ETV Bharat / state

কান্দি ও নওদা বিধানসভা উপনির্বাচনের নোটিফিকেশন প্রত্যাহার কমিশনের

কান্দি ও নওদা কেন্দ্রের উপনির্বাচনের নোটিফিকেশন প্রত্যাহার করল রাজ্য নির্বাচন কমিশন ।

কান্দি ও নওদা বিধানসভা উপনির্বাচনের নোটিফিকেশন প্রত্যাহার
author img

By

Published : Apr 23, 2019, 3:25 PM IST

কলকাতা, 23 এপ্রিল : কান্দি ও নওদা কেন্দ্রের উপনির্বাচনের নোটিফিকেশন প্রত্যাহার করল রাজ্য নির্বাচন কমিশন । রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে 19 মে উপনির্বাচন হওয়ার কথা । কান্দি ও নওদা ছাড়াও দার্জিলিং, ইসলামপুর, হাবিবপুর (সংরক্ষিত) ও ভাটপাড়া কেন্দ্রগুলিতে নির্বাচন হওয়ার কথা ছিল । অন্য কেন্দ্রগুলিতে মনোনয়ন জমা দেওয়ার দিন একই থাকবে ।

গতকালই উপনির্বাচনের নোটিফিকেশন জারি হয় । আসনগুলিতে মনোনয়ন জমার শেষ দিন 29 এপ্রিল। প্রসঙ্গত 29 এপ্রিল চতুর্থ দফায় বহরমপুরে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন । বিধানসভা উপনির্বাচনে যে কেন্দ্রগুলিতে ভোট হওয়ার কথা ছিল তার মধ্যে কান্দি ও নওদা বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত । যা নিয়ে CPI(M)-এর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় এবং সেই সংক্রান্ত চিঠি কমিশনে পাঠায় তারা । তাদের বক্তব্য, একই কেন্দ্রে একই দিনে কী করে ভোট এবং মনোনয়ন জমা হতে পারে । সেই বিষয়টি উপলব্ধি করেই কান্দি ও নওদা কেন্দ্রের উপনির্বাচনের নোটিফিকেশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

2016 সালে ইসলামপুরে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন কানাহাইয়ালাল আগরওয়াল। তিনি তৃণমূলের টিকিটে লোকসভায় দাঁড়িয়েছেন । হবিবপুরের CPI(M)-র টিকিটে খগেন মুর্মু জিতেছিলেন। সম্প্রতি তিনি BJP-তে যোগ দিয়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন । অপরদিকে নওদা ও কান্দি থেকে 2016 সালে জিতেছিলেন যথাক্রমে আবু তাহের ও অপূর্ব সরকার । তাঁরা তৃণমূলে যোগ দেওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন । দু'জনেই তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে লড়ছেন । অপরদিকে, তৃণমূল থেকে BJP-তে গেছেন অর্জুন সিং । ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ব্যারাকপুর থেকে BJP-র টিকিটে লোকসভায় লড়ছেন । তাই, এই কেন্দ্রগুলিতে হবে উপনির্বাচন ।

কলকাতা, 23 এপ্রিল : কান্দি ও নওদা কেন্দ্রের উপনির্বাচনের নোটিফিকেশন প্রত্যাহার করল রাজ্য নির্বাচন কমিশন । রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে 19 মে উপনির্বাচন হওয়ার কথা । কান্দি ও নওদা ছাড়াও দার্জিলিং, ইসলামপুর, হাবিবপুর (সংরক্ষিত) ও ভাটপাড়া কেন্দ্রগুলিতে নির্বাচন হওয়ার কথা ছিল । অন্য কেন্দ্রগুলিতে মনোনয়ন জমা দেওয়ার দিন একই থাকবে ।

গতকালই উপনির্বাচনের নোটিফিকেশন জারি হয় । আসনগুলিতে মনোনয়ন জমার শেষ দিন 29 এপ্রিল। প্রসঙ্গত 29 এপ্রিল চতুর্থ দফায় বহরমপুরে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন । বিধানসভা উপনির্বাচনে যে কেন্দ্রগুলিতে ভোট হওয়ার কথা ছিল তার মধ্যে কান্দি ও নওদা বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত । যা নিয়ে CPI(M)-এর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় এবং সেই সংক্রান্ত চিঠি কমিশনে পাঠায় তারা । তাদের বক্তব্য, একই কেন্দ্রে একই দিনে কী করে ভোট এবং মনোনয়ন জমা হতে পারে । সেই বিষয়টি উপলব্ধি করেই কান্দি ও নওদা কেন্দ্রের উপনির্বাচনের নোটিফিকেশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

2016 সালে ইসলামপুরে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন কানাহাইয়ালাল আগরওয়াল। তিনি তৃণমূলের টিকিটে লোকসভায় দাঁড়িয়েছেন । হবিবপুরের CPI(M)-র টিকিটে খগেন মুর্মু জিতেছিলেন। সম্প্রতি তিনি BJP-তে যোগ দিয়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন । অপরদিকে নওদা ও কান্দি থেকে 2016 সালে জিতেছিলেন যথাক্রমে আবু তাহের ও অপূর্ব সরকার । তাঁরা তৃণমূলে যোগ দেওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন । দু'জনেই তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে লড়ছেন । অপরদিকে, তৃণমূল থেকে BJP-তে গেছেন অর্জুন সিং । ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ব্যারাকপুর থেকে BJP-র টিকিটে লোকসভায় লড়ছেন । তাই, এই কেন্দ্রগুলিতে হবে উপনির্বাচন ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.