ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগ শিক্ষিকার, প্রধান শিক্ষকের পাশে অভিভাবকরা - principal

বহরমপুর থানায় দায়ের করা অভিযোগে ওই শিক্ষিকা জানান, প্রধান শিক্ষকের ঘরে তিনি নথি আনতে গেছিলেন । সেসময় তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় । তিনি কোনওরকমে ঘর থেকে পালিয়ে আসেন ।

শ্লীলতাহানির অভিযোগ শিক্ষিকার, প্রধান শিক্ষকের পাশে অভিভাবকরা
author img

By

Published : Jul 18, 2019, 2:24 AM IST

বহরমপুর, 18 জুলাই : প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহ শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ । বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রাথমিক বিভাগের ঘটনা । অভিভাবকদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষিকা একইভাবে আগের প্রধান শিক্ষককেও শ্লীলতাহানির কেসে ফাঁসিয়েছিলেন ।

বহরমপুর থানায় দায়ের করা অভিযোগে ওই শিক্ষিকা জানান, প্রধান শিক্ষকের ঘরে তিনি নথি আনতে গেছিলেন । সেসময় তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় । তিনি কোনওরকমে ঘর থেকে পালিয়ে আসেন ।

চাঁদ চক্রবর্তী নামের এক অভিভাবক বলেন, "এর আগের প্রধান শিক্ষককেও ওই শিক্ষিকা একইভাবে শ্লীলতাহানির কেসে ফাঁসিয়েছিলেন । প্রধান শিক্ষক নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের মিড ডে মিল পেটপুরে খাওয়ান । সব দিকে লক্ষ্য রাখেন । ওই শিক্ষিকা চক্রান্ত করছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ওই শিক্ষিকাসহ আরও কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষকের বিরোধিতা করে থাকেন । আমরা চাই আমাদের প্রধান শিক্ষক থাকুক বদলে ওই শিক্ষিকা এই স্কুল থেকে চলে যাক ।"

ওই অভিভাবক আরও, "প্রধান শিক্ষক আমাদের কাছে ভগবান তুল্য । উনি আসার পর থেকে স্কুলের পরিকাঠামো বদলে গেছে । পঠনপাঠন , মিড ডে মিল সব কিছুতেই উন্নতি হয়েছে । উনি ছ'মাসের মধ্যে স্কুল সংস্কার করেছেন । মেয়েদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেন । উনি কীভাবে এই কাজ করতে পারেন ? "

গতকাল স্কুল খুলতেই চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । অভিভাবকরা ওই সহ শিক্ষিকার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন । তাঁরা সবাই প্রধান শিক্ষকের পাশে দাঁড়ান । উত্তেজনা ছড়ালে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

বহরমপুর, 18 জুলাই : প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহ শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ । বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রাথমিক বিভাগের ঘটনা । অভিভাবকদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষিকা একইভাবে আগের প্রধান শিক্ষককেও শ্লীলতাহানির কেসে ফাঁসিয়েছিলেন ।

বহরমপুর থানায় দায়ের করা অভিযোগে ওই শিক্ষিকা জানান, প্রধান শিক্ষকের ঘরে তিনি নথি আনতে গেছিলেন । সেসময় তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় । তিনি কোনওরকমে ঘর থেকে পালিয়ে আসেন ।

চাঁদ চক্রবর্তী নামের এক অভিভাবক বলেন, "এর আগের প্রধান শিক্ষককেও ওই শিক্ষিকা একইভাবে শ্লীলতাহানির কেসে ফাঁসিয়েছিলেন । প্রধান শিক্ষক নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের মিড ডে মিল পেটপুরে খাওয়ান । সব দিকে লক্ষ্য রাখেন । ওই শিক্ষিকা চক্রান্ত করছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ওই শিক্ষিকাসহ আরও কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষকের বিরোধিতা করে থাকেন । আমরা চাই আমাদের প্রধান শিক্ষক থাকুক বদলে ওই শিক্ষিকা এই স্কুল থেকে চলে যাক ।"

ওই অভিভাবক আরও, "প্রধান শিক্ষক আমাদের কাছে ভগবান তুল্য । উনি আসার পর থেকে স্কুলের পরিকাঠামো বদলে গেছে । পঠনপাঠন , মিড ডে মিল সব কিছুতেই উন্নতি হয়েছে । উনি ছ'মাসের মধ্যে স্কুল সংস্কার করেছেন । মেয়েদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেন । উনি কীভাবে এই কাজ করতে পারেন ? "

গতকাল স্কুল খুলতেই চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । অভিভাবকরা ওই সহ শিক্ষিকার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন । তাঁরা সবাই প্রধান শিক্ষকের পাশে দাঁড়ান । উত্তেজনা ছড়ালে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

Intro:প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহ শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় বহরমপুরের কৃষ্ণনাথ কলে স্কুল। Body:বহরমপুর - প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন ওই বিদ্যালয়ের সহ শিক্ষিকা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে স্কুল শুরু হতেই তোলপাড় শুরু হয়। ঘটনাটি বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রাথমিক বিভাগের। এই ঘটনায় অভিভাবকদের একাংশ প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন। এদিন উত্তেজনা ছড়ালে বহরমপুর থানার পুলিশ এসে সামাল দেয়।
সহ শিক্ষিকা সত্যবতী পালের অভিযোগ প্রধান শিক্ষকের ঘরে কিছু দরকারি নথি আনতে গেলে তিনি তাঁর গায়ে হাত দেন, শাড়ি টেনে ধরেন। সত্যবতী পাল বাধা দিয়ে বেড়িয়ে আসেন বলে জানান। এরপর তিনি বহরমপুর থানায় প্রধান শিক্ষক সদীপ্ত সিনহার বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করেন।
বুধবার সকালে স্কুল খুলতেই সেই ঘটনা নিয়ে তোলপাড় শুরু। অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা। অভিভাবকরা সত্যবতী পালের অভিযোগ মিথ্যা দাবি।করে প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষক শিক্ষিকাদের আকচা আকচির জেরে পড়ুয়াদের পঠন পাঠনে প্রভাব পড়েছে বলে দাবি অভিভাবকদের। নশো পড়ুয়া রয়েছে এই সরকারি স্কুলে।Conclusion:প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দ্রুত স্কুলের পঠন পাঠন ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.