ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রণক্ষেত্র বেলডাঙা, আগুন ও ভাঙচুর - Cab ও Nrc র প্রতিবাদ

বেলডাঙা বড়ুয়া মোড়ে জমিয়ত উলামায়ে হিন্দের তরফে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও NRC-র প্রতিবাদ বিক্ষোভ দেখায় কয়েক হাজার মানুষ । জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । স্টেশনে আগুন লাগিয়ে ভাঙচুর করা হয় । রাস্তায় পোড়ানো হয় টায়ার । ভাঙচুর চালানো হয় রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সের উপরও । পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ ।

image
বেলডাঙায় উত্তেজনা
author img

By

Published : Dec 13, 2019, 4:45 PM IST

Updated : Dec 14, 2019, 12:02 AM IST

বেলডাঙা, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও NRC- র প্রতিবাদে অগ্নিগর্ভ বেলডাঙা । বেলডাঙা রেল স্টেশনে আগুন লাগাল উত্তেজিত জনতা । আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়ে । পুলিশের গাড়ি সহ অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় ৷ আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মী । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও NRC- র প্রতিবাদে অগ্নিগর্ভ বেলডাঙা

বেলডাঙা বড়ুয়া মোড়ে জমিয়ত উলামায়ে হিন্দের তরফে নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 ও NRC-র প্রতিবাদে আজ বিক্ষোভ দেখায় কয়েক হাজার মানুষ । জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । স্টেশনে আগুন লাগিয়ে ভাঙচুর করা হয় । রাস্তায় পোড়ানো হয় টায়ার । ভাঙচুর চালানো হয় রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সে । পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । ভাঙচুর হয় পুলিশের গাড়িতেও । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহরমপুর থেকে RAF ও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে । দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক । বেলডাঙা স্টেশনে ভাঙচুর করা হয় ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ পালটা পুলিশের দিকে সকেট বোম ছোড়া হয় বিক্ষোভকারীদের তরফে ৷

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও আজ বিক্ষোভ হয় ৷ রঘুনাথগঞ্জ থানার ওমরপুরে 34 নম্বর জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । পোড়ানো হয় নরেন্দ্র মোদির কুশপুতুল । অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি ।


শুধু বেলডাঙা বা মুর্শিদাবাদ নয়, এই ইশুতে প্রতিবাদ জানাতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আজ বিক্ষোভ হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে জেলার বিভিন্ন এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

বেলডাঙা, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও NRC- র প্রতিবাদে অগ্নিগর্ভ বেলডাঙা । বেলডাঙা রেল স্টেশনে আগুন লাগাল উত্তেজিত জনতা । আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়ে । পুলিশের গাড়ি সহ অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় ৷ আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মী । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও NRC- র প্রতিবাদে অগ্নিগর্ভ বেলডাঙা

বেলডাঙা বড়ুয়া মোড়ে জমিয়ত উলামায়ে হিন্দের তরফে নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 ও NRC-র প্রতিবাদে আজ বিক্ষোভ দেখায় কয়েক হাজার মানুষ । জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । স্টেশনে আগুন লাগিয়ে ভাঙচুর করা হয় । রাস্তায় পোড়ানো হয় টায়ার । ভাঙচুর চালানো হয় রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সে । পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । ভাঙচুর হয় পুলিশের গাড়িতেও । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহরমপুর থেকে RAF ও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে । দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক । বেলডাঙা স্টেশনে ভাঙচুর করা হয় ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ পালটা পুলিশের দিকে সকেট বোম ছোড়া হয় বিক্ষোভকারীদের তরফে ৷

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও আজ বিক্ষোভ হয় ৷ রঘুনাথগঞ্জ থানার ওমরপুরে 34 নম্বর জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । পোড়ানো হয় নরেন্দ্র মোদির কুশপুতুল । অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি ।


শুধু বেলডাঙা বা মুর্শিদাবাদ নয়, এই ইশুতে প্রতিবাদ জানাতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আজ বিক্ষোভ হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে জেলার বিভিন্ন এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

Intro:সিএবি এনআরসির প্রতবাদে অগ্নিগর্ভ বেলডাঙা। এম্বুলেন্স পুলিশের গাড়িতে ভাঙচুর। আক্রান্ত পুলিশ কর্মী। Body:বেলডাঙা -সিএবি ও এনআরসির প্রতিবাদে অগ্নিগর্ভ বেলডাঙা। প্রতি পুলিশের গাড়ি সহ এম্বুলেন্সে অবাধে ভাঙচুর চালায়। লরিস্থিতি সামাল দিতে গিয়ে নাজেহাল পুলিশ। বহরমপুর থেকে আনা হয়েছে র‍্যাপ ও অতিরিক্ত বাহিনী। ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক।
বেলডাঙা বড়ুয়া মোড়ে জমিয়ত উলামারে হিন্দের ডাকা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিল হাজার হাজার মানুষ। জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। পোড়ান্য হয় টায়ার। ভাঙচুর চালানো হয় রোগী নিয়ে আসা এম্বুলেন্সের উপর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। ভাঙা হয় পুলিশের গাড়িও। উত্তেজনায় টগবগ করছে প্রতিবাদিরা। চলছে সমানে বিক্ষোভ, স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যার্থ পুলিশ প্রশাসন। বহরমপুর থেকে অতিরিক্ত বাহিন্যি আনানো হয়েছে। তবে পুলিশ উত্তেজিত মানুষের ক্ষোভ আন্দাজ করে ধীরে চলো নীতিতেই পরিস্থিতির মোকাবিলায় নেমেছে। শুধু বেলডাঙা নয় মুসলিম সংগঠন ও মৌলভিরা এক হয়ে পথে নামায় উত্তপ্ত গ্যটা জেলা।Conclusion:পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে বিশাল বাহনী।
Last Updated : Dec 14, 2019, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.