ETV Bharat / state

কলা গাছের গুঁড়ির মাঝে গোরু বেঁধে বাংলাদেশে পাচারের চেষ্টা, গ্রেপ্তার 3 - BSF

দু'দিকে দুটো কলা গাছের গুঁড়ি । মাঝখানে শক্ত-পোক্ত করে বাধা হয়েছে গোরু। মুখ বাঁধা । যাতে আওয়াজ না করতে পারে । ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন । এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দু'শোর বেশি গোরু ।

গোরু পাচার
author img

By

Published : Jul 18, 2019, 1:50 AM IST

Updated : Jul 18, 2019, 7:27 AM IST

কলকাতা, 18 জুলাই : রীতিমতো অমানবিক ! কলা গাছের গুঁড়ির মাঝে গোরু বেঁধে জলে ভাসিয়ে দেওয়া । উত্তরবঙ্গের বন্যায় ফুঁসে ওঠা গঙ্গাকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গোরু পাচারের ছক কষেছে স্মাগলাররা । তৎপরতার সঙ্গে তার অনেকটাই ঠেকাতে সক্ষম হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী । গ্রেপ্তার তিন বাংলাদেশি পাচারকারী ৷ উদ্ধার 224টি গোরু ৷

cow
এভাবেই গোরু পাচারের চেষ্টা চলছিল

দু'দিকে দুটো কলা গাছের গুঁড়ি । মাঝখানে শক্ত-পোক্ত করে বাধা হয়েছে গোরু। মুখ বাঁধা । যাতে আওয়াজ না করতে পারে । ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন । এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দু'শোর বেশি গোরু । বিশেষ প্রযুক্তিতে তা বুঝতে পারে BSF । তারপর স্মাগলিং ঠেকাতে স্পিডবোট নিয়ে বেরিয়ে পড়া । পাচারকারীদের সঙ্গে রীতিমতো লড়াই চালিয়ে উদ্ধার করা হয় 103টি গোরু ।

cow
বাঁ দিকে মহম্মদ রকি ডানদিকে জাহিরুল ইসলাম

অন্যদিকে রানিনগর থানা এলাকায় রীতিমতো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাংলাদেশ এবং ভারতীয় স্মাগলাররা ভোররাতে গোরু পাচারের চেষ্টা চালাচ্ছিল । তাদের হাতে ছিল গাঁইতি, তরোয়াল-সহ অন্যান্য অস্ত্রশস্ত্র । BSF জওয়ানরা বুঝতে পারেন, স্মাগলাররা ঘিরে ফেলেছে তাঁদের । আত্মরক্ষার্থে চালাতে হয় দু'রাউন্ড গুলি । অনেক কষ্টের পর ওই এলাকা থেকে 121টি গোরু উদ্ধার করেন জওয়ানরা । গ্রেপ্তার করা হয় বাংলাদেশের রাজশাহীর স্মাগলার জাহিরুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জের মহম্মদ রকি এবং রাজশাহীর মহম্মদ ডালিম রেজ়়াকে । BSF জানতে পেরেছে, এই দলটির সঙ্গে যোগ রয়েছে ভারতীয় দুই স্মাগলারের । তারা হল রানিনগরের বিন্দা মণ্ডল, ইসলামপুরের মুতুজা শেখ । খবর যায় রানিনগর থানায় ৷ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

দেখুন ভিডিয়ো

কলকাতা, 18 জুলাই : রীতিমতো অমানবিক ! কলা গাছের গুঁড়ির মাঝে গোরু বেঁধে জলে ভাসিয়ে দেওয়া । উত্তরবঙ্গের বন্যায় ফুঁসে ওঠা গঙ্গাকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গোরু পাচারের ছক কষেছে স্মাগলাররা । তৎপরতার সঙ্গে তার অনেকটাই ঠেকাতে সক্ষম হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী । গ্রেপ্তার তিন বাংলাদেশি পাচারকারী ৷ উদ্ধার 224টি গোরু ৷

cow
এভাবেই গোরু পাচারের চেষ্টা চলছিল

দু'দিকে দুটো কলা গাছের গুঁড়ি । মাঝখানে শক্ত-পোক্ত করে বাধা হয়েছে গোরু। মুখ বাঁধা । যাতে আওয়াজ না করতে পারে । ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন । এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দু'শোর বেশি গোরু । বিশেষ প্রযুক্তিতে তা বুঝতে পারে BSF । তারপর স্মাগলিং ঠেকাতে স্পিডবোট নিয়ে বেরিয়ে পড়া । পাচারকারীদের সঙ্গে রীতিমতো লড়াই চালিয়ে উদ্ধার করা হয় 103টি গোরু ।

