সামশেরগঞ্জ, 11 অগস্ট : পাঁচ দিনে উদ্ধার 70টি বোমা ৷ আর তা নিয়েই আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷ শনিবার সামশেরগঞ্জ থানার জ্বালাদিপাড়ার রক বাঁশবাগান থেকে উদ্ধার হয় 30টি বোমা ৷ এরপর সোমবার সুলতানপুর এলাকার এক আমবাগান থেকে উদ্ধার হয় 30টি বোমা । বিগত পাঁচদিন ধরে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জ থানা এলাকায় ।
এত বোমা উদ্ধারের পিছনে কি বড়সর হামলার কোনও ছক রয়েছে ? এই আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা ৷ গত দু'মাসে উদ্ধার হয়েছে প্রায় আড়াইশো বোমা । একটি এলাকা থেকে এত সংখ্যায় বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
আজ ফের জ্বালাদিপাড়ার একটি জঙ্গল ঘেরা পরিত্যক্ত বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে 10টি বোমা । ঘটনাস্থলে রয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড টিমকে । কে বা কারা বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে এলাকায় ।
আরও পড়ুন : Ganges erosion : সামশেরগঞ্জে গঙ্গায় ব্যাপক ভাঙনে তলিয়ে যাচ্ছে বাড়ি, জমি