বহরমপুর , 13 এপ্রিল : ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ মঙ্গলবার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন , " কমিশনের বিরুদ্ধে উনি রাস্তায় বসে পড়ছেন। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে রাস্তায় বসে পড়ছেন। পার্লামেন্টে কোন আইন পাশ হলেও উনি রাস্তায় বসে পড়ছেন। উনি মুখ্যমন্ত্রী না রাস্তার মানুষ ?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না প্রসঙ্গে বহরমপুরে বসে এভাবেই তৃণমূল নেত্রীর প্রতি কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর 24 ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। এর প্রতিবাদে গান্ধি মূর্তির পাদদেশে আজ মঙ্গলবার ধর্নায় বসেছেন মমতা ।
দিলীপবাবু আরও বলেন , " মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন , নির্বাচনটা কে বিঘ্নিত করার চেষ্টা করছেন তাতে আমিতো বলেছিলাম ওনাকে পুরো নির্বাচন থেকে আলাদা করা উচিত। নির্বাচন কমিশন পুরো বিষয়টি পর্যালোচনা করে নির্ণয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রচার করেন তাহলে উত্তেজনা ছড়াবে। তাই ওনাকে 24 ঘন্টার জন্য প্রচার থেকে আলাদা করা হয়েছে । আমি বলেছিলাম শুধু 24 ঘন্টার জন্য নয় পুরো নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে আলাদা করে রাখা হোক। যে চার পাঁচজন মারা গিয়েছে তার দায় ওনার। উনি সংবিধান মানেন না। গণতন্ত্র মানেন না। মুখ্যমন্ত্রীর পদ থেকে ওনার পদত্যাগ করা উচিত। "
আরও পড়ুন : কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আজ ধর্নায় মমতা