ETV Bharat / state

বহরমপুর লোকসভায় আমাকে হারিয়ে দেখান, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের

author img

By

Published : Feb 26, 2019, 9:54 PM IST

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন অধীর চৌধুরি। বললেন, "আগে বহরমপুর লোকসভায় আমার সঙ্গে লড়াই করে জিতে দেখান। তারপর প্রধানমন্ত্রী হবেন।"

কংগ্রেস নেতা অধীর চৌধুরি

বহরমপুর, ২৬ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীকে বহরমপুর লোকসভায় প্রার্থী হয়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। বললেন, "আগে বহরমপুর লোকসভায় আমার সঙ্গে লড়াই করে জিতে দেখান। তারপর প্রধানমন্ত্রী হবেন।"

বহরমপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে অনেক আগে থেকেই নিজের ঘুঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। অধীর চৌধুরিকে হারাতে না পারলে মুর্শিদাবাদের দায়িত্ব ছেড়ে দেবেন বলে প্রকাশ্য সভা থেকে ঘোষণাও করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীও বলেন, এবারের লোকসভায় ৪২-এ ৪২টা আসন পাবে তৃণমূল। আজ এই প্রসঙ্গ ধরেই অধীর চৌধুরি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন ৪২-এ ৪২টা আসন দখল করবেন তিনি। তার মানে তিনি প্রধানমন্ত্রী হতে চান। এখন মমতা ব্যানার্জি বায়না ধরেছেন তিনি প্রধানমন্ত্রী হবেন। তাহলে বাংলায় আসনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক। কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাকে হারানো যাবে না। আবার BJP বলেছে ২৩টা আসন নেবে। মুখ্যমন্ত্রী বলছেন ৪২টা আসন নেবেন। এখানেই তো ৬৫টা আসন হয়ে গেল। তাহলে মুখ্যমন্ত্রী আমায় হারিয়ে দেখাক।"

শুনুন অধীর চৌধুরির বক্তব্য

তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "বহরমপুর লোকসভায় আমাকে হারিয়ে প্রমাণ করে দিন আপনি প্রকৃত জননেত্রী। তারপর প্রধানমন্ত্রী হওয়ার বায়না করবেন। আপনার আমচা, চামচা, গোরু, ছাগলের সঙ্গে নয়। আপনার সঙ্গে লড়তে চাই আমি। আপনি প্রকৃত জনপ্রতিনিধি না কি আমি প্রকৃত জনপ্রতিনিধি সেটা প্রমাণ হবে। আপনার পুলিশ, প্রশাসন, সরকার। আপনার হাতে সব শ্রী(কন্যাশ্রী, যুবশ্রী)। তারপরও খোলা মঞ্চ থেকে আপনাকে চ্যালেঞ্জ করছি আমাকে হারিয়ে দেখান।"

পাশাপাশি আজ বেলডাঙা বিধানসভা এলাকার চারটি পঞ্চায়েত থেকে ৪০০ জনের হাতে কংগ্রেসের পতাকা ধরান অধীরবাবু। দলে যোগদানকারীদের মধ্যে ২০০ জন তৃণমূল কংগ্রেস থেকে যোগ দেন। বাকিরা CPI(M) থেকে যোগ দেন। এই নিয়ে অধীরবাবু বলেন, "তৃণমূল একটা দল নয়। তৃণমূল একটা গ্যাং। যারা লুটেপুটে খেতে চায় তারাই থাকবে বাকিরা কংগ্রেসে আসতে শুরু করেছে।"

বহরমপুর, ২৬ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীকে বহরমপুর লোকসভায় প্রার্থী হয়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। বললেন, "আগে বহরমপুর লোকসভায় আমার সঙ্গে লড়াই করে জিতে দেখান। তারপর প্রধানমন্ত্রী হবেন।"

বহরমপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে অনেক আগে থেকেই নিজের ঘুঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। অধীর চৌধুরিকে হারাতে না পারলে মুর্শিদাবাদের দায়িত্ব ছেড়ে দেবেন বলে প্রকাশ্য সভা থেকে ঘোষণাও করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীও বলেন, এবারের লোকসভায় ৪২-এ ৪২টা আসন পাবে তৃণমূল। আজ এই প্রসঙ্গ ধরেই অধীর চৌধুরি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন ৪২-এ ৪২টা আসন দখল করবেন তিনি। তার মানে তিনি প্রধানমন্ত্রী হতে চান। এখন মমতা ব্যানার্জি বায়না ধরেছেন তিনি প্রধানমন্ত্রী হবেন। তাহলে বাংলায় আসনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক। কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাকে হারানো যাবে না। আবার BJP বলেছে ২৩টা আসন নেবে। মুখ্যমন্ত্রী বলছেন ৪২টা আসন নেবেন। এখানেই তো ৬৫টা আসন হয়ে গেল। তাহলে মুখ্যমন্ত্রী আমায় হারিয়ে দেখাক।"

শুনুন অধীর চৌধুরির বক্তব্য

তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "বহরমপুর লোকসভায় আমাকে হারিয়ে প্রমাণ করে দিন আপনি প্রকৃত জননেত্রী। তারপর প্রধানমন্ত্রী হওয়ার বায়না করবেন। আপনার আমচা, চামচা, গোরু, ছাগলের সঙ্গে নয়। আপনার সঙ্গে লড়তে চাই আমি। আপনি প্রকৃত জনপ্রতিনিধি না কি আমি প্রকৃত জনপ্রতিনিধি সেটা প্রমাণ হবে। আপনার পুলিশ, প্রশাসন, সরকার। আপনার হাতে সব শ্রী(কন্যাশ্রী, যুবশ্রী)। তারপরও খোলা মঞ্চ থেকে আপনাকে চ্যালেঞ্জ করছি আমাকে হারিয়ে দেখান।"

পাশাপাশি আজ বেলডাঙা বিধানসভা এলাকার চারটি পঞ্চায়েত থেকে ৪০০ জনের হাতে কংগ্রেসের পতাকা ধরান অধীরবাবু। দলে যোগদানকারীদের মধ্যে ২০০ জন তৃণমূল কংগ্রেস থেকে যোগ দেন। বাকিরা CPI(M) থেকে যোগ দেন। এই নিয়ে অধীরবাবু বলেন, "তৃণমূল একটা দল নয়। তৃণমূল একটা গ্যাং। যারা লুটেপুটে খেতে চায় তারাই থাকবে বাকিরা কংগ্রেসে আসতে শুরু করেছে।"


Chandigarh, Feb 26 (ANI): After the news of Indian Air Force (IAF) striking terror launch pads of Jaish-e-Mohammad (JeM) in Pakistan occupied Kashmir (PoK) came out , Punjab Chief Minister Captain Amarinder Singh said, "The government has taken the decision which was the strike on to these three terrorists camps. I congratulate the Indian Air Force. The whole country is with them .On this occasion of gallantry displayed by the Air Force, whole state is under alert. Tomorrow I will be touring the border zone. We are absolutely ready for any eventuality that may take place. I told the Union Home Minister (Rajnath Singh) that if there is anything that Punjab can do we are there to for the defence of our country." Earlier in the day, major terror camps of JeM were destroyed in IAF strikes in PoK. Around 1000 kg of explosion was used in the strikes.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.