বহরমপুর, 11 জুন : তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী সমর্থক । যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরি ৷ তিনি বলেন, "এটা ভার্চুয়াল নয়, একচুয়াল যোগদান । তৃণমূল কংগ্রেসে ভাঙন সংক্রমণ ধরেছে ।"
অধীর গড়ে ধস নামিয়ে জেলার রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে আনতে মরিয়া চেষ্টা চালিয়েছে রাজ্যের শাসকদল । অনেক অংশে সাফল্যও পেয়েছে তৃণমূল নেতৃত্ব । এবার জেলায় ফিরে নিজের হারানো জমি পুনরুদ্ধারে নেমেছেন অধীর চৌধুরি । আজ বড়ঞা ব্লকের শতাধিক তৃণমূল কর্মী সমর্থকদের ফের দলে টেনে তিনি বলেন, "মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের ভাঙন সংক্রমণ শুরু হয়ে গিয়েছে । পুলিশ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছে দল । কিন্তু জেলাজুড়ে ভাঙনের প্রবল গতি ৷ এই সংক্রমণ থেকে তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে কোন ভ্যাক্সিন নেই । তৃণমূলের পতন আসন্ন ।"
এর পাশাপাশি BJP-কেও নিশানা করতে ছাড়েননি তিনি ৷ বলেন, "আমরা ভার্চুয়ালে নয়, একচুয়ালে বিশ্বাস করি । এই যোগদান ভার্চুয়াল নয়, একচুয়াল ।"