ETV Bharat / sports

দু’গোলে পিছিয়ে পড়ে 4 গোল, দুরন্ত প্রত্যাবর্তনে ফের জয়ের সরণিতে ইস্টবেঙ্গল - EAST BENGAL IN ISL

দু’গোলে পিছিয়ে থেকে চার গোল দেওয়ার গল্প রয়েছে ইস্টবেঙ্গলের সোনালি অতীতে । আইএসএলের মঞ্চে কোনও দিন এই ছবি দেখা যায়নি ।

East Bengal
দুরন্ত প্রত্যাবর্তনে ফের জয়ের সরণিতে ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

কলকাতা, 17 ডিসেম্বর: দু’গোলে পিছিয়ে পড়ে চার গোল । প্রত্যাঘাতের নতুন ছবি ইস্টবেঙ্গলের । ফের জয়ে ফিরল লাল-হলুদ ব্রিগেড । পঞ্জাব এফসিকে 4-2 গোলে উড়িয়ে দশ পয়েন্টে পৌঁছল অস্কার ব্রুঁজোর ছেলেরা । পয়েন্ট টেবিলের অবস্থানে বদল হল না । কিন্তু প্রতিকূল পরিস্থিতি সামলে জোরালো প্রত্যাবর্তন সম্ভব, এই বিশ্বাস মাঠে করে দেখাল ইস্টবেঙ্গল ।

মাঝমাঠের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার সাউল ক্রেসপো, জিকসন সিং, মাদিহ তালাল নেই । আনোয়ারকে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলিয়ে হিজাজি মাহেরের সঙ্গে হেক্টর ইউস্তেকে জুড়ে রক্ষণ জমাট করার ছক সাজিয়েছিলেন অস্কার । আক্রমণে ক্লেইটন সিলভার সঙ্গে ডেভিডকে দিয়ে পঞ্জাব রক্ষণ ভাঙার নির্দেশ । স্ট্র্যাটেজি, কৌশল থাকে খাতায়-কলমে । মাঠে সাফল্য আসে মরিয়া মনোভাবের যোগফলে । মঙ্গলবার সন্ধ্যায় ইস্টবেঙ্গলের জয় সেই মরিয়া মনোভাবের উজ্জ্বল প্রকাশ ।

কী বলছেন অস্কার ব্রুঁজো ? (ইটিভি ভারত)

প্রথমার্ধে 21 মিনিটে পুলগা ভিদালের পাস থেকে আসমিরার গোলে প্রমাদ গুনেছিলেন মাঠে উপস্থিত লাল-হলুদ সমর্থকরা । বিরতির পাঁচ মিনিট আগে পুলগা ভিদালের বাঁ-পায়ের অনবদ্য গোলে লাল-হলুদ গ্যালারিতে শ্মশানের নীরবতা । পঞ্জাব শিবিরে তখন জয়ের জোরালো সম্ভাবনা আঁচ করে নিশ্চিন্তের আবহ ।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের অবিশ্বাস্য পরিবর্তন । মহেশ নওরেম সিংকে তুলে নিয়ে পিভি বিষ্ণুকে নামান অস্কার । এই পরিবর্তনেই খেলা বদল । 47 মিনিটে ক্লেইটনের ফ্রি-কিক থেকে বলে মাথা ছুঁইয়ে ব্যবধান কমান হিজাজি মাহের । সেই প্রত্যাবর্তনের শুরু । সাত মিনিট পরে 54 মিনিটে রাকিপের সেন্টার থেকে পিভি বিষ্ণুর গোল । 0-2 থেকে 2-2 । ইস্টবেঙ্গল তখন প্রত্যাবর্তনের নেশায় মগ্ন ।

দু’গোলে এগিয়ে থেকে প্রতিপক্ষ সমতা ফিরিয়েছে দেখে পঞ্জাব এফসি ব্যাকফুটে । 60 মিনিটে নন্দকুমারের পাস বিপদমুক্ত করতে গিয়ে বল জালে পাঠান পঞ্জাব এফসির ডিফেন্ডার মিতেই । 3-2 । হারের শঙ্কা থেকে ড্রয়ের আশা ছাপিয়ে জয়ের জোরালো সম্ভাবনা ইস্টবেঙ্গলে । 64 মিনিটে লুঙডিম লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়াতে কাজ সহজ হয়ে যায় ইস্টবেঙ্গলের । ফলশ্রুতিতে 67 মিনিটে বিষ্ণুর সেন্টার থেকে শরীর ছুঁড়ে হেড করে 4-2 করেন ডেভিড । দিয়ামান্তাকোস নেই । ক্লেইটনেক সঙ্গে জুটি বেঁধে গোল করলেন এবং ভরসা দিলেন ডেভিড । ম্যচের সেরার পুরস্কার জিতলেন ।
দু’গোলে পিছিয়ে থেকে চার গোল দেওয়ার গল্প রয়েছে ইস্টবেঙ্গলের সোনালি অতীতে । আইএসএলের মঞ্চে কোনও দিন এই ছবি দেখা যায়নি । যা অস্কার ব্রুঁজোর অধীনে ইস্টবেঙ্গল করে দেখাল ।

