ETV Bharat / state

ভয় পেয়েই RSS-কে টেনে আনছেন, মমতাকে কটাক্ষ দিলীপের

আজ বহরমপুরে দলীয় প্রার্থীর প্রচারে আসেন BJP-র রাজ্য সভাপতি। সেখানে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "হেরে যাওয়ার ভয়ে RSS-কে টেনে আনছেন।"

দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 16, 2019, 8:30 PM IST

বহরমপুর, 16 এপ্রিল : "RSS রাজনীতি করে না। উনি নিজেও জানেন। একদিন উনিই RSS-র প্রশংসা করেছিলেন। আজ ভয় পেয়েই RSS-কে টেনে নিয়ে আসছেন।" গতকাল বেলডাঙার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের RSS-এর টাকা বিলির অভিযোগ প্রসঙ্গে আজ বহরমপুরে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কথা বলেন। পাশাপাশি মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "ওঁর সব দোকান বন্ধ হয়ে গেছে। কেউ আর ডাকে না। তাই বাইরে যাওয়ার প্রশ্ন ওঠে না।"

আজ বহরমপুরে দলীয় প্রার্থীর প্রচারে আসেন BJP-র রাজ্য সভাপতি। BJP-র জেলা কার্যালয় থেকে প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্যকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে প্রচারে বের হন। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। RSS নির্বাচনে টাকা বিলি করছে। মমতার এই অভিযোগের উত্তরে তিনি বলেন, "হেরে যাওয়ার ভয়ে RSS-কে টেনে আনছেন। লড়াইটা শুরুতেই শেষ হয়ে গেছে। রবিবাবুর কথায় বোঝা গেছে ওরা আর ময়দানে নেই।"

এদিকে বহরমপুরে প্রচারে বাংলাদেশের চিত্র তারকাকে এনেছে তৃণমূল। তার জবাবে দিলীপবাবু বলেন, "ভোটার কম পড়লে অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের নিয়ে আসতে হয়। স্টার কম পড়লে বাংলাদেশ থেকে আনতে হবে। কবে উনি ইমরান খানকে আনছেন দেখব।"

কংগ্রেসের তোলা নরেন্দ্র মোদির হেলিকপ্টারের বাক্স প্রসঙ্গে অভিযোগ নিয়ে বলেন, "23 তারিখ সব রহস্য উন্মোচন হয়ে যাবে।"

বহরমপুর, 16 এপ্রিল : "RSS রাজনীতি করে না। উনি নিজেও জানেন। একদিন উনিই RSS-র প্রশংসা করেছিলেন। আজ ভয় পেয়েই RSS-কে টেনে নিয়ে আসছেন।" গতকাল বেলডাঙার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের RSS-এর টাকা বিলির অভিযোগ প্রসঙ্গে আজ বহরমপুরে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কথা বলেন। পাশাপাশি মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "ওঁর সব দোকান বন্ধ হয়ে গেছে। কেউ আর ডাকে না। তাই বাইরে যাওয়ার প্রশ্ন ওঠে না।"

আজ বহরমপুরে দলীয় প্রার্থীর প্রচারে আসেন BJP-র রাজ্য সভাপতি। BJP-র জেলা কার্যালয় থেকে প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্যকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে প্রচারে বের হন। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। RSS নির্বাচনে টাকা বিলি করছে। মমতার এই অভিযোগের উত্তরে তিনি বলেন, "হেরে যাওয়ার ভয়ে RSS-কে টেনে আনছেন। লড়াইটা শুরুতেই শেষ হয়ে গেছে। রবিবাবুর কথায় বোঝা গেছে ওরা আর ময়দানে নেই।"

এদিকে বহরমপুরে প্রচারে বাংলাদেশের চিত্র তারকাকে এনেছে তৃণমূল। তার জবাবে দিলীপবাবু বলেন, "ভোটার কম পড়লে অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের নিয়ে আসতে হয়। স্টার কম পড়লে বাংলাদেশ থেকে আনতে হবে। কবে উনি ইমরান খানকে আনছেন দেখব।"

কংগ্রেসের তোলা নরেন্দ্র মোদির হেলিকপ্টারের বাক্স প্রসঙ্গে অভিযোগ নিয়ে বলেন, "23 তারিখ সব রহস্য উন্মোচন হয়ে যাবে।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.