ETV Bharat / state

লালগোলায় মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার 6 যুবক-যুবতি - Murshidabad

লালগোলা স্টেশন সংলগ্ন একটি হোটেলে সাদা পোশাকে হানা দেয় লালগোলা থানার পুলিশ। সেখান থেকে তিনজন যুবতি ও তিনজন যুবককে মধুচক্রের আসর থেকেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে হোটেল মালিককে। অবশেষে মধুচক্রের আসর বন্ধে পুলিশ পদক্ষেপ নেওয়ায় খুশি বাসিন্দারা।

লালগোলায় মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার তিনজোড়া যুবক-যুবতি
লালগোলায় মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার তিনজোড়া যুবক-যুবতি
author img

By

Published : Jan 30, 2021, 9:55 PM IST

লালগোলা, 30 জানুয়ারি : হোটেলে মধুচক্রের আসরে হানা দিয়ে তিন জোড়া যুবক-যুবতিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে হোটেল মালিককেও। এদিন সাদা পোশাকে এসে ওই হোটেলে হানা দিয়েছিল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ। আগামীকাল ধৃতদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লালগোলার হোটেলগুলি এখন মধুচক্রের আসরে সরগরম। দিনেও মধুচক্রের রমরমা। স্থানীয় মানুষ এই নিয়ে বারবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। বাসিন্দাদের একাংশের দাবি, পুলিশের সঙ্গে যোগসাজস করেই দেহ ব্যবসার কারবার চালায় হোটেল মালিকরা।

আরও পড়ুন : হেমতাবাদে যুবক খুন, ঘটনাস্থান পরিদর্শন করলেন রায়গঞ্জ পুলিশ সুপার

এদিন লালগোলা স্টেশন সংলগ্ন একটি হোটেলে সাদা পোশাকে হানা দেয় লালগোলা থানার পুলিশ। সেখান থেকে তিনজন যুবতি ও তিনজন যুবককে মধুচক্রের আসর থেকেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে হোটেল মালিককে। অবশেষে মধুচক্রের আসর বন্ধে পুলিশ পদক্ষেপ নেওয়ায় খুশি বাসিন্দারা।

লালগোলা, 30 জানুয়ারি : হোটেলে মধুচক্রের আসরে হানা দিয়ে তিন জোড়া যুবক-যুবতিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে হোটেল মালিককেও। এদিন সাদা পোশাকে এসে ওই হোটেলে হানা দিয়েছিল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ। আগামীকাল ধৃতদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লালগোলার হোটেলগুলি এখন মধুচক্রের আসরে সরগরম। দিনেও মধুচক্রের রমরমা। স্থানীয় মানুষ এই নিয়ে বারবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। বাসিন্দাদের একাংশের দাবি, পুলিশের সঙ্গে যোগসাজস করেই দেহ ব্যবসার কারবার চালায় হোটেল মালিকরা।

আরও পড়ুন : হেমতাবাদে যুবক খুন, ঘটনাস্থান পরিদর্শন করলেন রায়গঞ্জ পুলিশ সুপার

এদিন লালগোলা স্টেশন সংলগ্ন একটি হোটেলে সাদা পোশাকে হানা দেয় লালগোলা থানার পুলিশ। সেখান থেকে তিনজন যুবতি ও তিনজন যুবককে মধুচক্রের আসর থেকেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে হোটেল মালিককে। অবশেষে মধুচক্রের আসর বন্ধে পুলিশ পদক্ষেপ নেওয়ায় খুশি বাসিন্দারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.