আরও পড়ুন

কলকাতা, 17 ডিসেম্বর: দু’গোলে পিছিয়ে পড়ে চার গোল । প্রত্যাঘাতের নতুন ছবি ইস্টবেঙ্গলের । ফের জয়ে ফিরল লাল-হলুদ ব্রিগেড । পঞ্জাব এফসিকে 4-2 গোলে উড়িয়ে দশ পয়েন্টে পৌঁছল অস্কার ব্রুঁজোর ছেলেরা । পয়েন্ট টেবিলের অবস্থানে বদল হল না । কিন্তু প্রতিকূল পরিস্থিতি সামলে জোরালো প্রত্যাবর্তন সম্ভব, এই বিশ্বাস মাঠে করে দেখাল ইস্টবেঙ্গল ।

মাঝমাঠের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার সাউল ক্রেসপো, জিকসন সিং, মাদিহ তালাল নেই । আনোয়ারকে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলিয়ে হিজাজি মাহেরের সঙ্গে হেক্টর ইউস্তেকে জুড়ে রক্ষণ জমাট করার ছক সাজিয়েছিলেন অস্কার । আক্রমণে ক্লেইটন সিলভার সঙ্গে ডেভিডকে দিয়ে পঞ্জাব রক্ষণ ভাঙার নির্দেশ । স্ট্র্যাটেজি, কৌশল থাকে খাতায়-কলমে । মাঠে সাফল্য আসে মরিয়া মনোভাবের যোগফলে । মঙ্গলবার সন্ধ্যায় ইস্টবেঙ্গলের জয় সেই মরিয়া মনোভাবের উজ্জ্বল প্রকাশ ।

কী বলছেন অস্কার ব্রুঁজো ? (ইটিভি ভারত)

প্রথমার্ধে 21 মিনিটে পুলগা ভিদালের পাস থেকে আসমিরার গোলে প্রমাদ গুনেছিলেন মাঠে উপস্থিত লাল-হলুদ সমর্থকরা । বিরতির পাঁচ মিনিট আগে পুলগা ভিদালের বাঁ-পায়ের অনবদ্য গোলে লাল-হলুদ গ্যালারিতে শ্মশানের নীরবতা । পঞ্জাব শিবিরে তখন জয়ের জোরালো সম্ভাবনা আঁচ করে নিশ্চিন্তের আবহ ।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের অবিশ্বাস্য পরিবর্তন । মহেশ নওরেম সিংকে তুলে নিয়ে পিভি বিষ্ণুকে নামান অস্কার । এই পরিবর্তনেই খেলা বদল । 47 মিনিটে ক্লেইটনের ফ্রি-কিক থেকে বলে মাথা ছুঁইয়ে ব্যবধান কমান হিজাজি মাহের । সেই প্রত্যাবর্তনের শুরু । সাত মিনিট পরে 54 মিনিটে রাকিপের সেন্টার থেকে পিভি বিষ্ণুর গোল । 0-2 থেকে 2-2 । ইস্টবেঙ্গল তখন প্রত্যাবর্তনের নেশায় মগ্ন ।

দু’গোলে এগিয়ে থেকে প্রতিপক্ষ সমতা ফিরিয়েছে দেখে পঞ্জাব এফসি ব্যাকফুটে । 60 মিনিটে নন্দকুমারের পাস বিপদমুক্ত করতে গিয়ে বল জালে পাঠান পঞ্জাব এফসির ডিফেন্ডার মিতেই । 3-2 । হারের শঙ্কা থেকে ড্রয়ের আশা ছাপিয়ে জয়ের জোরালো সম্ভাবনা ইস্টবেঙ্গলে । 64 মিনিটে লুঙডিম লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়াতে কাজ সহজ হয়ে যায় ইস্টবেঙ্গলের । ফলশ্রুতিতে 67 মিনিটে বিষ্ণুর সেন্টার থেকে শরীর ছুঁড়ে হেড করে 4-2 করেন ডেভিড । দিয়ামান্তাকোস নেই । ক্লেইটনেক সঙ্গে জুটি বেঁধে গোল করলেন এবং ভরসা দিলেন ডেভিড । ম্যচের সেরার পুরস্কার জিতলেন ।
দু’গোলে পিছিয়ে থেকে চার গোল দেওয়ার গল্প রয়েছে ইস্টবেঙ্গলের সোনালি অতীতে । আইএসএলের মঞ্চে কোনও দিন এই ছবি দেখা যায়নি । যা অস্কার ব্রুঁজোর অধীনে ইস্টবেঙ্গল করে দেখাল ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.