মুর্শিদাবাদ, 19 জুন: মুর্শিদাবাদে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির গোয়াল ঘরে বোমা বিস্ফোরণ । ওই কর্মীর নাম মফিজুল মোল্লা । ঘটনাটি ঘটেছে সোমবার রানিনগর থানার নবীর মোড় এলাকায় ৷ বিস্ফোরণে আহতের খবর নেই ৷ তবে গোয়ালঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় ।
স্থানীয়দের তরফে জানা গিয়েছে, দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী মফিজুল মোল্লার বাড়ির পিছনে থাকা গোয়াল ঘরে বোমা বিস্ফোরণ হয় । ওই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা । ঘটনাস্থলের কয়েক হাত দূরত্বে ছিল পুলিশ । তারা ঘটনার খবর পেয়ে সেখানে আসে । বোমা বিস্ফোরণের তীব্রতায় গোয়াল ঘরের টালির চাল উড়ে গিয়েছে । অভিযোগ, মফিজুল মোল্লা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী । টাকা নিয়ে বোমা মজুদ রাখত সে । পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই অশান্তির বাতাবরণ সৃষ্টির উদ্দেশ্যে সেখানে বোমা মজুদ রাখাছিল । ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকা জুড়ে ৷ মফিজুলের পরিবারের সদস্য বজর আলি মোল্লা পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছে বলে জানা গিয়েছে ।
তবে বিস্ফোরণের ঘটনায় মফিজুলের পরিবারের অভিযোগ, সিপিএমের লোকেরা গাড়ি নিয়ে যাওয়ার সময় তাদের গোয়ালঘরে বোমা ছুঁড়েছে । যদিও এই অভিযোগে কতটা সত্যতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । সূত্রের খবর, বালতিতে বোমাগুলি ছিল ৷ তাতেই বিস্ফোরণ ঘটে ৷ ভাঙা বালতি থেকে বারুদের গন্ধ বের হচ্ছিল । বিস্ফোরণে ওই গোয়াল ঘরের টালির ছাদ উড়ে যায় ।
আরও পড়ুন: বনগাঁয় শৌচাগারে বোমা বিস্ফোরণে বালকের মৃত্যু, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত ভোট ৷ তার আগে মুর্শিদাবাদ জেলা যেন ফের একবার বারুদের স্তুপে দাঁড়িয়ে রয়েছে । জেলার আনাচেকানাচে নিত্যদিন উদ্ধার হচ্ছে বোমা ৷ বেশ কিছু জায়গায় মজুত রাখা বোমার বিস্ফোরণের ঘটনা ঘটছে ৷ তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় একাধিক বোমা উদ্ধার হচ্ছে বলে দাবি স্থানীয়দের ।