cow
বাঁ দিকে মহম্মদ রকি ডানদিকে জাহিরুল ইসলাম

অন্যদিকে রানিনগর থানা এলাকায় রীতিমতো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাংলাদেশ এবং ভারতীয় স্মাগলাররা ভোররাতে গোরু পাচারের চেষ্টা চালাচ্ছিল । তাদের হাতে ছিল গাঁইতি, তরোয়াল-সহ অন্যান্য অস্ত্রশস্ত্র । BSF জওয়ানরা বুঝতে পারেন, স্মাগলাররা ঘিরে ফেলেছে তাঁদের । আত্মরক্ষার্থে চালাতে হয় দু'রাউন্ড গুলি । অনেক কষ্টের পর ওই এলাকা থেকে 121টি গোরু উদ্ধার করেন জওয়ানরা । গ্রেপ্তার করা হয় বাংলাদেশের রাজশাহীর স্মাগলার জাহিরুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জের মহম্মদ রকি এবং রাজশাহীর মহম্মদ ডালিম রেজ়়াকে । BSF জানতে পেরেছে, এই দলটির সঙ্গে যোগ রয়েছে ভারতীয় দুই স্মাগলারের । তারা হল রানিনগরের বিন্দা মণ্ডল, ইসলামপুরের মুতুজা শেখ । খবর যায় রানিনগর থানায় ৷ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

দেখুন ভিডিয়ো
Intro:কলকাতা, ১৭ জুলাই: রীতিমত অমানবিক কায়দা। কলা গাছের গুড়ির মাঝে গরু বেঁধে জলে ভাসিয়ে দেওয়া। উত্তরবঙ্গের বন্যায় ফুঁসে ওঠা গঙ্গাকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গরু পাচারের ছক কষেছে স্মাগলাররা। তৎপরতার সাথে তার অনেকটাই ঠেকাতে সক্ষম হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে অস্ত্রের ঝনঝনানির সামনে বাধ্য হল দু রাউন্ড গুলি চালাতে। শেষমেষ গ্রেপ্তার করা হলো দুই বাংলাদেশি পাচারকারীকে। উদ্ধার করা হয়েছে 261 টি গরু।
Body:দুদিকে দুটো কলা গাছের গুঁড়ি। মাঝখানে শক্ত পোক্ত হয়ে বাধা হয়েছে গরু। বাধা প্রাণীটির মুখ। যাতে তারা আওয়াজ করতে না পারে। ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন। এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে বুইঝা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দু'শোর বেশি গরু। বিশেষ প্রযুক্তিতে তা বুঝতে পারে বিএসএফ। তারপর স্মাগলিং ঠেকাতে স্পিডবোট নিয়ে বেরিয়ে পড়া। বাংলাদেশ সঙ্গে রীতিমতো লড়াই চালিয়ে উদ্ধার করা হলো 103 টি গরু। Conclusion:অন্যদিকে রাণীনগর থানা এলাকায় রীতিমতো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাংলাদেশ এবং ভারতীয় স্মাগলাররা ভোর রাতে সক্রিয় হয়েছিল গরু পাচার করতে। তাদের হাতে ছিল গাঁইতি, ছুড়ি, তরোয়াল সহ অন্যান্য অস্ত্রশস্ত্র। বিএসএফের জওয়ানরা বুঝতে পারেন, স্মাগলাররা ঘিরে ফেলেছে তাদের। তার মাঝেই স্মাগলিং ঠেকাতে নেমে পড়ে বিএসএফ। আত্মরক্ষার্থে চালাতে হয় দুই রাউন্ড গুলি। অনেক কষ্টের পর ওই এলাকা থেকে 121 টি গরু উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার করা হয় বাংলাদেশের রাজশাহীর স্মাগলার জাহিরুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জের মহম্মদ রকি এবং রাজশাহীর মহম্মদ ডালিম রেজাকে। বিএসএফ জানতে পেরেছে এই দলটির সঙ্গে জড়িত ভারতীয় দুই স্মাগলার। তারা হল রাণীনগরের বিন্দা মন্ডল, ইসলামপুরের মুতুজা শেখ। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাণীনগর থানা।
Last Updated : Jul 18, 2019, 7:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.