কলকাতা, 17 ডিসেম্বর: মহানগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু । ঘটনাস্থল কলকাতার বড়তলা থানা এলাকার গৌরীশংকর লেন । মৃত যুবকের নাম শেখ নজরুল ইসলাম । আদতে তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তাঁকে গৌরীশংকর লেনের একটি ঘর থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বড়তলা থানায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ৷ সেখান থেকে ওই যুবককে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ।
তবে শেষ রক্ষা হয়নি ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপর খবর দেওয়া হয় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের । গোয়েন্দারা ঘটনাস্থলে গিয়ে ভালোভাবে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করেন ।
জানা গিয়েছে, ওই যুবকের দেহের বাহ্যিক অংশে কোনও আঘাতে চিহ্ন পরিলক্ষিত হয়নি । তবে ওই যুবক কীভাবে মারা গেলেন, তা জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।
এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, ‘‘আমরা তথ্য জোগাড় করার চেষ্টা করছি এবং পরিবারের সদস্যদের আমরা খবর দিয়েছি । ইতিমধ্যেই থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে ।’’
ওই যুবক পশ্চিম মেদিনীপুর থেকে গৌরীশংকর লেনে কী করতে এসেছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ পাশাপাশি তাঁর ফোন কলের ডিটেল পরীক্ষা করে দেখছে পুলিশ ৷ ওই যুবকের কাছে কেউ এসেছিলেন কি না, সেটা জানার জন্য আশপাশের এলাকায় থাকা সিসিটিভির ফুটেজ পরীক্ষা করছে পুলিশ ৷
দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট ৷