ETV Bharat / state

Death for Dengue : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদে মৃত 1

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে প্রদীপ দাস নামে এক ব্যক্তির (one died in dengue in Murshidabad) ৷ তাঁর বাড়ি লালগোলা থানার সাহাবাদ এলাকায় ।

debgue death in bengal
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদে মৃত 1
author img

By

Published : Jun 24, 2022, 9:12 PM IST

Updated : Jun 24, 2022, 9:32 PM IST

মুর্শিদাবাদ, 24 জুন : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদে মৃত হল 1 জনের (one died in dengue in Murshidabad) ৷ চলতি বছরে ডেঙ্গিতে এটাই প্রথম মৃত্যু জেলায় ৷ করোনা সংক্রমণ শুরুর পর ডেঙ্গি আক্রান্ত হয়ে এই প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার অমিয় কুমার বেরা ৷ সম্ভবত চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু ৷ মৃতের নাম প্রদীপ দাস (50) ।

জানা গিয়েছে, মৃতের বাড়ি লালগোলা থানার সাহাবাদ এলাকায় । মুর্শিদাবাদে ডেঙ্গিতে এই মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অমিয় কুমার বেরা এই প্রসঙ্গে বলেন, "সোমবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রদীপ দাস । রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে । চিকিৎসা চলছিল । চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে ।"

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদে মৃত 1

আরও পড়ুন : 30 জুনের মধ্যে অঙ্কিতার পদে ববিতাকে নিয়োগের নির্দেশ, দিতে হবে অঙ্কিতার বেতনের ফেরতের টাকাও

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন জ্বরে ভুগছিলেন প্রদীপ দাস । স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করাচ্ছিলেন তিনি । চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করিয়ে ডেঙ্গি ধরা পরে তাঁর । সোমবার তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভরতি করা হয় । ফের রক্তে পরীক্ষা হলে, তাতেও ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে৷ আইসোলেসন ওয়ার্ডে চিকিৎসা চলছিল তাঁর । সেখানেই বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় প্রদীপ দাসের । ডেঙ্গি দমনে ইতিমধ্যেই জেলায় শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার ৷ লালগোলায় পাঠানো হয়েছে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষক দল ।

মুর্শিদাবাদ, 24 জুন : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদে মৃত হল 1 জনের (one died in dengue in Murshidabad) ৷ চলতি বছরে ডেঙ্গিতে এটাই প্রথম মৃত্যু জেলায় ৷ করোনা সংক্রমণ শুরুর পর ডেঙ্গি আক্রান্ত হয়ে এই প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার অমিয় কুমার বেরা ৷ সম্ভবত চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু ৷ মৃতের নাম প্রদীপ দাস (50) ।

জানা গিয়েছে, মৃতের বাড়ি লালগোলা থানার সাহাবাদ এলাকায় । মুর্শিদাবাদে ডেঙ্গিতে এই মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অমিয় কুমার বেরা এই প্রসঙ্গে বলেন, "সোমবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রদীপ দাস । রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে । চিকিৎসা চলছিল । চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে ।"

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদে মৃত 1

আরও পড়ুন : 30 জুনের মধ্যে অঙ্কিতার পদে ববিতাকে নিয়োগের নির্দেশ, দিতে হবে অঙ্কিতার বেতনের ফেরতের টাকাও

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন জ্বরে ভুগছিলেন প্রদীপ দাস । স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করাচ্ছিলেন তিনি । চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করিয়ে ডেঙ্গি ধরা পরে তাঁর । সোমবার তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভরতি করা হয় । ফের রক্তে পরীক্ষা হলে, তাতেও ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে৷ আইসোলেসন ওয়ার্ডে চিকিৎসা চলছিল তাঁর । সেখানেই বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় প্রদীপ দাসের । ডেঙ্গি দমনে ইতিমধ্যেই জেলায় শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার ৷ লালগোলায় পাঠানো হয়েছে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষক দল ।

Last Updated : Jun 24, 2022, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.