্লা । বাড়ির পাশের বাঁশবাগান রয়েছে । অভিযোগ, বাঁশ বেয়ে বাড়ির ছাদে ওঠে নাটুরাম । তারপর ঘরে ঢুকে ঘুমন্ত শুক্লার উপর অ্যাসিড ছোড়ে । একটুর জন্য বেঁচে যায় তাঁর ছেলে । শুক্লার চিৎকারে নাটুরাম সেখান থেকে পালায় । শুক্লাকে ভরতি করা হয় শক্তিনগর স্টেট জেনেরাল হাসপাতালে । চিকিৎসার পর গতকাল রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল এই ঘটনায় কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের হয় । অভিযোগে জানানো হয় এর আগে নাটুরাম অ্যাসিড হামলার হুমকি দিয়েছিল শুক্লাকে । অভিযোগ পেয়ে গতকাল রাতে নাটুরামকে গ্রেপ্তার করে পুলিশ ।

কৃষ্ণনগর, 29 জুন : ঘরে ঢুকে যুবতির মুখে অ্যাসিড । তাঁর নাম শুক্লা রায় । একটুর জন্য বাঁচল তাঁর পাঁচ বছরের ছেলে । ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতের ঘুগরাগাছা এলাকার । অভিযুক্ত নাটুরাম বিশ্বাস সম্পর্কে জখম শুক্লার আত্মীয় । ঘটনার পর থেকেই পলাতক ছিল নাটুরাম । গতকাল রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ।

সাত বছর আগে উত্তর 24 পরগনার শ্যামনগরে বিয়ে হয় শুক্লার । পারিবারিক সমস্যার কারণে শ্বশুরবাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে নদিয়ায় বাবার বাড়িতে এসে থাকতে শুরু করেন শুক্লা । বৃহস্পতিবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন শুক্লা । বাড়ির পাশের বাঁশবাগান রয়েছে । অভিযোগ, বাঁশ বেয়ে বাড়ির ছাদে ওঠে নাটুরাম । তারপর ঘরে ঢুকে ঘুমন্ত শুক্লার উপর অ্যাসিড ছোড়ে । একটুর জন্য বেঁচে যায় তাঁর ছেলে । শুক্লার চিৎকারে নাটুরাম সেখান থেকে পালায় । শুক্লাকে ভরতি করা হয় শক্তিনগর স্টেট জেনেরাল হাসপাতালে । চিকিৎসার পর গতকাল রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল এই ঘটনায় কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের হয় । অভিযোগে জানানো হয় এর আগে নাটুরাম অ্যাসিড হামলার হুমকি দিয়েছিল শুক্লাকে । অভিযোগ পেয়ে গতকাল রাতে নাটুরামকে গ্রেপ্তার করে পুলিশ ।

Intro:এক যুবতীকে এসিড মারার অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতের ঘুগরাগাছা এলাকায়।
সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শুক্লা রায় ।বয়স 25। সাত বছর আগে উত্তর 24 পরগনার শ্যামনগরে তার বিবাহ হয়। কিন্তু পারিবারিক অশান্তির কারণে সেখান থেকে বেশ কিছুদিন আগে বাবার বাড়ি চলে আসে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে প্রতিবেশী নাটু নামে এক যুবক ওই যুবতীকে উত্ত্যক্ত করছিল। দিন কয়েক আগে ও এসিড মারার হুমকি দেয় বলে অভিযোগ। সেইমতো গতকাল গভীর রাতে শুক্লা যখন নিজের ঘরে ঘুমাচ্ছিলেন ঠিক তখনই বাড়ির পিছনের বাঁশ বাগান দিয়ে ছাদে উঠে চিলি কটা দিন শুক্লার ঘরে ঢুকে তার মুখে এসিড ছুড়ে বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুরু হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক। এরপর এই পরিবারের তরফ থেকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং কৃষ্ণগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। যদি অভিযুক্ত যুবক পলাতক।






Body:KRISHNAGAR ACID Conclusion:
Last Updated : Jun 29, 2019, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.