ETV Bharat / state

Arms Arrest: দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক বেআইনি অস্ত্রকারবারী - Murshidabad

মুর্শিদাবাদের দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র-সহ এক বেআইনি অস্ত্রকারবারীকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃত অস্ত্রকারবারীর নাম আসাউদ্দিন শেখ ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Doulatabad Police Arrest One Arms Smuggler in Murshidabad
দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক বেআইনি অস্ত্রকারবারি
author img

By

Published : Sep 17, 2021, 6:32 PM IST

দৌলতাবাদ, 17 সেপ্টেম্বর : আগ্নেয়াস্ত্র-সহ এক বেআইনি অস্ত্রকারবারীকে গ্রেফতার করল দৌলতাবাদ থানার পুলিশ ৷ ধৃতের নাম আসাউদ্দিন শেখ ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে দৌলতাবাদ থানার পুলিশ কালপুর মাঠপাড়া এলাকা থেকে ওই অস্ত্রকারবারীকে গ্রেফতার করে ৷ ওই অস্ত্রকারবারীর কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র-সহ এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত আসাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শহরবাসা এলাকায় ৷ জানা গিয়েছে, সে ওই আগ্নেয়াস্ত্রটি কারও কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল ৷ সেই সময়ই পুলিশ আসাউদ্দিনকে হাতেনাতে ধরে ফেলে ৷ অভিযুক্তকে ধরার জন্য পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়েছিল ৷ রাত বারোটা নাগাদ নির্দিষ্ট জায়গায় অস্ত্র বিক্রির জন্য পৌঁছাতেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে ৷

আরও পড়ুন : Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1

কার কাছে এই আগ্নেয়াস্ত্রটি আসাউদ্দিন বিক্রি করছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ এমনকি ওই আগ্নেয়াস্ত্রটি কী কাজে ব্যবহার করার জন্য কেনা হচ্ছিল তাও জানার চেষ্টা করছে হরিহরপাড়া থানার পুলিশ ৷ আজ ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : Crime : বসিরহাটে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত 2 দুষ্কৃতী

দৌলতাবাদ, 17 সেপ্টেম্বর : আগ্নেয়াস্ত্র-সহ এক বেআইনি অস্ত্রকারবারীকে গ্রেফতার করল দৌলতাবাদ থানার পুলিশ ৷ ধৃতের নাম আসাউদ্দিন শেখ ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে দৌলতাবাদ থানার পুলিশ কালপুর মাঠপাড়া এলাকা থেকে ওই অস্ত্রকারবারীকে গ্রেফতার করে ৷ ওই অস্ত্রকারবারীর কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র-সহ এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত আসাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শহরবাসা এলাকায় ৷ জানা গিয়েছে, সে ওই আগ্নেয়াস্ত্রটি কারও কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল ৷ সেই সময়ই পুলিশ আসাউদ্দিনকে হাতেনাতে ধরে ফেলে ৷ অভিযুক্তকে ধরার জন্য পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়েছিল ৷ রাত বারোটা নাগাদ নির্দিষ্ট জায়গায় অস্ত্র বিক্রির জন্য পৌঁছাতেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে ৷

আরও পড়ুন : Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1

কার কাছে এই আগ্নেয়াস্ত্রটি আসাউদ্দিন বিক্রি করছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ এমনকি ওই আগ্নেয়াস্ত্রটি কী কাজে ব্যবহার করার জন্য কেনা হচ্ছিল তাও জানার চেষ্টা করছে হরিহরপাড়া থানার পুলিশ ৷ আজ ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : Crime : বসিরহাটে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত 2 দুষ্কৃতী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.