ETV Bharat / state

10 দিন পর ঘরে ফিরলেন 35 বিজেপি সমর্থক - 10 দিন পর ঘরে ফিরলেন 35 বিজেপি সমর্থক

2 মে বিধানসভা নির্বাচনের ফলফল ঘোষণার দিনই ডোমকল গণনাকেন্দ্র থেকে উত্তেজনা ছড়ায় । রানিনগর কেন্দ্রে জেতেন তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন । গণনা কেন্দ্র থেকে দুই দলের সমর্থকরা বাড়ি ফিরতেই চরম অশান্তি ছড়ায় গ্রামে ।

After 10 days 35 BJP supporters returned home
After 10 days 35 BJP supporters returned home
author img

By

Published : May 12, 2021, 9:02 PM IST

রানিনগর, 12 মে : দশদিন পর প্রশাসন ও এলাকার শান্তি কমিটির হস্তক্ষেপে ঘরে ফিরলেন রানিনগর থানার বামনাবাদের বিজেপির মণ্ডল সভাপতি সহ 35 বিজেপি সমর্থক । বিজেপি কর্মী-সমর্থকদের আশ্বস্ত করে আজ ঘরে ফেরানো হয়েছে । যদিও তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ।

ঘরছাড়াদের গ্রামে ফিরিয়ে শান্তি কমিটি বৈঠকে বসে ৷ এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় । 2 মে বিধানসভা নির্বাচনের ফলফল ঘোষণার দিনই ডোমকল গণনাকেন্দ্র থেকে উত্তেজনা ছড়ায় । রানিনগর কেন্দ্রে জেতেন তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন । গণনা কেন্দ্র থেকে দুই দলের সমর্থকরা বাড়ি ফিরতেই চরম অশান্তি ছড়ায় গ্রামে । বিজেপির মণ্ডল সভাপতি বিজন মণ্ডলের অভিযোগ, সেদিন রাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাধিক বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায় । বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় । একটি গাড়ি ভাঙচুর করা হয় । বিজেপি সমর্থকদের প্রাণ বাঁচাতে রাতেই তাঁদের সঙ্গে করে গ্রাম ছাড়েন মণ্ডল সভাপতি বিজন মণ্ডল । এতদিন আত্মগোপন করেছিলেন তাঁরা । এদিকে বিজেপি সমর্থকরা গ্রাম ছাড়লেও তাঁদের পরিবারের লোকেরা গ্রামে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন । পরিস্থিতি স্বাভাবিক করতে গ্রামবাসী ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকারকে নিয়ে বৈঠক করেন রানিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস । তৈরি করা হয় 19 জনের শান্তি কমিটি । তারপর থেকেই ঘরছাড়াদের গ্রামে ফেরানোর উদ্যোগ শুরু হয় । আজ বিজেপির মণ্ডল সভাপতি সহ 35 জন বিজেপি সমর্থককে গ্রামে ফিরিয়ে আনা হল । দীর্ঘদিন পর ঘরে ফিরতে পেরে কিছুটা স্বস্তিতে তাঁরা ৷ যদিও চোখেমুখে আতঙ্কের ছাপও স্পষ্ট ।

আরও পড়ুন: ঘরছাড়াদের ফেরাতে মহকুমা শাসকের দ্বারস্থ কোচবিহারের বিজেপি বিধায়ক

বিজেপির মণ্ডল সভাপতি বিজন মণ্ডল বলেন, "আমরা গ্রামে অশান্তি চাই না । সবাই মিলেমিশে থাকতে চাই । প্রশাসন ও শান্তি কমিটি আমাদের আশ্বস্ত করেছে ।"

রানিনগর, 12 মে : দশদিন পর প্রশাসন ও এলাকার শান্তি কমিটির হস্তক্ষেপে ঘরে ফিরলেন রানিনগর থানার বামনাবাদের বিজেপির মণ্ডল সভাপতি সহ 35 বিজেপি সমর্থক । বিজেপি কর্মী-সমর্থকদের আশ্বস্ত করে আজ ঘরে ফেরানো হয়েছে । যদিও তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ।

ঘরছাড়াদের গ্রামে ফিরিয়ে শান্তি কমিটি বৈঠকে বসে ৷ এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় । 2 মে বিধানসভা নির্বাচনের ফলফল ঘোষণার দিনই ডোমকল গণনাকেন্দ্র থেকে উত্তেজনা ছড়ায় । রানিনগর কেন্দ্রে জেতেন তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন । গণনা কেন্দ্র থেকে দুই দলের সমর্থকরা বাড়ি ফিরতেই চরম অশান্তি ছড়ায় গ্রামে । বিজেপির মণ্ডল সভাপতি বিজন মণ্ডলের অভিযোগ, সেদিন রাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাধিক বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায় । বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় । একটি গাড়ি ভাঙচুর করা হয় । বিজেপি সমর্থকদের প্রাণ বাঁচাতে রাতেই তাঁদের সঙ্গে করে গ্রাম ছাড়েন মণ্ডল সভাপতি বিজন মণ্ডল । এতদিন আত্মগোপন করেছিলেন তাঁরা । এদিকে বিজেপি সমর্থকরা গ্রাম ছাড়লেও তাঁদের পরিবারের লোকেরা গ্রামে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন । পরিস্থিতি স্বাভাবিক করতে গ্রামবাসী ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকারকে নিয়ে বৈঠক করেন রানিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস । তৈরি করা হয় 19 জনের শান্তি কমিটি । তারপর থেকেই ঘরছাড়াদের গ্রামে ফেরানোর উদ্যোগ শুরু হয় । আজ বিজেপির মণ্ডল সভাপতি সহ 35 জন বিজেপি সমর্থককে গ্রামে ফিরিয়ে আনা হল । দীর্ঘদিন পর ঘরে ফিরতে পেরে কিছুটা স্বস্তিতে তাঁরা ৷ যদিও চোখেমুখে আতঙ্কের ছাপও স্পষ্ট ।

আরও পড়ুন: ঘরছাড়াদের ফেরাতে মহকুমা শাসকের দ্বারস্থ কোচবিহারের বিজেপি বিধায়ক

বিজেপির মণ্ডল সভাপতি বিজন মণ্ডল বলেন, "আমরা গ্রামে অশান্তি চাই না । সবাই মিলেমিশে থাকতে চাই । প্রশাসন ও শান্তি কমিটি আমাদের আশ্বস্ত করেছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.