কান্দি, 3 মে : পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের চেষ্টা রুখলেন গ্রামবাসী। ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি পৌরসভার অন্তর্গত 4 নং ওয়ার্ডের লাহিড়ি পাড়া এলাকার ।
8 মার্চ কার্তিক কর্মকার নামে এক ব্যক্তি পুকুর ভরাট করে নির্মাণকাজ শুরু করেছিলেন বলে অভিযোগ । কিন্তু এই ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ জানালে প্রশাসনের তৎপরতায় সেই কাজ বন্ধ হয়ে যায় । গতকাল স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, পুনরায় কাজ শুরু হয়েছে । কাজ শুরু হওয়ার কারণ জানতে চাওয়া হলে কার্তিক কর্মকারের পরিবার জানায়, তাদের ভাইস চেয়ারম্যান এবং থানার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে । এরপর স্থানীয়রা পৌরসভার ভাইস চেয়ারম্যান ও থানাকে খবর দেন ।
ভাইস চেয়ারম্যান অজয় বড়াল ওই ওয়ার্ডেরই বাসিন্দা । তিনি ঘটনাস্থানে এসে কাজের ব্যাখ্যা চাইলে অভিযুক্তরা জানান, তাঁদের থানার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে । এদিকে সেই অনুমতিপত্র দেখাতে বলা হলে তাঁরা বলেন পুকুর ভরাট করে নির্মাণটি তৈরি করার জন্য তাঁরা মৌখিক অনুমতি পেয়েছিলেন । তার জন্য কাজ শুরু করেছিলেন ।
যদিও অজয় বড়াল কাজ বন্ধের নির্দেশ দেন । বিক্ষুব্ধ এলাকাবাসী কাজের সমস্ত সরঞ্জাম ভেঙে দেন । স্থানীয়দের বক্তব্য, পুনরায় পুকুরে জল ভরাটের ব্যবস্থা করে বাঁধ গঠন করে দেওয়া হোক । ঘটনাস্থানে কান্দি থানার পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।