ETV Bharat / state

মুর্শিদাবাদে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

মৃতার বাপের বাড়ির অভিযোগ , সুফল শেখ তার বউদির বোনের সঙ্গে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক ছিল । সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁর উপর অতিরিক্ত পণের চাপ দেওয়া হত । গতকাল রাতেও দু'জনের মধ্যে ঝামেলা হয় । এরপর আজ সকালে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

murshidabad
ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 29, 2020, 6:49 PM IST

বড়ঞাঁ , 29 অগাস্ট : মুর্শিদাবাদে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । নাম মমতা বিবি (27) । তাঁর বাপের বাড়ির অভিযোগ , স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয়েছে । মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার বধুয়া গ্রামের ঘটনা ।

কান্দির মুনিগ্রামের বাসিন্দা মমতা বিবির সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় বধুয়া গ্রামের বাসিন্দা সুফল শেখের । তাদের তিন সন্তান । মৃতার বাপের বাড়ির অভিযোগ , সুফল শেখ তার বউদির বোনের সঙ্গে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক ছিল । সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁর উপর অতিরিক্ত পণের চাপ দেওয়া হত । গতকাল রাতেও দু'জনের মধ্যে ঝামেলা হয় । এরপর আজ সকালে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার মা । তবে স্বামী-সহ শ্বশুরবাড়ির সকলেই পলাতক । ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ।

বড়ঞাঁ , 29 অগাস্ট : মুর্শিদাবাদে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । নাম মমতা বিবি (27) । তাঁর বাপের বাড়ির অভিযোগ , স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয়েছে । মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার বধুয়া গ্রামের ঘটনা ।

কান্দির মুনিগ্রামের বাসিন্দা মমতা বিবির সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় বধুয়া গ্রামের বাসিন্দা সুফল শেখের । তাদের তিন সন্তান । মৃতার বাপের বাড়ির অভিযোগ , সুফল শেখ তার বউদির বোনের সঙ্গে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক ছিল । সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁর উপর অতিরিক্ত পণের চাপ দেওয়া হত । গতকাল রাতেও দু'জনের মধ্যে ঝামেলা হয় । এরপর আজ সকালে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার মা । তবে স্বামী-সহ শ্বশুরবাড়ির সকলেই পলাতক । ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.